2021 Avanti Gurukul Scholarship কি? কিভাবে আবেদন করতে হয়? সবকিছু এখানে

Avanti Gurukul Scholarship - Eligibility and Application
Avanti Gurukul Scholarship – Eligibility and Application

 

আমরা অনেকেই ভারতের বিভিন্ন স্কলারশীপের কথা শুনে থাকি। কিন্তু বিস্তারিত সকল তথ্য না জানার কারনে আমাদের পরিচিত অনেকেই বিভিন্ন স্কলারশীপের জন্য যোগ্য হলেও সময়মত সঠিকভাবে আবেদন করতে পারে না। শুধুমাত্র স্কলারশীপের তথ্য জানলেই অনেক দরিদ্র ও মেধাবী ছাত্র স্কলারশীপ সুবিধা পেয়ে তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে পারে।

এই সকল দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীর কথা বিবেচনা করে আমরা চেষ্টা করছি ভারতের বিভিন্ন স্কলারশীপের তথ্য নিয়ে আমরা নিয়মিত আপনাদের জানানো চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে Avanti Gurukul Scholarship নিয়ে আলোচনা করবো।

 

ভারতের মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তিইচ্ছুক স্টুডেন্টদের জন্য, Avanti Gurukul Scholarship চালু করেছে। যে সকল ছাত্রছাত্রী মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষালাভ করে জীবনে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখে, কিন্তু দারিদ্রতার কারনে ভর্তি পরীক্ষার প্রস্তুতি বাধাগ্রস্থ হচ্ছে, Avanti Gurukul Scholarship এই সকল মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিইচ্ছুকদের এই স্কলারশীপের সুযোগ দিয়ে থাকে। ভারতের সেরা মেডিক্যাল কলেজ বা IIT গুলিতে সেরা 100 এর তালিকায় থাকলে এই স্কলারশীপপ্রাপ্তদের মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রস্তুতির ফি 100% মওকুপ করা হয়।

Avanti Gurukul Scholarship-এর আবেদনের জন্য কি কি যোগ্যতা দরকার হয়, আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হয়, আবেদনপত্র জমা দেয়ার প্রক্রিয়াসহ বিস্তারিত অনেক কিছু।

 

Avanti Gurukul Scholarship-এর দরকারী তথ্যঃ

স্কলারশীপের নাম Avanti Gurukul Scholarship
স্কলারশীপ পরিচালনাকারী  Avanti Gurukul
উপযুক্ত কোর্স সমুহ মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং
আবেদনের শেষ তারিখ 15 জুলাই
আবেদনের জন্য যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়া শিক্ষার্থীরা
ওয়েবসাইটের ঠিকানা https://avanti.in/
ফোন নাম্বার 8268049991
ঠিকানা Saraf Colony Rd, Ranade Colony,

Hindwadi, Belgaum,

Karnataka 590011

 

Avanti Gurukul Scholarship কি কি সুবিধা দিয়ে থাকেঃ

Avanti Gurukul Scholarship ভারতের দরিদ্র ও মেধাবী ছেলেমেয়েদের উচ্চ শিক্ষা লাভ সুগম করতে তাদের মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতির খরচ কমাতে স্কলারশীপ দিয়ে থাকে। এই স্কলারশীপের ফলে কি কি সুবিধা পাওয়া যায় চলুন দেখে নি।

১) যে সকল ছাত্রছাত্রী ভারতের IIT/NIT অথবা সেরা মেডিক্যাল কলেজে 100 মেধাতালিকায় স্থান পায় তাদের ভর্তি প্রশিক্ষন সম্পূর্ন ফ্রি দেয়া হয়।

২) যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেনীতে পড়াশুনা করছে তাদের 50% ফি মওকুফ করা হয়।

 

 

Avanti Gurukul Scholarship পাবার যোগ্যতাঃ

এই স্কলারশীপ পাবার জন্য Avanti Gurukul Scholarship বিশেষ কিছু যোগ্যতা নির্ধারন করেছে। আসুন দেখি যোগ্যতাগুলি কি কি?

১)আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

২) যে সকল ছাত্রছাত্রী ক্লাস 10,11 এবং 12 শ্রেনীতে অধ্যয়ন করছে তারা এই স্কলারশীপ পেয়ে থাকে।

 

 

Avanti Gurukul Scholarship-এর আবেদনের প্রক্রিয়াঃ

আসুন দেখে নি Avanti Gurukul Scholarship -এর জন্য আবেদনের কি কি প্রক্রিয়া অনুসরন করতে হয়।

১) আগ্রহী আবেদনকারীকে অনলাইনে https://avanti.in/gurukul/ সাইটে গিয়ে  এই স্কলারশীপের জন্য আবেদন করতে হবে।

২) আবেদনকারীকে অনলাইনে ফোন নাম্বার, মেইল আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।

৩) আবেদনপত্রে প্রয়োজনীয় সকল প্রকার তথ্য দিন ।

৪) আবেদনকারী অনলাইনে আবেদনপত্র সাবমিট করুন।

৫) পরবর্তীতে ব্যবহারের জন্য এই আবেদনপত্রটি প্রিন্ট করে রাখুন।

 

 

Avanti Gurukul Scholarship-এর আবেদনের বাছাই প্রক্রিয়াঃ

আসুন দেখে নি Avanti Gurukul Scholarship-এর আবেদনের বাছাই প্রক্রিয়া কিভাবে হয়ে থাকে।

১) আবেদনকারীদের আর্থিক অবস্থা ও তার একাডেমিক পড়াশুনার রেজাল্টের উপর নির্ভর করে এই Avanti Gurukul Scholarship-এর প্রাথমিক বাছাই করা হয়।

২) প্রাথমিক বাছাইকৃতদের টেলিফোনে ইন্টারভিউ নেয়া হয়।

৩) প্রয়োজনে সরাসরি সাক্ষাৎকার নেয়া হয়।

 

 

এখানে Avanti Gurukul Scholarship-এর বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো, যা ভারতের ছাত্রছাত্রীদের অনেক উপকারে আসতে পারে। আমাদের লেখা শেয়ার  করবেন, যাতে করে ভারতের অনেক দরিদ্র শিক্ষার্থী এই স্কলারশীপ নিয়ে জানতে পারবে।  এই বিষয়ে আরো কিছু জানার থাকলে আমাদের মেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে জানাতে পারেন। আপনার সকল মন্তব্য, পরামর্শ আমরা গুরুত্বের সাথে বিবেচনা করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top