বাংলা স্ব-নির্ভর কর্মসংস্থান প্রকল্প 2023 সুবিধা ও আবেদন (BSKP)

Bangla Swanirbhar Karmasansthan Prakalpa 2023 (BSKP Scheme) (পশ্চিমবঙ্গ বাংলা স্ব-নির্ভর কর্মসংস্থান প্রকল্প 2023), বাংলা স্ব-নির্ভর কর্মসংস্থান প্রকল্প কি? এই প্রকল্পের লাভ কি? বাংলা স্ব-নির্ভর কর্মসংস্থান প্রকল্পতে কিভাবে আবেদন করবেন? এবং এই প্রকল্পের আরও তথ্য এখানে দেখুন।

কর্মসংস্থান ছাড়া যুবক দের জীবন একেবারে বিষাদে পরিপূর্ণ। তার জন্য প্রতিনিয়ত হতাশাগ্রস্ত হতে হচ্ছে তাদের। আর সেই কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেকার যুবকদের জন্য বাংলায় স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প শুরু করতে চলেছে।

বাংলা স্ব-নির্ভর কর্মসংস্থান প্রকল্প (B.S.K.P.) - Bangla Swanirbhar Karmasansthan Prakalpa
বাংলা স্ব-নির্ভর কর্মসংস্থান প্রকল্প 2023 (B.S.K.P.) – Bangla Swanirbhar Karmasansthan Prakalpa

যার মধ্যে দিয়ে যুবকরা নিজেদের রোজগার নিজেরাই করতে পারবেন। এই প্রকল্পের মধ্যে দিয়ে প্রতিটি যুবকদের মধ্যে আত্মমর্যাদা নতুন রূপে ধরা দেবে এবং বজায় থাকবে।

বাংলা স্ব-নির্ভর কর্মসংস্থান প্রকল্পের উদ্দেশ্য:

বেকার যুবকদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য তাদের আত্মমর্যাদা বৃদ্ধি করার ক্ষেত্রে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের স্বনির্ভর কর্মসংস্থান তৈরি করা। যাতে বেকার যুবকরা বাণিজ্য, কৃষি, সেবা কার্য এবং অন্যান্য বিভিন্ন সেক্টর গুলিতে নিজেদের কাজ শুরু করতে পারেন।

এই প্রকল্প বর্তমানে চালু আছে এবং এই প্রকল্পের উপকারিতা অথবা লাভ শহর এবং গ্রাম যে কোন জায়গায় যুবকরা পাবেন।

বাংলা স্ব-নির্ভর কর্মসংস্থান প্রকল্প এর লাভ:

প্রতিটি প্রকল্পের লাভ যেমন রয়েছে সেই অনুসারে এই বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প এর লাভ বেকার যুবকরা খুবই ভাল ভাবে উপভোগ করতে পারবেন। বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প বেকার যুবকদের ৫ লক্ষ টাকা এবং ২৫ লক্ষ টাকা করে লোন দেয়া হবে।

আলাদা আলাদা ভাবে লোন নিতে গেলে একজন ব্যক্তিকে ১০ লক্ষ টাকার লোন দেওয়া হবে, আর যদি একসাথে অথবা গোষ্ঠীগত ভাবে লোন নেওয়া হয় সে ক্ষেত্রে ২৫ লক্ষ টাকা করে লোন পাওয়া যাবে, এছাড়াও ১০% মার্জিন মানি আবেদনকারীর থাকবে।

এছাড়া যদি আলাদা ভাবে লোন নেওয়া হয়, সে ক্ষেত্রে “আত্মমর্যাদা” এর জন্য সরকার থেকে কুড়ি শতাংশ সাবসিডি দেওয়া হবে। সরকার থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা সাবসিডি দেওয়া হবে এই প্রকল্পের আওতায় এবং যদি গোষ্ঠীবদ্ধভাবে লোন নেওয়া হয় সে ক্ষেত্রে আত্মসম্মান এর জন্য কুড়ি শতাংশ সাবসিটি দেওয়া হবে এবং সরকার থেকে সর্বোচ্চ সাবসিডির পরিমাণ হবে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত।

বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প এর জন্য আবেদনকারীর যোগ্যতা:

  • আগেই বলা হয়েছে যে আলাদা আলাদা ভাবে অথবা গোষ্ঠীবদ্ধভাবে দুই রকম ভাবেই এই প্রকল্পের লাভ পাওয়া যেতে পারে।
  • যদি গোষ্ঠীবদ্ধভাবে এই প্রকল্পের লাভ নেওয়া যায় তাহলে কমপক্ষে পাঁচজন সদস্য থাকতে হবে এক একটি গোষ্ঠী তে।
  • এবং সকল সদস্য একই এলাকার হতে হবে অবশ্যই।
  • একটি পরিবার থেকে একজনের বেশি সদস্য নিয়ে গোষ্ঠী অথবা গ্রুপ করা যাবে না।
  • কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী অথবা সরকারের অধীনস্থ যেকোনো জায়গায় কাজ করলে এই প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যাবে না।
  • আবেদনকারী কে একটি বেকার যুবক হতে হবে।
  • যে অন্য কোন জায়গা থেকে সরকারি সুবিধা পেয়ে থাকেলে এবং আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১৫ হাজার টাকার নিচে হতে হবে।
  • যদি দলবদ্ধভাবে এ প্রকল্পের আবেদন করা হয়, সে ক্ষেত্রে প্রতিটি সদস্যের উপরে মাসিক আয় দেখা হবে অবশ্যই।
  • আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সের মধ্যে থাকতে হবে।

এই প্রকল্পের আওতায় নিজেকে যুক্ত করতে হলে কিভাবে আবেদন করবেন:

বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প আবেদন করার জন্য স্ব-কর্মসংস্থান অফিস, ব্লক, স্বনির্ভর গ্রুপ অফিস এগুলিতে আবেদন করতে পারেন। আর এই প্রকল্প সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে হলে ব্লক, অফিস, পৌরসভা কর্মসংস্থান অফিস এবং স্বনির্ভর গ্রুপ অফিস গুলিতে যোগাযোগ করতে পারবেন অনায়াসেই।

আত্মমর্যাদা প্রকল্প:

আত্মমর্যাদা প্রকল্প একক ভাবে ১ জন থেকে ৪ জন ১০ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয় এবং আত্মসম্মান প্রকল্পে ৫ জন বা তার বেশি যৌথভাবে ২৫ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়, কৃষি কাজ বাদে যেকোনো শিল্প বা ব্যবসায় অংশগ্রহণ করতে পারবেন।

তবে এক্ষেত্রে ৫% টাকা নিজেদের বিনিয়োগ করতে হবে। ৩০ শতাংশ অর্থ রাজ্য সরকার দেবে সরকারি অনুদান হিসেবে। যেমন ধরুন সর্বোচ্চ অনুমোদন আত্মমর্যাদা ১.৫ লক্ষ টাকা, আত্মসম্মানে ৩.৫ লক্ষ টাকা এবং বাকি ৬৫% অথবা অবশিষ্ট যে টাকাটা বাকি থাকছে সেটা ব্যাংক, আর্থিক সংস্থা থেকে বর্তমান সুদের হারে ঋণ হিসেবে দেওয়া হবে অথবা লোন নিতে হবে আপনাকে।

আর যদি উদ্যোগীদের কর্ম বিনিয়োগের কেন্দ্রের কাজ না থাকে তাহলে তাদের এই প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য বেকারি সংক্রান্ত শংসাপত্র নিতে হবে:-

১) ব্লক এলাকার জন্য: গেজেটেড অফিসার / গ্রাম পঞ্চায়েত প্রধান।

২) পৌরনিগমের ক্ষেত্রে: গেজেটেড অফিসার / পৌরনিগমের কাউন্সিলর।

৩) পৌর এলাকার জন্য: গেজেটেড অফিসার / পৌরসভার কাউন্সিলর।

তাছাড়া এই প্রকল্প গ্রাম এবং শহরের সমস্ত বেকার যুবকদের জন্য আশার আলো। এই প্রকল্প গ্রামীণ এবং শহর এলাকায় যেকোনো ধরনের ক্ষুদ্র শিল্প, উৎপাদন একক, ট্রেডিং, ইউনিট সার্ভিস পয়েন্ট, এছাড়াও কৃষিকাজ ও প্রাণি সম্পদ যুক্ত যে কোন এককের জন্য প্রযোজ্য।

এছাড়া কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং সরকার অনুমোদিত কোন সংস্থায় কর্মরত বা তার পরিবার যদি এই প্রকল্পে অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না যেহেতু আগে থেকেই সরকারি সুবিধা ভোগ করছেন।

এই প্রকল্পের অর্থসংস্থান:

প্রকল্প ব্যয় এর জন্য ৫% আবেদনকারীকে দিতে হবে, সেটা আগেই বলা হয়েছে এবং ৩০% রাজ্য সরকারের অনুদান একক প্রকল্পে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা এবং যৌথ প্রকল্প ৩.৫ লক্ষ টাকা।

এছাড়া যে বাকি ৬৫ শতাংশ অথবা অবশিষ্ট যে টাকাটা বাকি থাকছে সেটা  রাষ্ট্রায়ত্ত যে কোনো ব্যাংক বা আর্থিক সংস্থা থেকেই বর্তমান সুদের হারে ঋণ অথবা লোন নিতে হবে আবেদনকারী কে।

বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প এর মধ্যে বিভিন্ন প্রকল্পের লিস্ট:

যে সমস্ত কাজের উপর ভিত্তি করে বেকার যুবকরা তাদের আত্মসম্মান, আত্মমর্যাদাবোধ বজায় রাখবেন এবং স্ব-নির্ভর হতে পারবেন।

১) Agro-based Industries: 

  • Mustard Seeds Processing
  • পটেটো চিপস প্রসেসিং এবং সেলিং
  • মুড়ি মেকিং
  • ঘি ম্যানুফ্যাকচারিং
  • নুডুলস মেকিং এবং সেলিং
  • Bamboo & Cane ফার্নিচার মেকিং এবং সেলিং
  • টমেটো সস মেকিং এবং সেলিং
  • চানাচুর মেকিং বিজনেস

২) হর্টিকালচার (Horticulture):

  • নার্সারি এবং গ্রাফটিং
  • সিড বিজনেস অর্থাৎ বীজ  এর ব্যবসা
  • অর্নামেন্টাল ফ্লোরিকালচার।

৩) পশুপালন (Animal Husbandry):

৪) ফিশারি:

  • অ্যাকোয়ারিয়াম এবং অর্নামেন্টাল ফিশারি
  • Pisciculture
  • মাছ ধরার জাল তৈরি করার ব্যবসা।

৫) ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশন (Non – Agro):

  • হাতের শাঁখা তৈরি করার ব্যবসা
  • সফট টয় মেকিং
  • বালুচরী শাড়ি মেকিং
  • Tin Box প্রোডাকশন
  • কনক্রিট রিংস ম্যানুফ্যাকচারার
  • লোহার গ্রিল এবং গেট ম্যানুফ্যাকচারিং
  • ব্যাটারি ম্যানুফ্যাকচারিং
  • কাঠের ফার্নিচার তৈরি
  • বিড়ি মেকিং
  • পানীয় জল প্যাকেজিং এর ব্যবসা
  • স্টিল ফার্নিচার
  • সাবান তৈরি
  • খাতা ম্যানুফ্যাকচারিং
  • সরষের তেলের মিল।

৬) ট্রেড এবং বিজনেস:

  • মেডিসিন হোলসেলার প্লাসটিসাইট এবং সিড অথবা বীজের বিজনেস
  • সিমেন্ট হোলসেল
  • বিল্ডিং ম্যাটেরিয়াল ট্রেডিং
  • বেডিং মেটেরিয়াল
  • কাপড়ের দোকান
  • স্পেয়ার পার্টস সেলিং
  • বুক সেলিং
  • অডিও ক্যাসেট হোলসেল
  • রেডিমেড গার্মেন্টস
  • গ্রসরি এবং স্টেশনারি
  • শু & ফুট ওয়ার বিজনেস
  • রাইস এবং Paddy বিজনেস।

৭) সার্ভিস (Service):

  • মোটরসাইকেল রিপেয়ারিং গ্যারেজ
  • ট্রান্সপোর্ট সার্ভিস
  • টেলারিং
  • ইলেকট্রিক্যাল ওয়ারিং
  •  হেয়ার কাটিং সেলুন
  • লন্ড্রি
  • লেদার ওয়াকসপ
  • হোটেল
  • অফসেট প্রিন্টিং
  • অ্যাম্বুলেন্স
  • বিউটি পার্লার
  • এস টি ডি বুথ
  • জেরক্স
  • ট্রাক্টর / পাওয়ার টিলার
  • কম্পিউটার ট্রেনিং সেন্টার
  • অটোরিকশা।

পশ্চিমবঙ্গ উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প (USKP), উদ্দেশ্য ও আবেদন

WB Karmo Bhumi Scheme: পশ্চিমবঙ্গের কর্মভূমি প্রকল্প আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমা যোজনা আবেদন অনলাইন

কোথায় যোগাযোগ করবেন:

এই প্রকল্পের জন্য যোগাযোগ করতে পারেন আপনার নিকটবর্তী ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অফিসের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত বিভাগের এস এইচ জি সুপারভাইজার অথবা প্রকল্প সহায়ক এর সাথে।

এই রকম প্রকল্প অনেক এসেছে আর ভবিষ্যতেও আসবে। যার মধ্যে দিয়ে আমাদের সমাজে এবং আমাদের বাংলাতে পিছিয়ে থাকা বেকার যুবক এবং মানুষদের অনেকটাই ভরসা ও স্বস্তি মিলবে। প্রত্যেকটি প্রকল্প আমাদের অত্যন্ত জনপ্রিয় আর খুবই কর্ম উপযোগী।

এই প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার জনসাধারণের এবং বেকার মানুষদের কর্মসংস্থান হবে খুবই সহজে, যার মধ্যে দিয়ে জীবনযাত্রা হবে স্বাভাবিক ও সুন্দর

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top