2023 অ্যাক্সিস ব্যাংক বিজনেস লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Axis Bank Business Loan 2023 (অ্যাক্সিস ব্যাঙ্ক বিজনেস লোন 2023): How to Apply for Axis Bank Business Loan? | Axis Bank Business Loan Apply in Bengali.

জীবিকা নির্বাহের জন্য যেকোনো না যেকোনো কাজে মানুষকে যুক্ত থাকতেই হয়। সেটা হতে পারে সরকারি কোন চাকরি অথবা অন্য কোন কাজ না হলে কোন ব্যবসা, কিন্তু সবাই একই রকম কাজে যুক্ত থাকতে পারেন না। সে ক্ষেত্রে বেশিরভাগ মানুষ ইচ্ছা প্রকাশ করে থাকেন নিজের একটি ব্যবসা থাকবে।

শুধু ইচ্ছা থাকলেই তো হয় না! তার জন্য প্রয়োজন পড়ে বেশ কিছু টাকার। কেননা সে ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিতে গেলে এমন কিছু জিনিসের প্রয়োজন পড়ে, সে গুলি কিনতে টাকার প্রয়োজন হয়। যেমন ধরুন, কোন ব্যবসা শুরু করার জন্য প্রথমে আপনার অল্প পরিমাণ হলেও কিছু পুঁজির প্রয়োজন হবে।

Bank Name Axis Bank
Bank Type Private Bank
Type of Loan Business Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.axisbank.com/

নতুন ব্যবসা শুরু করতে তার সেটআপ করতে র মেটেরিয়াল কিনতে, যদি কোন ব্যবসার ক্ষেত্রে মেশিন কিনতে হয়, সেটাও কিনতে টাকার প্রয়োজন পড়ে, তাই অনেকেই ব্যবসার ইচ্ছা থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ পুঁজির অভাবে পিছিয়ে থাকেন।

অ্যাক্সিস ব্যাংক বিজনেস লোন আবেদন পদ্ধতি | Axis Bank Business Loan in Bengali
অ্যাক্সিস ব্যাংক বিজনেস লোন আবেদন পদ্ধতি | Axis Bank Business Loan in Bengali

তবে চিন্তার কোন কারণ নেই, আপনি কিন্তু অ্যাক্সিস ব্যাংক বিজনেস লোন (Axis Bank Business Loan) নিতে পারেন। খুবই কম আর আকর্ষণীয় সুদের হারে, যা থেকে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন অথবা আপনার শুরু করা ব্যবসাটিকে বড় আকার দিতে পারেন এবং প্রতিমাসে যে লাভ করবেন ব্যবসা থেকে, তার থেকে অল্প কিছু ই এম আই দিয়ে লোন পরিশোধ করতে পারবেন অনায়াসেই।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি অ্যাক্সিস ব্যাংক বিজনেস লোন এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

Axis Bank Business Loan 2023 (অ্যাক্সিস ব্যাঙ্ক বিজনেস লোন 2023):

১) সুদের হার: ১৭% শতাংশ

২) প্রসেসিং চার্জ: ২% লোন এমাউন্ট এর উপর।

৩) লোন এমাউন্ট: সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত।

৪) প্রি পেমেন্ট চার্জ: NIL

৫) Foreclosure Charges: ৪% সর্বোচ্চ ২৪ মাস অর্থাৎ দু’বছর এর জন্য।

৬) Business Vintage: সর্বনিম্ন পাঁচ বছর এবং পাঁচ বছরের বেশি হতে পারে।

অ্যাক্সিস ব্যাংক বিজনেস লোন এর ফি এবং অন্যান্য চার্জ:

১) চেক বাউন্স চার্জ (cheque bounce charge): প্রতি চেক এর উপর ৫০০ টাকা।

২) রেনুয়াল প্রসেসিং ফি: NA

৩) Non Due Certificate (NOC): ১৫০ টাকা।

অ্যাক্সিস ব্যাঙ্ক বিজনেস লোনের জন্য ডকুমেন্ট অথবা কাগজপত্র:

১) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সাথে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অবশ্যই থাকতে হবে।

২) কে ওয়াই সি (KYC) ডকুমেন্ট হিসেবে ভোটার আইডেন্টিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড

৩) প্যান কার্ড, ফরম 16 ইত্যাদি।

৪) লাস্ট এক বছরের আই টি আর এবং তার সাথে p&l স্টেটমেন্ট।

৫) লাস্ট একবছরে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।

৬) ব্যবসার ঠিকানার পমাণপত্র।

৭) এবং আর যদি অন্য কোনো রকমের ডকুমেন্টস অ্যাক্সিস ব্যাংক বিজনেস লোন এর জন্য চেয়ে থাকে সেগুলো আপনাকে দিতে হবে যদি আপনার কাছে থেকে থাকে তো।

অ্যাক্সিস ব্যাঙ্ক বিজনেস লোন আবেদন পদ্ধতি:

দু’রকম পদ্ধতি অবলম্বন করে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারেন। প্রথমত অনলাইন আবেদন, দ্বিতীয়ত অফলাইন আবেদন।

Axis Bank Business Loan অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে অ্যাক্সিস ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.axisbank.com/

Step 2. তারপর লোন (Loan) অপশনে গিয়ে বিজনেস লোন (Business Loan)  এর উপরে ক্লিক করুন তারপর এ্যাপলাই নাও (Apply Now) অপশনটিতে ক্লিক করুন।

Step 3. এরপর আপনার সামনে একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (Axis Bank Business Loan Application Form) আসবে, সেটি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে ভালোভাবে ফিলাপ করতে হবে।

Step 4. সব কিছু দিয়ে ভালোভাবে ফিলাপ করার পর চেক করে নিয়ে সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।

Step 5. এরপর আপনার লোন অ্যাপ্লিকেশন টি অ্যাক্সিস ব্যাংক ভেরিফাই করবে এবং খুব শীঘ্রই আপনার সাথে এই লোনের বিষয়ে যোগাযোগ করবে।

Axis Bank Business Loan অফলাইন আবেদন:

এছাড়া প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনার কাছাকাছি অ্যাক্সিস ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে বিজনেস লোন এর জন্য আবেদন করতে পারবেন খুবই সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে।

অ্যাক্সিস ব্যাঙ্ক বিজনেস লোন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

Step 1. প্রথমে আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে, https://application.axisbank.co.in/

Step 2. এবার ডিটেইলস দিয়ে সার্চ করতে হবে যেমন ধরুন- অ্যাপ্লিকেশন আইডি (Application ID), জন্ম তারিখ (DOB)।

Step 3. এরপর ক্যাপচা কোড (Capcha Code) পূরণ করে “Enquiry” এই বাটন এর উপরে ক্লিক করুন।

Step 4. তারপর আপনার লোন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস (Axis Bank Loan Application Status) আপনার সামনে ল্যাপটপ অথবা কম্পিউটার এর স্ক্রিনে অথবা মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন।

Axis Bank MSME and Corporate Loan:

১) অ্যাক্সিস ব্যাংক গ্রাহকদের জন্য অফার করে থাকে কর্পোরেট লোন। তাছাড়া ওয়ার্কিং ক্যাপিটাল লোন অফার করে থাকে।

২) MSME সমৃদ্ধি লোন অফার করে থাকে গ্রাহকদের জন্য, যেটা সর্বনিম্ন লোন এমাউন্ট ১০ লাখ টাকা থেকে সর্বোচ্চ লোন এমাউন্ট ৫ কোটি টাকা পর্যন্ত।

৩) স্মল বিজনেস ব্যাংকিং এর মধ্যে সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত লোন অফার করে থাকে অ্যাক্সিস ব্যাঙ্ক।

ছোট ব্যবসার মধ্যে যেগুলি পরে সেগুলি হল (Small Business Banking):

১) ক্যাশ ক্রেডিট এবং ওভারড্রাফট।

২) Merchant Loan Overdraft

৩) বিজনেস লোন।

৪) সিকিউরড টার্ম লোন (Secured Term Loan)।

৪) স্টার্ট আপ ব্যাংকিং লোন অফার করে থাকে গ্রাহকদের জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক।

অ্যাক্সিস ব্যাংক কাস্টমাইজড ক্রেডিট সার্ভিস (Axis Bank Customised Credit Services Offers): 

১) ওয়ার্কিং ক্যাপিটাল ফিন্যান্স (Working Capital Finance)

২) ট্রেড ফিনান্স বিল ডিস্কাউন্টিং (Trade Finance Bill Discounting)

৩) এক্সপোর্ট ফিন্যান্স (Export Finance)

৪) লীজ রেন্টাল ডিস্কাউন্টিং (Lease Rental Discounting)

৫) টার্ম লোন (Term Loan)

৬) কনস্ট্রাকশন ফিনান্স (Construction Finance)

৭) প্রজেক্ট ফিনান্স (Project Finance)

অ্যাক্সিস ব্যাংক থেকে ব্যবসার জন্য কিভাবে লোন নিবেন সেটা তো জানা হয়ে গেল, তাহলে আর দেরি কেন! নিজের পছন্দের ব্যবসা শুরু করতে অথবা শুরু করা ব্যবসাটিকে আরো বড়ো আকারে নিয়ে যেতে অ্যাক্সিস ব্যাংক বিজনেস লোন নেওয়ার মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top