2023 Assam Orunodoi Scheme: অনলাইন আবেদন, যোগ্যতা, সুবিধা এবং ফর্ম

আসাম সরকার ইতিমধ্যে রাজ্যের দরিদ্র জনগনকে আর্থিকভাবে সহায়তা করার জন্য “Orunodoi Scheme” চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ১৯ লক্ষ আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে মাসে ৮৩০ টাকা করে প্রদান করবে। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, রাজ্যের দরিদ্র মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং সমাজে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। এতে করে অনেক দরিদ্র পরিবার আর্থিকভাবে কিছুটা সুবিধা লাভ করবে। এই প্রকপ্লের সুবিধাভোগীরা অবশ্যই আসামের বাসিন্দা হতে হবে এবং বর্তমানে এই রাজ্যে বসবাস করতে হবে।
2023 Assam Orunodoi Scheme: অনলাইন আবেদন, যোগ্যতা, সুবিধা এবং ফর্ম
2023 Assam Orunodoi Scheme: অনলাইন আবেদন, যোগ্যতা, সুবিধা এবং ফর্ম

আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিতভাবে আমরা আপনাদের সাথে নানা গুরুত্বপূর্ন তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এই সকল তথ্য থেকে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে নানাভাবে উপকৃত হয়ে থাকেন। সেই সাথে নানা অজানা তথ্য জেনে থাকেন।

এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে “Orunodoi Scheme” নিয়ে আলোচনা করবো। কিভাবে অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করা যায় তা নিয়ে আলোচনা করবো।  এতে করে আপনারা এই  “Orunodoi Scheme” নিয়ে বিস্তারিত জানতে পারবেন। সেই সাথে কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবার জন্য কিভাবে আবেদন করতে হয়, কিভাবে লগইন করতে হয় তা জানতে পারবেন।

আসুন দেখে নিই এই “Orunodoi Scheme”এর বিস্তারিত তথ্য।

“Orunodoi Scheme” এর বিশেষ কিছু তথ্য।

প্রকল্পের নাম Assam Orunodoi Scheme or Arunodoi Scheme
চালু করেছে আসাম সরকার
পরিচালনায় অর্থ বিভাগ- আসাম রাজ্য সরকার
সুবিধাভোগী রাজ্যের দরিদ্য মহিলারা
আর্থিক সুবিধা ৮৩০ টাকা
রাজ্য আসাম
প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের দরিদ্র পরিবারকে আর্থিক সুবিধা দেয়া।
অফিসিয়াল সাইট finance.assam.gov.in

Orunodoi Scheme এ আবেদনের যোগ্যতা কি কি ?

আসুন দেখে নিই Orunodoi Scheme এ আবেদনের যোগ্যতা কি কি?

১) আবেদনকারীকে অবশ্যই আসামের বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারীর বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে।

৩) আবেদনকারী মহিলার বয়স ১৮ বছরের নিচে হতে হবে।

৪) যে পরিবারের মহিলার বয়স ১৮ বছরের নিচে, সেখানে পুরুষ আবেদন করতে পারবে।

৫) এই প্রকল্পের আওতায় বিধবা মহিলা, ডিভোর্সি মহিলা, অবিবাহিতা মহিলাদের অগ্রাধিকার দেয়া হয়ে থাকে।

Orunodoi Scheme এ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

আসুন দেখে নিই, Orunodoi Scheme এ আবেদনের জন্য কি কি কাগজপত্র জমা দিতে হয়।

১) ইনকাম সার্টিফিকেট।

২) আধার কার্ড

৩) পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট।

Orunodoi Scheme এ অনলাইন আবেদনের প্রক্রিয়া।

আসুন দেখে নিই Orunodoi Scheme এ অনলাইনে আবেদনের ধাপগুলি কি কি ?

ধাপ ১- প্রথমেই Orunodoi Scheme এর অফিসিয়াল সাইট finance.assam.gov.in এ প্রবেশ করুন।

ধাপ ২- হোমপেজে গিয়ে “Assam Arunodoi Scheme 2021 Application Form”এ ক্লিক করুন।

ধাপ ৩- আবেদনপত্র সামনে আসবে, এই আবেদনপত্র ডাউনলোড করুন।

ধাপ ৪- আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল এড্রেস, জন্ম তারিখ, ধর্ম সহ সকল প্রয়োজনীয় তথ্য দিন।

ধাপ ৫- আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র দিয়ে নির্ধারিত অফিসে জমা দিন।

আজ আমরা আপনাদের সাথে “Orunodoi Scheme” কিভাবে আবেদন করা হয় তা নিয়ে আলোচনা করলাম। এর ফলে আপনারা “Orunodoi Scheme” সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে “Orunodoi Scheme” সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top