মোদী সরকারের অটল পেনশন যোজনা প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন! ৬০ বছরের পরে আজীবন

মোদী সরকারের অটল পেনশন যোজনা, অসংগঠিত জায়গায় কাজ করা মানুষের জন্য পেনশন যোজনা। যারা বেসরকারি জায়গায় কাজ করে বা নিজস্য কাজ অথবা ব্যবসায় করেন তাদের জন্য এই পেনশন যোজনা।

এই যোজনা অন্তর্গত ৬০ বছরের পরে প্রতি মাসে ৫০০০ টাকা আজীবন পর্যন্ত পেনশন দেওয়া হবে।

মোদী সরকারের অটল পেনশন যোজনা প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন! ৬০ বছরের পরে আজীবন
মোদী সরকারের অটল পেনশন যোজনা প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন! ৬০ বছরের পরে আজীবন

এই রকম কাজ যারা করে তাদের জন্য এই রকম কোনো যোজনা ছিল না। অটল পেনশন যোজনা দ্বারা সকল মানুষেরা বিনা সরকারি কাজ করে আজীবন পেনশন পাবেন।

এছাড়াও যদি আকস্মিক মৃত্যু হয়ে যায় তাহলে পরিবার কে অর্থাৎ স্ত্রী বা বাচ্চাদের পেনশন দেওয়া হবে।  অটল পেনশন যোজনাতে নিবেশ করলে জীবনভর পেনশন দেওয়া হবে।

কাদের জন্য এই অটল পেনশন যোজনা :

যে কোনো ভারতীয় নাগরিক এই অটল পেনশন যোজনা শুরু করতে পারবেন। এই যোজনা শুরু করার জন্য যে কোনো ব্যাংকে খাতা থাকতে হবে। এই যোজনা শুরু করার জন্য আধার কার্ড জরুরি।

১৮ থেকে ৪০ বছরের মধ্যে ব্যক্তিরা এই যোজনা শুরু করতে পারেন। অটল পেনশন যোজনা জন্য লোকেদের ৬ ভাগে ভাগ করা হয়েছে।

এই যোজনা অনুসারে ১৮ বছর বয়স থেকে কিছু টাকা প্রতিমাসে অটল পেনশন যোজনাতে জমা করলে যখন বয়স ৬০ হয়ে যাবে তখন থেকে প্রতি মাসে আজীবন পেনশন দেওয়া হবে।

পেশনের টাকার অনুপাত আপনার দেওয়া মাসিক টাকার উপর নিবহর করে।

অটল পেনশন যোজনাতে কত টাকা পেনশন পাওয়া যাবে :

অটল পেনশন যোজনা আপনার জমা করা টাকা এবং সময়ের ওপর নির্ভর করে। এই যোজনাতে কম সে কম ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা প্রতিমাসে পর্যন্ত মাসিক পেনশন দেওয়া হবে।

৬০বছর বয়স হয়ে গেলে এই যোজনার দ্বারা পেনশন প্রতি মাসে পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক একাউন্টে।

নিচে দেখানো হয়েছে কত টাকা জমা করলে কত টাকা পেনশন দেওয়া হবে। এবং কোন বয়সে এই যোজনা শুরু করলে কত টাকা দিতে হবে সমস্ত কিছু ↓

মোদী সরকারের অটল পেনশন যোজনা প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন! ৬০ বছরের পরে আজীবন
মোদী সরকারের অটল পেনশন যোজনা প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন! ৬০ বছরের পরে আজীবন

কিভাবে আবেদন করবেন অটল পেনশন যোজনাতে :

অটল পেনশন যোজনা শুরু করতে বিশেষ কিছু করতে হয় না। যেই ব্যাংকে আপনার খাতা আছে ওই ব্যাংকে গিয়ে অটল পেনশন যোজনার ফর্ম নিতে হবে এবং ফর্মটি ব্যাংকে জমা দিতে হবে।

প্রতিমাসে আপনার একাউন্ট থেকে যত টাকা জমা করার কথা ফর্মে লিখবে তত টাকা অটল পেনশন যোজনাতে জমা করে দেওয়া হবে।
আরো বিশদে জানতে এই PDF ফাইল ডাউনলোড করতে পারেন : Atal Pension Yojana Details

যারা ইনকাম ট্যাক্স দেন বা ইনকাম ট্যাক্সের অন্তর্ভুক্ত তারা এই যোজনা শুরু করতে পারবেন না। আর এক ব্যক্তি একটি ব্যাঙ্ক একাউন্ট থেকেই একটি ফর্ম ভরতে পারবেন।

আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top