2023 অ্যাক্সিস ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Axis Bank Education Loan 2023 (অ্যাক্সিস ব্যাঙ্ক শিক্ষা লোন 2023): How to Apply for Axis Bank Education Loan? | Documents for Axis Education Loan in Bengali| Axis Education Loan Interest Rates List | Axis Bank Education Loan Apply in Bengali.

শিক্ষা মানুষকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করে অনেকখানি। তার সাথে সাথে বাস্তব জীবনে বাঁচার জন্য বিভিন্ন রকমের পথ দেখিয়ে থাকে। তাইতো শিক্ষাকে “জীবনের আলো হিসেবে অনেকেই জানেন। শিক্ষার আলো যার জীবনে থাকে, তার জীবন অনেকটাই আনন্দময় হতে পারে।

সেই কারণে বর্তমানে এমন কোন ঘর দেখা যায় না, যে ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা না করে শুধুমাত্র ঘরেই বসে আছে। বাবা-মায়েরা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েও নিজের সন্তানদের শিক্ষিত করার উদ্দেশ্যে লেগেই রয়েছেন।

Bank Name Axis Bank
Bank Type Private Bank
Type of Loan Education Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.axisbank.com/

তবে এমন অবস্থায় অনেক সময় দেখা যায় বেশিরভাগ ছেলেমেয়েরা আর্থিক অনটনের মধ্যে দিয়ে হায়ার সেকেন্ডারির গণ্ডি পর্যন্ত পার হতে পারে না। যদি এমন সময় পর্যাপ্ত পরিমাণ টাকার অভাব পূরণ হয়ে যায়, তাহলে অনেক প্রতিভা ও স্বপ্ন বেঁচে থাকে, তাই না!

অ্যাক্সিস ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি | Axis Bank Education Loan in Bengali
অ্যাক্সিস ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি | Axis Bank Education Loan in Bengali

এক্ষেত্রে অনেকেই উচ্চশিক্ষার জন্য অথবা নিজের ক্যারিয়ার টাকে সুন্দর করে গড়ে তোলার জন্য, শিক্ষা লোন নিয়ে থাকেন অর্থাৎ এডুকেশন লোন (Education Loan) যা আপনি পরিশোধ করতে পারবেন কোন কোর্স অথবা ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর কোন জব অথবা চাকরি পাওয়ার পর থেকে। সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত আপনি সময় পাবেন এই লোন পরিশোধ করার জন্য।

তাহলে নিজের স্বপ্ন পূরণ, তার সাথে সাথে ছেলেমেয়েদের শিক্ষার জন্য অ্যাক্সিস ব্যাংক শিক্ষা লোন অর্থাৎ এডুকেশন লোন (Axis Bank Education Loan) নিতে পারেন। খুবই কম আর আকর্ষণীয় সুদের হার, তার সাথে লোন পরিশোধের সময়সীমা অনেকটাই পাবেন, যেটা আপনার জন্য বেশ ভালো একটি অপশন।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি অ্যাক্সিস ব্যাংক এডুকেশন লোন এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

Axis Bank Education Loan 2023 (অ্যাক্সিস ব্যাঙ্ক শিক্ষা লোন 2023):

সুদের হার: ১৩.৭০% থেকে শুরু করে ১৫.২০% পর্যন্ত।

সর্বোচ্চ চার লাখ টাকার লোন: ১৫.২০% ।

৪ লাখ টাকা থেকে ৭.৫ লাখ টাকার মধ্যে লোন: ১৪.৭০% ।

৭.৫ লাখ টাকার লোন: ১৩.৭০% ।

লোন এমাউন্ট: সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ লোন এমাউন্ট ৭.৫ লাখ টাকা।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত, তবে এই সময়সীমার শুরু হয় কোন কোর্স অথবা ট্রেনিং কমপ্লিট করে নেওয়ার পর কোন চাকরি পাওয়ার পর থেকেই শুরু হয়। অর্থাৎ আপনি প্রতি মাসের বেতন এর মধ্যে থেকে খুবই অল্প পরিমাণে ই এম আই (EMI) এর মধ্যে দিয়ে এই লোন পরিশোধ করতে পারবেন।

ভারতের মধ্যে এবং বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাংক ছাত্র-ছাত্রী এবং অন্যান্য গ্রাহকদের এডুকেশন লোন (Education Loan) অফার করে থাকে। সেটা উচ্চশিক্ষা হতে পারে অথবা কোন কোর্স, ট্রেনিং এর জন্য আপনি এই এডুকেশন লোন নিতে পারেন।

অ্যাক্সিস ব্যাঙ্ক এডুকেশন লোন নেওয়ার সুবিধা ও লাভ:

১) বেশ ভালো পরিমাণের লোন এমাউন্ট পাওয়া যায়।

২) খুবই কম আর আকর্ষণীয় সুদের হার।

৩) সর্বোচ্চ চার লাখ টাকা লোন এর উপরে কোনরকম মার্জিন প্রোভাইড করে না অ্যাক্সিস ব্যাংক।

৪) বিভিন্ন রকমের কোর্স করার জন্য অ্যাক্সিস ব্যাংক গ্রাহকদের এডুকেশন লোন অফার করে থাকে।

৫) ইন্সটলমেন্টে প্রতিমাসে ই এম আই (EMI) বাবদ আপনি এই লোন পরিশোধ করতে পারবেন।

অ্যাক্সিস ব্যাঙ্ক শিক্ষা লোনের প্রয়োজনীয় ডকুমেন্টস:

অ্যাক্সিস ব্যাংক এডুকেশন লোন নেওয়ার জন্য আবেদনকারীর যেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস অথবা কাগজপত্র প্রয়োজন হবে, সেগুলি হল:

কো – অ্যাপ্লিকেন্ট হিসেবে যারা আবেদন করবেন, তার সাথে ছাত্র-ছাত্রীদের জন্য:

১) অ্যাডমিশন লেটার এবং Fees Schedule.

২) কে ওয়াই সি (KYC) ডকুমেন্টস।

৩) মার্কশিট

৪) লাস্ট ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।

৫) বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ইউনিভার্সিটি অথবা কলেজের অ্যাডমিশন লেটার।

৬) Sanction Letter

৭) এক্সাম রিপোর্ট।

৮) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কশীট এবং অন্যান্য ডিগ্রী সার্টিফিকেট।

অ্যাক্সিস ব্যাঙ্ক এডুকেশন লোন সাবসিডি (Axis Bank Education Loan Subsidy):

১) সর্বোচ্চ লোন এমাউন্ট ৭.৫ লাখ টাকা অফার করে থাকে গ্রাহকদের জন্য অ্যাক্সিস ব্যাংক।

২) অ্যাক্সিস ব্যাংক থকে কোন কোন ইউনিভার্সিটি এবং কোন কোন কলেজে আপনি এডমিশন নিতে পারবেন সেটা এই লিঙ্কের মধ্যে দিয়ে জানতে পারবেন, https://www.axisbank.com/docs/default-source/default-document-library/list-of-eligible-institutes-ministry-of-tourism.pdf.

অ্যাক্সিস ব্যাংক এডুকেশন লোন আবেদন পদ্ধতি:

অ্যাক্সিস ব্যাংক এডুকেশন লোন এর জন্য আপনি দুই রকম পদ্ধতি অবলম্বন করতে পারেন, প্রথমত অনলাইন আবেদন, দ্বিতীয়ত অফলাইন আবেদন।

Axis Bank Education Loan অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.axisbank.com/

Step 2. তারপর লোন (Loan) অপশনে গিয়ে এডুকেশন লোন (Education Loan) এর উপর ক্লিক করুন এরপর এপ্লাই অনলাইন (Apply Online) বাটন টির উপর ক্লিক করুন।

Step 3. একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (Axis Bank Education Loan Application Form) পাবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম টি ভালোভাবে ফিলাপ করুন।

Step 4. যে সমস্ত শর্ত গুলি রয়েছে সেগুলি এগ্রি (Agree) করে সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।

Step 5. আপনার অ্যাপ্লিকেশন টি অ্যাক্সিস ব্যাংক ভেরিফাই করবে এবং খুব শীঘ্রই আপনার সাথে এই লোনের বিষয়ে যোগাযোগ করবে।

Axis Bank Education Loan অফলাইন আবেদন:

এছাড়াও কিন্তু আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে আপনার কাছাকাছি অ্যাক্সিস ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে অভিভাবকের সাথে এডুকেশন লোন এর জন্য আবেদন করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে।

কোনরকম ট্রেনিং অথবা কোর্স কমপ্লিট করার পর ক্যারিয়ার টাকে সুন্দর করে গড়ে তোলার জন্য অথবা নিজের সন্তানদের হায়ার এডুকেশন অথবা উচ্চশিক্ষার জন্য আপনি এডুকেশন লোন অ্যাক্সিস ব্যাংক থেকে অনায়াসেই নিতে পারেন।

তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল করার ক্ষেত্রে হোক অথবা উচ্চশিক্ষার জন্য হোক, এডুকেশন লোন এর মধ্যে দিয়ে আপনি সেই ইচ্ছা পূরণ করতে পারেন। বেশ ভালো পরিমাণে লোন এমাউন্ট অফার করে থাকে এক্সিস ব্যাংক গ্রাহকদের জন্য।

যেটা গ্রাহকদের শিক্ষাক্ষেত্রে ভালোভাবে কাজে আসবে। তাহলে আর দেরি কেন! অ্যাক্সিস ব্যাংক এডুকেশন লোন এর জন্য আবেদন করুন, ও শিক্ষার স্বপ্ন পূরণ করুন, তার সাথে সাথে উজ্জ্বল করে তুলুন নিজের ভবিষ্যৎ।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top