banglarbhumi.gov.in 2023 Land Records: Khatian Plot Map Check

Banglar Bhumi Khatian Plot Map Check (বাংলার ভূমি খতিয়ান প্লট ম্যাপ চেক অনলাইন), পশ্চিমবঙ্গের বাংলার ভূমি দ্বারা কিভাবে খতিয়ান ও জমির ম্যাপ বের করবেন জানুন। পশ্চিমবঙ্গের ভূমির মালিকানা, রেজিষ্ট্রেশন, দাম, নকশা ইত্যাদি অনলাইনে দেখুন।

banglarbhumi.gov.in Land Record হলো জমির মালিক বা এলাকা ভিত্তিক জমি বা সম্পত্তির মালিকানা, দাম, নকশা ও আরো খুঁটিনাটি অনেক বিষয়ের সমাহার। ভারতের Digital Scheme এর আওতায় ভারতের সকল রাজ্যের Land Record অনলাইন ভিত্তিক করার উদ্যোগ নেয়া হয়েছে। 

এরই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকারও পশ্চিমবঙ্গের সকল ভূমির মালিকানা, রেজিষ্ট্রেশন, দাম, নকশা ইত্যাদি অনলাইনে হালনাগাদ করার কাজ শুরু করেছে।

BanglarBhumi.gov.in West Bengal Land Record, Khatian & Plot Information
BanglarBhumi.gov.in West Bengal Land Record, Khatian & Plot Information

পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার অধিদপ্তর বাংলার ভূমি ওয়েবসাইটের (https://banglarbhumi.gov.in/BanglarBhumi/Home.action) মাধ্যমে ভূমির বিস্তারিত অনলাইনে হালনাগাদ করছে।

মৌজা দিয়ে জমি তথ্য কিভাবে বের করবেন?

এই ওয়েবসাইটে খুব সহজেই অল্প কিছু ধাপেই ভূমির নানা প্রকার তথ্য পাওয়া যাছে। এই বাংলার ভূমি Banglar Bhumi ওয়েবসাইট পশ্চিমবঙ্গের সাধারন মানুষের জন্য একটি ঝামেলা মুক্ত ব্যবস্থা হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছে।

আজ আমরা আপনাদের সাথে BanglarBhumi (বাংলার ভূমি) সাইট নিয়ে আলোচনা করবো। আমরা জানার চেষ্টা করবো এই সাইটে কি কি সেবা পাওয়া যায়, BanglarBhumi সাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রশন করার পর কিভাবে সাইটে লগইন করতে হয়,

এই সাইটের মাধ্যমে কিভাবে Land Record সেবা পাওয়া যায়, কিভাবে আপনার আবেদনের অবস্থা ট্র্যাক করবেন। আসুন জেনে নি Banglar Bhumi সাইটের বিস্তারিত।

Banglar Bhumi সাইট কি কি সেবা দিয়ে থাকে?

পশ্চিমবঙ্গের মানুষকে ভূমি সংক্রান্ত ঝামেলা হতে মুক্তি দেয়ার জন্য Banglar Bhumi সাইট তৈরি করা হয়েছে। এই সাইটে মূলত ভূমি সংক্রান্ত সকল তথ্য জমা আছে এবং এসকল তথ্য জনগন সহজেই পেতে পারে।

এই লক্ষ্যে পশ্চিমবঙ্গের জনগনকে এই সাইট নানা প্রকার গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছে। আসুন দেখে নি Banglar Bhumi সাইট হতে কি কি সেবা পাওয়া যায়।

১) নাগরিক কেন্দ্রীক সেবা।

২) Record of Rights আবেদন করা।

৩) প্লটের ম্যাপ এবং এ সম্পর্কিত আবেদন করা।

৪) মিউটেশনের জন্য আবেদনপত্র এবং এ সম্পর্কিত তথ্য।

৫) Conversion এর জন্য আবেদন করা।

৬) জমি বিতরন

৭) ভারত-বাংলাদেশ সীমানা নির্ধারণ।

৮) Thika Tenancy

৯) Conversion এর জন্য আবেদন করা।

এই Banglar Bhumi সাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়?

Banglar Bhumi সাইটের কোন সেবা নিতে হলে আগ্রহীকে অবশ্যই সাইটে রেজিস্ট্রেশন করতে হয়। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তীতে আর রেজিস্ট্রেশন করতে হয় না, তখন নিজের User ID ও Password দিয়ে লগইন করতে হয়।

আজ আমরা আপনাদের সহজ কিছু ধাপে দেখাবো কিভাবে এই Banglar Bhumi সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। আসুন দেখে নি কিভাবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়।

১) শুরুতেই আপনাকে অফিসিয়াল সাইটে (https://banglarbhumi.gov.in/BanglarBhumi/Home.action) প্রবেশ করতে হবে।

২) পেজের উপরের Sign up লেখা অংশে ক্লিক করুন।

৩) তারপর Public Registration Form এ ক্লিক করুন।

৪) ফর্মে নির্ধারিত তথ্য প্রদান করুন।

  • নাম ( প্রথম অংশ, মধ্যম অংশ, শেষ অংশ)
  • অভিভাবকের নাম
  • ঠিকানা
  • ইমেইল আইডি এবং OTP
  • মোবাইল নাম্বার এবং OTP
  • পাসওয়ার্ড ও কনফার্মেশন
  • ক্যাপচা

৫) সব তথ্য দিয়ে সাবমিট করে দিন।

পশ্চিমবঙ্গে জমি সংক্রান্ত অভিযোগ আবেদন কিভাবে করবেন?

Banglar Bhumi সাইটে লগইন করার ধাপ সমুহঃ

একবার রেজিস্ট্রেশন করার পর আপনাকে লগইন করতে হবে। আসুন দেখে নি এই সাইটে লগইন করার ধাপসমুহ।

১) Citizen User দের জন্য লগইন অপশন বেছে নিন।

২) User ID এবং Password।

৩) ক্যাপচা দিন।

৪) আপনার লগইন সম্পন্ন হয়েছে।

Land Record এর অধিকারের জন্য কিভাবে আবেদন করতে হয়?

Land Record এর অধিকারের বলে আপনি ভূমির মালিকানা, ভূমির খাজনা, ভূমির নকশা ইত্যাদি সকল তথ্য জানার অধিকার রয়েছে। আপনি চাইলেই কোন তথ্য জানার জন্য আবেদন করতে পারেন। চলুন আজ আমরা দেখে নি কিভাবে Land Record এর জন্য আবেদন করতে হয়।

১) পশ্চিমবঙ্গ সরকারে অফিসিয়াল পোর্টাল https://banglarbhumi.gov.in এ নিজের User ID এবং Password দিয়ে লগইন করুন।

২) মেনু বারে গিয়ে Citizen Service এ ক্লিক করুন তারপর Service Delivery তে ক্লিক করুন।

৩) এখানে দেখুন কি কি তথ্য জানতে চায় ।

৪) তথ্য সিলেক্ট করার পর নতুন পেজ ওপেন হবে।

৫) Calculate Fee তে ক্লিক করুন।

৬) অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করুন।

আপনি এখন পশ্চিমবঙ্গের e-District পোর্টাল হতে Land Record নিতে আবেদন করতে পারবেন।

মিউটেশন আবেদন অনলাইনে করার পদ্ধতি

আসুন দেখে নি কিভাবে ধাপে ধাপে এই আবেদন করতে হয়

১) অফিসিয়াল ওয়েবসাইট https://edistrict.wb.gov.in/PACE/login.do

২) নতুন ব্যবহারকারীরা Citizen Registration –এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) রেজিস্ট্রেশনকারীরা তাদের তথ্য দিয়ে লগইন করতে হবে।

৪) লগইন করার পর দরকারী সকল তথ্য দিয়ে সাবমিট করুন।

৫) আপনি একটি নিশ্চিতকরণ স্লিপ পাবেন।

৬) ভেরিফিকেশন সম্পন্ন হবার পর আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

কিভাবে আপনার আবেদনের স্থিতি জানবেন?

Bangla Bhumi সাইটের মাধ্যমে আপনার আবেদনের অবস্থা জানা যায়। আসুন দেখে নি কিভাবে এই আবেদন চেক করা যায়।

১) পশ্চিমবঙ্গের অফিসিয়ার সাইট e-District এ লগইন করুন।

২) নিচের ডান পাশের “Inspection Report” এ ক্লিক করুন।

৩) আপনার আবেদন নাম্বার দিন।

৪) সার্চ করলেই আপনার আবেদনের অবস্থা দেখতে পাবেন।

কিভাবে আপনার খতিয়ান বের করতে পারবেন?

Banglar Bhumi সাইটের মাধ্যমে আপনি আপনার ভূমির খতিয়ান বের করতে পারবেন। আসুন দেখে নি কিভাবে এই খতিয়ান বের করা যায়।

১) Banglar Bhumi অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

২) লগইন করুন।

এরপর ২ টি অপশন ব্যবহার করে এই খতিয়ান বের করা যায়।

1) Know your property

2) Query Search

এখন দেখবো Know your property এর মাধ্যমে কিভাবে খতিয়ান বের করা যায়।

১) Banglar Bhumi অফিসিয়াল ওয়েবসাইটে Know your property তে ক্লিক করুন।

২)  KHATIAN ও  PLOT INFORMATION পেজ চালু হবে।

৩) কিছু মৌজা তথ্য দিন।

  • ডিস্ট্রিক
  • ব্লক
  • মৌজা

৪) সিলেক্ট Search by Khatian অথবা Search by Plot

৫) সঠিকভাবে ক্যাপচা প্রদান করুন।

৬) এখন View অপশনে আপনি আপনার খতিয়ান দেখতে পাবেন।

এখন দেখবো Search Query এর মাধ্যমে কিভাবে খতিয়ান বের করা যায়।

১) Banglar Bhumi অফিসিয়াল ওয়েবসাইটে Search Query তে ক্লিক করুন।

২)  Query no এবং Query Year আসবে, এখানে তথ্য দিন।

৩) সঠিকভাবে ক্যাপচা প্রদান করুন।

৪) এখন View অপশনে আপনি আপনার খতিয়ান দেখতে পাবেন।আজ আমরা Bangla Bhumi নিয়ে অনেক কিছু জানতে পারলাম। আগামীতে এই বিষয়ে আরো অনেক লেখা নিয়ে আসছি আপনাদের সামনে। আমাদের সাইটে নিয়মিত চোখ রাখুন।

আমাদের লেখা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করুন, যেখানে পাবেন নতুন নতুন খবর ও আপডেট।

HomeClick here
Official WebsiteClick here

2 thoughts on “banglarbhumi.gov.in 2023 Land Records: Khatian Plot Map Check”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top