2023 ব্যাংক অফ বরোদা কার লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Bank of Baroda Car Loan 2023 (ব্যাংক অফ বরোদা কার লোন 2023), How to Apply for Bank of Baroda Car Loan?| Document for BOB Car Loan in Bengali | Bank of Baroda Car Loan Interest Rates List.

মানুষ স্বপ্নের উপরেই বেঁচে থাকে। সে গরিব থেকে মধ্যবিত্ত হোক অথবা মধ্যবিত্ত থেকে ধনী। স্বপ্ন থাকাটা স্বাভাবিক, তার সাথে সাথে কিছু মানুষের স্বপ্ন থাকে একটা সুন্দর গাড়ি থাকবে তাদের।

সবকিছুর পাশাপাশি এই স্বপ্ন পূরণ করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ তারা গ্রহণ করে থাকেন। তবে ব্যাংক অফ বরোদা থেকে কার লোন (Bank of Baroda Car Loan) নিয়ে এই স্বপ্ন টি আপনি অনায়াসেই পূরণ করতে পারেন।

Bank Name Bank of Baroda
Type of Loan Car Loan / Vehicle Loan
Loan Application Process Online / Offline
Official Website bankofbaroda.in
ব্যাংক অফ বরোদা কার লোন আবেদন পদ্ধতি | Bank of Baroda Car Loan in Bengali
ব্যাংক অফ বরোদা কার লোন আবেদন পদ্ধতি | Bank of Baroda Car Loan in Bengali

তো চলুন তাহলে জানা যাক, আপনার স্বপ্নের গাড়ি কেনার জন্য আপনি ব্যাংক অফ বরোদা থেকে কিভাবে কার লোন এর জন্য আবেদন করতে পারবেন:

Bank of Baroda Car Loan এর সুবিধা:

ব্যাংক অফ বরোদা কার লোন দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত সুবিধা গুলি দিয়ে থাকে সেগুলি হল:

১) সর্বোচ্চ ৯০% অন রোড প্রাইস (দাম) এর গাড়ির  জন্য আপনি লোন নিতে পারবেন।

২) এই ব্যাংক থেকে সর্বোচ্চ কার লোনের অ্যামাউন্ট ১ কোটি টাকা পর্যন্ত।

৩) খুবই কম সুদের হারে আপনি এই লোন পরিশোধ করতে পারবেন।

৪) লোন পরিশোধ করার জন্য আপনি সময় পাবেন ৮৪ মাস অর্থাৎ সাত বছর।

৫) প্রসেসিং ফি হিসেবে এই ব্যাংক নিয়ে থাকে ১,৫০০ টাকা, তার সাথে GST.

৬) এই লোনের জন্য যারা আবেদন করতে পারবেন তারা হলেন, বেতনভুক্ত কর্মচারী, কর্পোরেট, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস (NRIs), প্রফেশনাল এবং বিজনেসম্যান।

Bank of Baroda Car Loan নেওয়ার ক্ষেত্রে আপনার লাভ:

ব্যাংক অফ বরোদা থেকে আপনি যদি কার লোন নিয়ে থাকেন তাহলে যে লাভগুলি পাবেন সেগুলি হল:

১) খুবই সামান্য পরিমাণে আপনার কাগজপত্র জমা করতে হবে অর্থাৎ মিনিমাল ডকুমেন্টেশন।

২) তাছাড়া এই লোন নেওয়ার জন্য আপনাকে বেশিক্ষণ সময় দিতে হয় না, খুব তাড়াতাড়ি আপনি লোনটি পেয়ে যাবেন।

৩) আলাদা রকম ভাবে কোন চার্জ নেওয়া হয় না।

৪) একেবারে লো ডাউনপেমেন্ট অর্থাৎ আপনাকে খুবই কম টাকা দিতে হবে প্রথমে এই লোন নেওয়ার জন্য।

৫) তার সাথে রয়েছে আকর্ষণীয় সুদের হার, যা আপনি অনায়াসেই দিতে পারবেন।

Bank of Baroda Car Loan কারা আবেদন করতে পারবে?

১) বেতনভুক্ত কর্মচারী

২) Person of Indian Origin (POI)

৩) NRIs

৪) কৃষক, প্রফেশনালস এবং বিজনেসম্যান

৫) কর্পোরেট

৬) পার্টনারশিপ ফার্ম partner, প্রাইভেট এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি ডাইরেক্টর।

৭) আবেদনকারীর বয়স কম পড়ে ১৮ বছর থেকে ২১ বছর হতে হবে।

৮) আবেদনকারীর ক্রেডিট স্কোর অবশ্যই হতে হবে ৭২৫।

Bank of Baroda Car Loan নেওয়ার জন্য ডকুমেন্টস: 

ব্যাংক অফ বরোদা থেকে কার লোন নেওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন পড়বে।

Self-employed দের জন্য:

১) এড্রেস প্রুফ,

২) আইডেন্টিটি প্রুফ

৩) ইনকাম ট্যাক্স রিটার্ন

৪) ব্যালেন্স শীট তার সাথে প্রফিট এবং লস অ্যাকাউন্ট স্টেটমেন্ট।

বেতন ভুক্তদের জন্য:

১) আইডেন্টিটি প্রুফ

২) এড্রেস প্রুফ

৩) ব্যাংক স্টেটমেন্ট

৪) ফর্ম 16

৫) স্যালারি স্লিপ

Bank of Baroda Car Loan Interest এবং ক্যালকুলেটর: 

১) প্রতি মাসে ইএমআই তে একেবারে খুবই কম ১৫০৯ টাকা প্রতি ১ লাখ টাকা তে দিতে হবে লোন শোধ করার ৭ বছর পর্যন্ত।

২) সবথেকে কম কার লোন এর সুদ ৭.০০% আর এক লাখ টাকার লোন এর ক্ষেত্রে ৪৪৭৭ টাকা দিতে হবে দু’বছরের জন্য, লোন শোধ করার ক্ষেত্রে। আর ১৯৮০ টাকা প্রতি এক লাখ টাকা তে ইএমআই (EMI) দিতে হবে ৫ বছরের জন্য।

Bank of Baroda Car Loan আবেদন করবেন কিভাবে?

অনলাইনে ব্যাংক অফ বরোদার কার লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাকে কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

১) প্রথমত আপনাকে ব্যাংক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। https://www.bankofbaroda.in

২) তারপরে যে পেজটি ওপেন হবে সেখানে দেখবেন Vehicle Loan এই অপশনটি পাবেন Car Loan অফশন এর নিচে। এখানে ক্লিক করুন।

৩) তার পর যে পেজটি ওপেন হবে সেখানে Apply Now দেখতে পাবেন কার লোন সেকশন এর নিচে।

৪) তারপর একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার নাম, আপনার ইমেইল আইডি, আপনার রাজ্য, মোবাইল নাম্বার, শহর, গাড়ির মডেল নাম্বার, দিতে হবে এবং ভেরিফিকেশন কোডও দিতে হবে।

৫) তারপর কন্সেন্ট বক্স চেক করুন তারপর Submit বাটনে ক্লিক করুন।

Bank of Baroda Car Loan Fee এবং চার্জ:

ক্যাটাগরি (Category) চার্জ (Charges)
Rate of Interest FROM BRLLR + SP + 0.25% TO BRLLR + SP + 3.25% (as per risk rating of the applicant/s.)
Service Charges Rs 1500 flat

এই লোনের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে ব্যাংক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন আবার www.banglaloan.com এই ওয়েবসাইটের মধ্যে দিয়েও আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

Bank of Baroda Car Loan পরিশোধের সময়:

সাধারণত কার লোন এর জন্য ২ বছর, ৪ বছর, ৫বছর এবং ৭ বছরের একটা সময় ভাগ থাকে। যেমন ধরুন আপনি যদি ১৫ লাখ টাকা  নিয়ে থাকেন তাহলে দু’বছরে শোধ করার ক্ষেত্রে ৬৭,১৫৯ প্রতিমাসে ৭% সুদ দিয়ে শোধ করতে হবে। এমন ভাবে আপনি চার বছর এবং ৭ বছর পর্যন্ত শোধ করতে পারেন, এই ব্যাংক থেকে নেওয়া কার লোনটি।

Bank of Baroda Application Forms Download in PDF

Bank of Baroda All Application Forms Download Download Forms
Home Click here
Official Website Click here

FAQ for Bank of Baroda Car Loan: 

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”আমরা কি EMI তে গাড়ি কিনতে পারি?” answer-0=”নিশ্চয়ই কিনতে পারেন, বর্তমান যেকোনো জায়গায় এবং যেকোন ব্যাংক এই সুবিধা দিয়ে থাকে। ব্যাংকে সাথে সাথে প্রাইভেট ফাইন্যান্স কোম্পানিও এই সুবিধা দিয়ে থাকে। আপনি যে কোন গাড়ি নিজের বাজেট অনুসারে EMI সেট করে কিনতে পারেন। ” image-0=”” headline-1=”h3″ question-1=”গাড়ির শোরুম থেকে কি সরাসরি কার লোন পাওয়া যায়?” answer-1=”হ্যাঁ,ভারতবর্ষের বেশিরভাগ কার শোরুম এই সুবিধা দিয়ে থাকে, প্রায়ই কার শোরুমে কোন না কোন ব্যাংকের এজেন্ট উপস্থিত থাকে এবং গ্রাহকের দরকার অনুসারে কার লোন এর সম্পর্কে তথ্য প্রদান করে। কিছু কিছু শোরুমে সরাসরি লোন করে দেওয়ার জন্য একটি আলাদা ফাইন্যান্স অফিস থাকে।” image-1=”” headline-2=”h3″ question-2=”ব্যাংক অফ বরোদা কার লোন অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় থেকে পাওয়া যাবে?” answer-2=”ব্যাংক অফ বরোদা কার লোন অ্যাপ্লিকেশন ফর্ম আপনি পেয়ে যাবেন ব্যাংক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে ডাউনলোড সেকশনে। তার জন্য আপনাকে ব্যাংক অফ বরোদা এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।” image-2=”” headline-3=”h3″ question-3=”এই লোনের সুবিধা আমি কি পেতে পারি ব্যবহৃত গাড়ির জন্য?” answer-3=”হ্যাঁ অবশ্যই পেতে পারেন, ব্যাংক অফ বরোদা এই লোন প্রোভাইড করে থাকে ব্যবহৃত গাড়ির জন্য। তবে সেই গাড়িটি তিন বছরের বেশি পুরানো (ব্যবহৃত) হলে হবে না।” image-3=”” count=”4″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top