2023 ব্যাংক অফ বরোদা হোম লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Bank of Baroda Home Loan 2023 (ব্যাংক অফ বরোদা হোম লোন 2023): How to apply for Bank of Baroda Home Loan?| Bank of Baroda Home Loan Apply in Bengali | BOB Home Loan Interest Rates List in Bengali

আপনি হয়তো শুনে থাকবেন যে, বেশিরভাগ মানুষের এই কথাটা বলতে শোনা যায়। “নিজের ঘরের মতো ঘর হয়না, সেটা কোটি টাকার ঘর যদি হয় আর সেটা অপরজনের ঘর হয়, আর যদি সেখানে আপনাকে থাকতে দেয়া হয়, আর যদি আপনার একটা একতলা বাড়ি থাকে তাতে যে সুখটা পাবেন, সেটা হয়তো এক কোটি টাকার বাড়িতে পাবেন না”, কি তাইতো!

নিজের বাড়ীর সাথে অনেক কিছু জড়িয়ে থাকে। নিজের ইচ্ছামত সেখানে বসবাস করা, সাজানো-গোছানো এবং কেউ কখনো বলবেই না যে এই ঘরেতে আর থাকতে পারবে না।

ভালোভাবে বাঁচার জন্য খাদ্য, বস্ত্র এবং তার সাথে একটি সুন্দর বাসস্থান যদি থাকে তাহলে আর জীবনে তেমন কিছু দরকার পড়েনা। আর সেই কারণে কিন্তু বেশিরভাগ মানুষ নিজেদের একটা স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য সারাজীবন লাগিয়ে দেন। অনেকেরই স্বপ্ন পূরণ হয়, আবার অনেকের তা হয়ে ওঠে না।

Bank Name Bank of Baroda
Type of Loan Home Loan
Loan Application Process Online / Offline
Official Website bankofbaroda.in

তবে আজকের এই আর্টিকেলটিতে আপনাদের এমন লোনের কথা বলবো, যার মাধ্যমে আপনি হোম লোন নিয়ে ঘরের স্বপ্ন পূরণ করতে পারেন। আর সেই ব্যাংকের নাম হল ব্যাংক অফ বরোদা (Bank of Baroda) আর এই ব্যাংকের ব্যাংক অফ বরোদা হোম লোন (Bank of Baroda Home Loan) এর জন্য আপনি আবেদন করতে পারেন।

ব্যাংক অফ বরোদা হোম লোন আবেদন পদ্ধতি | Bank of Baroda Home Loan in Bengali
ব্যাংক অফ বরোদা হোম লোন আবেদন পদ্ধতি | Bank of Baroda Home Loan in Bengali

তো চলুন তাহলে জানা যাক এই হোম লোন সম্পর্কে কিছু তথ্য এবং এই লোনের জন্য আপনি কিভাবে আবেদন করবেন:

হোম লোন কি? (What is Home Loan?)

হোম লোন যেটা হলো, একটি নিরাপদ সহযোগিতাও বলতে পারেন। যে এটি একটি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি বাড়ি বানানোর স্বপ্ন পূরণে সহযোগিতা পাবেন।

এক কথায় বলতে গেলে আপনি যদি বাড়ি বানাতে চান অথবা যদি কোন বাড়ি কিনতে চান সেক্ষেত্রে ব্যাংক থেকে কিছু টাকা ধার অথবা ঋণ দেওয়া হয়ে থাকে এবং সেটার ফেরত দেওয়ার জন্য অনেকটা সময় দেওয়া হয়।

বলতে গেলে বেশ কয়েক বছর। আর তাই অনায়াসেই আপনি ঘরের স্বপ্ন তাড়াতাড়ি পূরণ করার সাথে সাথে বেশি দিন সময় পাবেন এই ঋণ অথবা লোন পরিশোধ করার জন্য।

হোম লোনের ধরন কি কি (Types of Home Loan):

১) বাড়ি কেনার জন্য লোন

২) বাড়ি তৈরি করার জন্য লোন

৩) বাড়ির উন্নয়ন করার জন্য লোন

৪) জমি কেনার জন্য লোন

৫) হোম লোন টান্সফার

Bank of Baroda Home Loan-এর জন্য সর্বোচ্চ কত টাকা পেতে পারেন:

ব্যাংক অফ বরোদা থেকে হোম লোনের জন্য গ্রামীণ এলাকার ক্ষেত্রে সবথেকে বেশি লোনের পরিমাণ হল ১ কোটি টাকা পর্যন্ত। আবার শহরাঞ্চলের ক্ষেত্রে সবথেকে বেশি লোনের পরিমাণটা ১০ কোটি পর্যন্ত।

শহর অঞ্চলের অর্থনৈতিক দিক গ্রামের থেকে অনেকটাই উন্নত, আর তাই বেশি পরিমাণে লোন নেওয়া যেতে পারে শহর অঞ্চল থেকে।

Bank of Baroda Home Loan-এর ক্ষেত্রে সুদের হার কত:

ব্যাংক অফ বরোদা হোম লোন যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে আগে থেকেই জানতে হবে যে, এই ব্যাংক হোম লোন কত পার্সেন্ট সুদে দিয়ে থাকে।

এখানে জানিয়ে রাখা ভাল যে, হোম লোনের জন্য এই ব্যাংক ৬.৭৫% (পার্সেন্ট) থেকে ৮.২৫% পর্যন্ত সুদ নিয়ে থাকে। অর্থাৎ আপনাকে এই ৬.৭৫% থেকে ৮.২৫% পর্যন্ত সুদ দিয়ে লোন টি পরিশোধ করতে হবে।

Bank of Baroda Home Loan পরিশোধের জন্য আপনি কত সময় পাবেন:

এই ব্যাংকের হোম লোন যদি আপনি নিয়ে থাকেন বা যদি নিতে চান তাহলে কিন্তু দীর্ঘ সময় পাবেন। সেই লোন পরিশোধ করার জন্য বলতে গেলে লোন ফেরত দেওয়ার জন্য আপনি একেবারে  ৩০ বছর পর্যন্ত সময় পাবেন।

অনেকটাই সময় যেটা আপনার জন্য অনেকটা সুবিধাজনক হবে। কেননা লোন এর অ্যামাউন্ট টাও কিন্তু বেশ বড়। তাইতো এতটা সময় আপনি হাতে পাচ্ছেন।

Bank of Baroda Home Loan নেওয়ার জন্য কারা আবেদন করতে পারবেন:

১) আপনাকে একজন সরকারি কর্মকর্তা, একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা অথবা self-employed অবশ্যই হতে হবে। তবেই কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

২) তার সাথে সাথে আপনার বয়সটা কিন্তু হতে হবে ২১ বছর থেকে ৭০ বছরের মধ্যে।

৩) আর আপনি যদি বেতনভুক্ত হয়ে থাকেন তবে আপনার এক বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং যদি আপনি বেতনভুক্ত না হয়ে থাকেন তবে আপনার দু বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।

Bank of Baroda Home Loan নেওয়ার জন্য কি কি কাগজ পত্রের প্রয়োজন:

হোম লোন নেওয়ার জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টস থাকতে হবে সেগুলি হল:

১) ID Proof

২) অ্যাড্রেস প্রুফ (Address proof)

৩) সিগনেচার প্রুফ (Signature proof)

৪) প্যান কার্ড (Pan card)

৫) লোন অ্যাপ্লিকেশন ফর্ম (Loan application form)

৬) রোজগার সম্পর্কিত কাগজপত্র (Income related documents)

৭) সম্পত্তি সম্পর্কিত কাগজপত্র (Property related documents)

ব্যাংক অফ বরোদা থেকে হোম লোন আপনি কেন নেবেন:

ব্যাংক অফ বরোদা থেকে হোম লোন নেওয়ার যে সুবিধাগুলি আপনি পাবেন, সেগুলি হল:

১) এই ব্যাংক থেকে আপনি লোনের পরিমাণ টা সবচেয়ে বেশি পাবেন।

২) তার সাথে সাথে লোনের সুদের হার, সেটা কিন্তু অনেকটাই কম।

৩) যদি আপনি ব্যাংক অফ বরোদা থেকে হোম লোন নিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই লোনের টাকা ফেরত দেওয়ার জন্য আপনি দীর্ঘ সময় হাতে পাবেন।

৪) আরেকটি সুবিধা হল যে, আপনি যদি এই ব্যাংক থেকে হোম লোন নিয়ে থাকেন তাহলে তাহলে কিন্তু বিনামূল্যে ক্রেডিট কার্ডও পেয়ে যাবেন।

Bank of Baroda Home Loan আবেদন করবেন কিভাবে:

১) প্রথমত আপনাকে ব্যাংক অফ বরোদা (Bank of Baroda) এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.bankofbaroda.in) লগইন করতে হবে।

২) এরপরে এই ওয়েবসাইটে আপনি লোন বিভাগে গিয়ে হোম লোন (Home Loan) সিলেক্ট করুন।

৩) তারপরে আপনাকে এই বিষয়টি চেক করতে হবে যে এই লোনের জন্য আপনি উপযুক্ত কিনা।

৪) যদি আপনি এই লোনের জন্য উপযুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস অথবা কাগজপত্র গুলি আপলোড করতে হবে।

৫) যেসব তথ্য এখানে চাওয়া হবে আপনার কাছে সেগুলো এখানে ভরতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

৬) এর পরে কিন্তু আপনার আবেদন করার লোনটি অনুমোদিত হয়ে যাবে, আর তার সাথে সাথে আপনার লোন এর অ্যামাউন্ট আপনার ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে।

আবার যদি মনে করেন যে অফলাইনে সরাসরি ব্যাংকে গিয়ে এই লোনের জন্য আপনি আবেদন করবেন, তাহলে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে ব্যাংক অফ বরোদা তে গিয়ে হোম লোনের বিষয়ে আপনি কথা বলতে পারেন এবং লোনের জন্য আবেদন করতে পারেন। তবে সেখানে কিন্তু আপনাকে সশরীরে যেতে হবে। আর অনলাইনের মাধ্যমে আবেদন করলে সেটা আপনি ঘরে বসেই করতে পারবেন।

এমন কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করে আপনি হোম লোন পেতে পারেন। আর তা দিয়ে আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে তুলতে পারেন অথবা নতুন স্বপ্নের বাড়ি কিনতে পারেন। আশা করি আপনাদের ভাল লেগেছে, হোম লোন নেওয়ার এই বিষয় গুলি।

Bank of Baroda Application Forms Download in PDF

Bank of Baroda All Application Forms Download Download Forms
Home Click here
Official Website Click here

FAQ of Bank of Baroda Home Loan

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”ব্যাংক অফ বরোদা হোম লোনের সুদের হার কত?” answer-0=”ব্যাংক অফ বরোদা হোম লোনের সুদের হার 6.50% – 8.25% এবং লোনের প্রসেসিং চার্জ 0.25% – 0.50% টোটাল লোন এমাউন্টের।” image-0=”” headline-1=”h3″ question-1=”ব্যাংক অফ বরোদা হোম লোনের জন্য যোগ্যতা কি?” answer-1=”প্রথমত আপনার বয়স কমসে কম 18 থেকে 70 এর মধ্যে হতে হবে। আপনার কাজ এবং ইনকাম এর উপর নির্ভর করে আপনার হোম লোন এর যোগ্যতা যা আপনি ব্যাংক অফ বরোদা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা কাস্টমার কেয়ারের সঙ্গে সরাসরি কথা বলে জানতে পারবেন।” image-1=”” headline-2=”h3″ question-2=”ব্যাংক অফ বরোদা হোম লোনের কাস্টমার কেয়ার নাম্বার কি?” answer-2=”ব্যাংক অফ বরোদা হোম লোনের কাস্টমার কেয়ার নাম্বার গুলি হলঃ 1800 22 33 44, 1800 258 44 55 ও 1800 102 44 55″ image-2=”” count=”3″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top