অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা 2023: রেজিস্ট্রেশান ও জরুরী তথ্য

অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা: ভারতীয় জনগনের আর্থিক সুবিধা দেয়ার জন্য ভারতীয় সরকার প্রায়ই নানা প্রকল্প পরিচালনা করে থাকে। এই সকল প্রকল্পের উদ্দেশ্য থাকে সমাজের পিছিয়ে পড়া জনগনকে আর্থিক সুবিধা দিয়ে তাদের স্বাভাবিক জীবনযাত্রার ব্যবস্থা করে দেয়া।

এজন্য সরকার বিভিন্ন সময় আলাদা আলাদা জনগোষ্ঠীর জন্য বিভিন্ন আর্থিক সুবিধা দিয়ে প্রকল্প পরিচালনা করে থাকে। এই সকল প্রকল্পের মাঝে একটি হলো অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা।

অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা: রেজিস্ট্রেশান ও জরুরী তথ্য
অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা: রেজিস্ট্রেশান ও জরুরী তথ্য

এই যোজনা চালু করা হয়েছে চাকরিজীবীদের জন্য। এই যোজনার আওতায় কেউ চাকরিচ্যুত হলে তাহলে সে ব্যক্তি ৯০ দিনের জন্য আর্থিক সুবিধা পেয়ে থাকবে। এই প্রকল্প ১লা জুলাই ২০১৮ তারিখে চালু হয়েছে। পরিক্ষামূলকভাবে এই প্রকল্প ২ বছরের জন্য চালু হয়েছে।

আমাদের বাংলাভূমি সাইটে আপনাদের জন্য নিয়মিতভাবে ভারত সরকারের নানা আর্থিক প্রকল্প নিয়ে আলোচনা করে থাকি। এতে করে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ন আর্থিক প্রকল্প সম্পর্কে জানতে পারেন এবং সেই সাথে কোন প্রকল্প আপনার জন্য কার্যকর তা জেনে নিয়ে খুব সহজেই আবেদন করার ব্যবস্থা করতে পারেন।

এরই ধারাবাহিকতায় আজ অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা নিয়ে আলোচনা করবো। জানার চেষ্টা করবো কিভাবে এই যোজনার জন্য রেজিস্ট্রেশন করা যায়, সেই সাথে এই যোজনা নিয়ে বিস্তারিত সকল তথ্য জানার চেষ্টা করবো। এতে করে কারো প্রয়োজন হলে এই প্রকল্প হতে সহায়তা নিয়ে সুবিধা পেতে পারে।

অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা নিয়ে বিস্তারিত তথ্য

নিচে আমরা আপনাদের জন্য অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা নিয়ে নানা তথ্য নিয়ে আলোচনা করছি। এতে করে আপনারা খুব সহজেই এই সকল তথ্য জেনে এই অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার সুবিধা নিতে পারবেন।

এই যোজনার সুবিধা কি?

এই যোজনার মাধ্যমে কোন চাকরীজীবি তার চাকরীচ্যুত হলে তার গত ২ বছরের আয়ের সাথে আনুপাতিকহারে একটা অংশ ৯০ দিনের জন্য পেয়ে থাকবে। নিচে এই সুবিধা পাবার সময়সীমা নিয়ে আলোচনা করা হলো।

১) কোন ব্যাক্তি যদি বিগত ২ বছর জব ইন্স্যুরেন্সের টাকা জমা দিয়ে থাকেন এবং ২ বছর পর চাকরীচ্যুত হন, তবে তিনি তার জীবনে ১ বার ৯০ দিনের জন্য এই সহায়তা পেয়ে থাকবেন। এই সুবিধা পাবার জন্য ব্যক্তি অবশ্যই চাকরীচ্যুত হতে হবে।।

২) কোন ব্যাক্তি যদি ৯০ দিন সময়সীমার মাঝে আবার চাকরী পেয়ে যায় তবে তার চাকরীচ্যুত হবার সময় থেকে পুনরায় চাকরী পাবার দিন পর্যন্ত এই আর্থিক সুবিধা পেয়ে থাকবে। একই ব্যক্তি যদি কোন কারণে আবার চাকরীচ্যুত হন, তবে এক্ষত্রে ৯০ দিনের চাইতে যত দিন কম সুবিধা পেয়েছেন তত দিনের জন্য আর্থিক সুবিধা পাবেন।

এই যোজনা সুবিধা পাবার যোগ্যতা কি?

নিচে আমরা অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা কারা পেতে পারে তা নিয়ে আলোচনা করছি।

১) উক্ত ব্যক্তি ESI Act 1948 এর অনুসারে কর্মচারী হলে।

২) ব্যক্তি এই প্রকল্পসীমার মাঝে চাকরীচ্যুত হলে।

৩) ব্যক্তির অবশ্যই নুন্যতম ২ বছর insurance কৃত চাকরী থাকতে হবে।

৪) ব্যক্তি যদি শৃঙ্খলাভঙ্গের দায়ে চাকরীচ্যুত হন অথবা নিজে স্বেচ্ছায় অবসরে গেলে এই প্রকল্পের সুবিধা পাবে না।

৫) ব্যক্তির আধার কার্ড বা ব্যাংকের একাউন্টের সাথে এই Job Insurance এর লিঙ্ক থাকতে হবে।

কিভাবে এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যায়?

আসুন দেখে নিই কিভাবে এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যায়।

১) কোন ব্যক্তি চাকরীচ্যুত হবার ১ বছর সময়ের মাঝে এই আর্থিক সুবিধা পাবার জন্য আবেদন করতে পারবেন।

২) চাকরীচ্যুত হবার আগেই আবেদন করলে গ্রহনযোগ্য হবে না।

৩) আগ্রহী ব্যক্তি তার ইন্স্যুরেন্স নাম্বার, আধার কার্ড কপি, ব্যাংক একাউন্টের তথ্য দিয়ে ESI এর ওয়েবসাইট লিঙ্কে (https://www.esic.in/EmployeePortal/login.aspx)  আর্থিক সুবিধার দাবি জমা দিতে হবে।

৪) অনলাইনে সকল তথ্য দেয়ার পর আপনার দাবির নাম্বার নিয়ে ESI এর ব্রাঞ্চ অফিসে গিয়ে গিয়ে জমা দিলে সেখানকার কর্মকর্তা আপনার প্রাপ্য টাকার হিসেব করে আপনাকে টাকা দেয়ার ব্যবস্থা করবেন।

৫) আপনার প্রাপ্য টাকা আপনার জমা দেয়া ব্যাংকের ঠিকানায় চলে যাবে।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক জানতে পারবেন।

আজ আমরা অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার নানা তথ্য জানতে পারলাম। এর ফলে আপনারা এ সংক্রান্ত তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন।

এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে যোজনা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

এ নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top