রূপান্তর অ্যাপ্লিকেশন করবেন পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার বিভাগ, বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন

নমস্কার বন্ধুরা, বাংলা ভূমী তে আবার আপনাদের স্বাগত জানাই।

আশা করছি আপনারা সবাই ভালো আর সুস্থ আছেন, আমি আপনাদের যে জানিয়েছি 1. কিভাবে আপনার অনলাইন মিউটেশন জমা দেবেন ?  2. কিভাবে খতিয়ানদাগের তথ্য বের করবেন? এবং আরও অনেক তথ্য পশ্চিমবঙ্গের ভুমি ও ভুমি সংস্কার বিভাগের।

আজ আমি আপনাদের জানাব আপনারা কিভাবে বাংলারভুমি ওয়েবসাইট দিয়ে জমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইনে জমা দিতে পারবেন? নীচে আমি এই সম্মন্ধে সমস্ত তথ্য দিয়ে দিয়েছি…

(Banglarbhumi Online Conversion Application of West Bengal Land & Land Reforms Department)

বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন
বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন

১. পশ্চিমবঙ্গের জমি রূপান্তর অ্যাপ্লিকেশন করতে হলে সবার প্রথমে আপনাদের কে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার বিভাগের সরকারি ওয়েবসাইটে যেতে হবে।

আপনারা এখানে ⊳ বাংলারভুমি ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এই ওয়েবসাইটে যাবার পর “Online Application” এ ক্লিক করতে হবে, এবং তার পর “Conversion Application” এ ক্লিক করতে হবে। (নীচে ছবিতে দেখানো হয়েছে)

বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন
বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন

 

২. “Conversion Application”-এ ক্লিক করার পর আপাদের সামনে নীচে দেখানো Land Conversion ফর্ম টি চলে আসবে, যেখানে আপনাদের সমস্ত তথ্য সঠিক ভাবে ভরতে হবে।

খেয়াল রাখবেন যদি কোন রকম ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার রূপান্তর আবেদন বাদ দিয়ে দেওয়া হবে। নীচে সমস্ত তথ্য কিভাবে ভরবেন তা দেখানো হয়েছে।

বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন
বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন

 

৩. প্রথম, নীচে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, সবার প্রথমে আপনাদের জায়গার তথ্য দিতে হবে। আপনার জেলা, ব্লক, মৌজা সমস্ত তথ্য সঠিক ভাবে ভরবেন।

#আপনাদের ভুল না হয় সে জন্য আপনারা একটা সাদা কাগজে এই তথ্য গুলি লিখে ফেলুন যখন সমস্ত তথ্য ঠিক মনে হবে তখন অনলাইন ভরে ফেলুন।

বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন
বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন

 

৪. এই বার আপনাকে “আবেদনকারীর বিশদ বিবরণ” এই ফর্ম টি ফরতে হবে, যেখানে আপনাকে আবেদনকারীর সমস্ত তথ্য ভরতে হবে।

আপনাকে সমস্ত তথ্যের সাথে ই-মেল আইডি আর মোবাইল নাম্বার আর এই ই-মেল ও মোবাইলে একটি OTP(One Time Password) আসবে যেটি OTP-এর জায়গায় ভরতে হবে।

কারন এই ই-মেল আইডি ও মোবাইল নাম্বারে আপনার আবেদনের সমস্ত তথ্য পাবেন।

বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন
বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন

 

৫. এর পর আপনাকে জাওমির সমস্ত তথ্য যোগ দিতে হবে, নীচে ছবিতে দেখতে পাচ্ছেন যেখানে

[১] লেখা আছে ওখানে (+) ক্লিক করুন তার পর আপনাদের সামনে

[২] এ দেখানো একটি বক্স খুলে যাবে সেখানে আপনাদের জমির তথ্য যোগ দিতে হবে। এখানে খতিয়ান নাম্বার, প্লট নাম্বার এবং অন্যান্য তথ্য ভরার পর “সাবমিট” বটনে ক্লিক করুন।

যদি একাধিক জমির বিবরণ দিতে চান তাহলে এই ভাবে আবার নতুন জমির বিবরণ যোগ করে নিন।

বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন
বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন

 

৬. এখানে আপনাদের “পরিবেষ্টনের তালিকা”-এর মধ্যে কিছু কাজ করতে হবে যেখানে প্রথমে ” বক্সে লেখা অক্ষর গুলি ভরতে হবে” তারপর নীচে দেখানো ছোট বক্স (চেকবক্স) টি তে ক্লিক করতে হবে। এখানে এছাড়া কিছু করতে হবে না।

বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন
বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন

 

৭. সমস্ত তথ্য ঠিক করে ভরে নেবার পর অবশ্যই ফর্ম টি খুব মনোযোগ দিয়ে দেখে নেবেন, যদি কোন রকম ভুল হয়ে থাকে তাহলে আগে ঠিক করে নেবেন।

যখন আপনার ফর্ম একদম সঠিক ভাবে দেখা হয়ে যাবে তখন নীচের “SUBMIT” বটনে ক্লিক করে আপনার রূপান্তর আবেদন জমা দিয়ে দেবেন।

বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন
বাংলারভুমি রূপান্তর অ্যাপ্লিকেশন অনলাইন

 

রূপান্তর আবেদন জমা দেবার পর আপনার ই-মেল ও মোবাইলে আবেদনের তথ্য চলে আসবে যা আপনি প্রিন্ট ও করতে পারেন। মনে রাখবেন এই তথ্য ভালো করে সেভ করে রাখবেন, পরবর্তী সময়ে এই তথ্য আপনার কাজে লাগবে। আর এই তথ্য সকলের সাথে শেয়ার করবেন না নিজের মধ্যেই রাখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top