বাংলার ভূমি দাগের রেকর্ড কিভাবে বের করবেন? বাংলার ভূমি দাগের রেকর্ড পিডিএফ ডাউনলোড ও প্রিন্ট আউট করার সঠিক পদ্ধতি জেনে নিন।
বাংলার ভূমি দাগের রেকর্ড: বর্তমানে সমস্ত জিনিসের পাশাপাশি, কাগজপত্র, রেকর্ড, প্রমাণপত্র সবকিছু ডিজিটাল হতে শুরু করেছে। প্রতিটি কাজ এখন অনলাইনে সম্পন্ন করা সম্ভব হয়ে উঠেছে। তাছাড়া অনেকের জমি, জায়গা, সম্পত্তি থাকে, যার সমস্ত রকম তথ্য ঘরে বসেই জানার মত সুবিধা আজকে রয়েছে।
নিজের নামে থাকা সম্পত্তি সেটা জমি, জায়গা, প্লট হতে পারে। তার সমস্ত রকম তথ্য যদি হাতের মুঠোয় থাকে তাহলে কেমন হয় বলুন তো! নিশ্চয়ই ভালো হয়, তাইনা! এখন মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। আর সে ক্ষেত্রে নিজের জায়গা, জমির তথ্য বের করার জন্য আপনার কাছে থাকা স্মার্ট ফোনই যথেষ্ট।
ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জমির দাগের তথ্য বের করতে পারবেন, সে গুলির পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন তার সাথে সাথে প্রিন্ট আউট করে বের করতে পারবেন, এর থেকে বড় সুবিধা আর কি হতে পারে, তাই না!
তবে এখানে একটা কথা বলে রাখা জরুরি যে, অনেকেই হয়তো ভাববেন এসব করার জন্য কম্পিউটার অথবা ল্যাপটপ এ প্রয়োজন পড়বে। কিন্তু না মোবাইল ফোন এক্ষেত্রে অনেক বেশি সহজ ভাবে কাজ করে।
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
আপনি চাইলেই যখন খুশি, যেকোনো সময় যেকোনো জায়গা থেকে https://banglabhumi.in/land-records এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে খুব সহজে, বলতে গেলে সামান্য পরিমাণ পদক্ষেপ অবলম্বন করে জমির দাগ নম্বর, বিভিন্ন রকমের দাগের তথ্য বের করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন।
একটা কথা বলে রাখা জরুরী যে অনেক সময় সরকারি সাইট বন্ধ থাকে, এই সমস্ত তথ্য জানার জন্য অথবা বের করার জন্য। তখন আপনাকে এখান থেকে ওখানে হতাশ হয়ে ঘুরতে হয়। তার জন্য অনেকটা সময় চলে যায়, অনেক কাজ পিছিয়ে পড়ে আবার অনেক কাজ সম্ভব হয়ে ওঠে না এই সমস্ত হয়রানির জন্য।
তবে এখন আর চিন্তা নেই, সরকারি সাইট বন্ধ থাকলেও জমির দাগের তথ্য এখান থেকে বের করতে পারবেন যখন খুশি, যেকোন সময়, যেকোন জায়গা থেকে, খুবই সহজ ও সরল পদ্ধতিতে কম্পিউটার ও মোবাইল দুটোতেই এই সাইট ব্যবহার করতে পারবেন অনায়াসেই। এছাড়া মোবাইলের ব্যবহার সবথেকে বেশি সুবিধাজনক।
এছাড়াও বেশিরভাগ মানুষের কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে না বললেই চলে। কিন্তু প্রায় প্রতিটি মানুষের কাছে স্মার্টফোন থাকে আর ইন্টারনেট এখন জল ভাতের মত হয়ে গেছে। সে ক্ষেত্রে মোবাইলের মাধ্যমে এই সাইটের মধ্যে দিয়ে জমির সমস্ত রকম তথ্য বের করতে আপনার কোন রকম অসুবিধা হবে না ।
তো চলুন তাহলে জানা যাক, দাগের তথ্য বের করার জন্য আপনাকে কি করতে হবে:
নিচের কয়েকটি সহজ পদক্ষেপ অবলম্বন করলেই আপনি আপনার জমির দাগের সমস্ত রকম তথ্য বের করতে পারবেন, পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন, তার সাথে সাথে প্রিন্ট আউট করতে পারবেন:
বাংলার ভূমি জমির দাগের তথ্য বের করার প্রসেস:
প্রথম ধাপ: সবার প্রথমে গুগল ক্রোমে এসে banglabhumi.in দিয়ে সার্চ করতে পারেন অথবা https://banglabhumi.in/land-records এই লিংকে সরাসরি ক্লিক করেও যেতে পারেন।
দ্বিতীয় ধাপ: এরপর বাংলাভূমির হোম পেজে চলে আসবেন, সেখানে তিন রকমের অপশন পাবেন। প্রথমত খতিয়ান দিয়ে সার্চ, দ্বিতীয়ত দাগ নাম্বার অথবা প্লট নাম্বার দিয়ে সার্চ এবং তৃতীয়ত মৌজা দিয়ে সার্চ। এক্ষেত্রে আপনি দাগ নাম্বারের তথ্য বের করতে চাইছেন সে ক্ষেত্রে দাগ নাম্বার দিয়ে সার্চ (Search by Plot) অপশনে ক্লিক করতে পারেন।
তৃতীয় ধাপ: একটি ফর্ম ওপেন হবে সেখানে আপনার ডিসট্রিক্ট সিলেক্ট করুন, ব্লক সিলেক্ট করুন, এরপর প্লট নাম্বার দিতে হবে, মৌজা দিতে হবে তারপর খতিয়ান নাম্বার দিতে হবে আপনার জমির।
চতুর্থ ধাপ: এখানে আপনাদের কোন ক্যাপচা কোড পূরণ করতে হবে না। বিনা ক্যাপচা কোড দিয়েই আপনি খতিয়ানের রেকর্ড বের করতে পারবেন। ফর্মটি ফিলাপ করা হয়ে গেলে নিচে ভিউ রেকর্ড (VIEW RECORDS) অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
পঞ্চম ধাপ: ভিউ অপশনে ক্লিক করার পর জমির দাগ নাম্বার অনুসারে জমির সমস্ত রকম তথ্য, জমির পরিমাণ কার কার নামে জমি আছে সমস্ত কিছু আপনার মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাবেন।
ষষ্ঠ ধাপ: যদি জমির দাগের তথ্য পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান সেক্ষেত্রে উপরে দেওয়া ডাউনলোড (Download) অপশন থেকে এই তথ্যটি ডাউনলোড করতে পারবেন আপনার ফোনে অথবা ল্যাপটপে।
সপ্তম ধাপ: আর প্রিন্ট আউট করতে চাইলে প্রিন্ট (Print) অপশন এ গিয়ে প্রিন্ট আউট অপশনের মধ্যে দিয়ে যেকোনো জায়গা থেকে যেকোন সময় প্রিন্ট আউট বের করতে পারবেন। যেটা আপনার যেকোন সময়, যেকোন জায়গায় কাজে লাগতে পারে।
তাহলে বুঝতেই পারছেন https://banglabhumi.in/land-records এই সাইট থেকে কত সহজে এবং খুবই সামান্য পদক্ষেপ অবলম্বন করে জমির সমস্ত রকম তথ্য আপনি বের করতে পারবেন খুবই কম সময়ের মধ্যে এবং বলতে গেলে ঘরে বসেই।
যেখানে সরকারি সাইট বন্ধ থাকার কারণে প্রতিনিয়ত আপনাকে এক কাজের জন্য বারবার ছুটতে হয়, সেখানে সরকারি সাইট বন্ধ থাকলেও এই সাইট থেকে অনায়াসেই জমির সমস্ত রকম তথ্য বের করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, তার সাথে প্রিন্ট আউট করতে পারবেন।
আশা করি আজকের আর্টিকেলটি আপনার অনেকটাই সহযোগিতা করতে পেরেছে। নিশ্চয়ই চিন্তা মুক্ত হতে পেরেছেন যে, এ সমস্ত তথ্য জানার জন্য আর কোথাও ছুটতে হবেনা আপনাকে। ফোনে ডাউনলোড করা তথ্য যেকোন জায়গা থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই।