শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা 2024 | Annapurna Puja Bengali Status 2024

শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা 2024, এসএমএস, স্ট্যাটাসকবিতা | Annapurna Puja Bengali Status 2024 – Annapurna Puja Bengali Status & Shayari | শুভ অন্নপূর্ণা পূজার মেসেজ ও কবিতা | বাংলা শুভ অন্নপূর্ণা পূজার স্ট্যাটাস

Annapurna Puja Bengali Status 2024: দেবী অন্নপূর্ণা হলেন পার্বতীর একটি রূপ, যখন মর্ত্য ধামে খরা দেখা দিয়েছিল তখন তিনি এই ধরণীতে নেমে এসে সকলের জন্য অন্নের ব্যবস্থা করেছিলেন। সেখানে দেবাদিদেব মহাদেব সবার মত লাইনে দাঁড়িয়ে দেবী অন্নপূর্ণার কাছ থেকে খাবার গ্রহণ করেছিলেন ভিক্ষুক বেশে।

মনে করা হয় যে, দেবী অন্নপূর্ণা যে বাড়িতে একবার অধিষ্ঠিত হয়ে থাকবেন, সেই বাড়িতে কখনোই অন্নের অভাব হয় না। আর তাইতো সকলেই এই অন্নপূর্ণার পূজা করার জন্য উৎসাহিত হয়ে থাকেন।

অন্নপূর্ণা পূজা মহাসাড়ম্বরে সব জায়গায় অনুষ্ঠিত না হলেও বেশ কিছু জায়গায় খুবই ধুমধাম ভাবে পালন করা হয়। আর সেখানে স্থানীয় মানুষজন এই উৎসবে গা ভাসিয়ে থাকেন। আপনি যদি আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সকলকে এই অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা পাঠাতে চান তাহলে নিচে দেওয়া এই শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস গুলি পাঠাতে পারেন, ভালো লাগবে আশা করা যায়।

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস গুলি সম্পর্কে:

অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2024:

দেবী অন্নপূর্ণার আশীর্বাদে,
আপনার এবং আপনার পরিবারের,
সকল সদস্যের সুস্বাস্থ্য বজায় থাক,
রোগ ব্যাধি দূরে সরে যাক,
এই কামনাই করি।
শুভ অন্নপূর্ণা পূজার,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস
অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

 

অন্নপূর্ণা পূজার পুণ্য তিথিতে,
প্রার্থনা করি তোমার জীবনের,
সফল দুঃখ-কষ্ট সরে গিয়ে,
সচ্ছলতা ফিরে আসুক সংসারে,
আগামি হোক অনেক সুন্দর
অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা ও ভালোবাসা।

অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা স্ট্যাটাস
অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা স্ট্যাটাস

 

তিনি হলেন মহামায়া, মায়ায় শরীর গড়া,
মোদের জীবন অসম্পূর্ণ মা অন্নপূর্ণা ছাড়া,
দুহাত ভরে অন্নদান করতে এলেন তিনি,
খরা বন্যা থেকে রক্ষা করো,
শস্য শ্যামলা করে তোল এই ধরনী।
শুভ অন্নপূর্ণা পূজা

অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা স্ট্যাটাস ফটো
অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা স্ট্যাটাস ফটো

 

প্রার্থনা করি এই উৎসবের প্রভাতে,
তোমার স্বামী সন্তান যেন থাকে দুধে ভাতে,
দুহাত ভরে দাও ধন সম্পদের রাশি,
পরিবারের সকলেই যেন থাকে হাসিখুশি।
শুভ অন্নপূর্ণা পূজা

অন্নপূর্ণা পূজার স্ট্যাটাস ফটো
অন্নপূর্ণা পূজার স্ট্যাটাস ফটো

 

কাশফুলেতে ঢেউ লেগেছে আকাশ হল নীল,
জলে জলে পূর্ণ হল পুকুর, খাল ও ঝিল,
শিউলি ফুল বিছিয়ে আছে গাছের তলা জুড়ে,
আনন্দ উৎসবের এই দিন টি আসুক ফিরে ফিরে।
শুভ অন্নপূর্ণা পূজা

শুভ অন্নপূর্ণা পূজার স্ট্যাটাস ফটো
শুভ অন্নপূর্ণা পূজার স্ট্যাটাস ফটো

 

দেবীর আশীর্বাদে তোমার ঘরে,
কখনোই যেন কোন কিছুর অভাব না ঘটে,
সবাই যেন সুস্থ ও স্বাভাবিক থাকে,
মনে থাকে যেন সবসময় আনন্দ ও ফুর্তি,
দেবীর কৃপায় সবকিছু ভরে ভরে উঠুক।
শুভ অন্নপূর্ণা পূজা

শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা ফটো
শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা ফটো

 

ফুলে ফুলে ভরে গেছে গাছের ওই ডাল,
উৎসবে সেজেছে এই শুভ সকাল,
বয়ে যাক সুখের নদী ঝরুক শান্তির ঝরনা,
তোমার মনের সকল আশা পূর্ণ করুক মা অন্নপূর্ণা।
শুভ অন্নপূর্ণা পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা ফটো
শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা ফটো

 

দুঃখগুলো দূরে যাক, সুখে জীবন ভরে থাক,
সমৃদ্ধিতে পূর্ণ হোক, স্বপ্ন গুলি সাকার হোক,
শুভ অন্নপূর্ণা পূজার প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন রইল তোমার জন্য।

অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা ফটো
অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা ফটো

 

ঘাসের উপর শিশির রেখা ভেজায় চরণ দুটি,
তোমার চরণে মাগো জানাই প্রণাম শত কোটি,
দূর করো সব দুঃখগুলো মোদের জীবন থেকে,
সুখ শান্তি আর ভালোবাসা দিয়ে রাখো আমাদের ঢেকে।
শুভ অন্নপূর্ণা পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস
শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

 

মায়ের কাছে নিবেদন,
পৃথিবীর সকল প্রাণী যেন খাবারের কষ্ট না পায়,
ভালোভাবে বেঁচে থাকার জন্য,
পর্যাপ্ত পরিমাণ যে খাবারের প্রয়োজন হয়,
সেই খাবার যেন সকলেই পেয়ে থাকে,
দেবীর কাছে এই প্রার্থনাই করি।
শুভ অন্নপূর্ণা পূজা

শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা
শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা

 

দেবীর হাতে রয়েছে পৃথিবীর,
সকল প্রাণীর খাবারের ভান্ডার,
তিনি সন্তুষ্ট হলে কখনোই,
সংসারে অন্যের অভাব হয় না।
তিনি যেন সকলের ঘরে বিরাজ করেন,
এই প্রার্থনা করি।
শুভ অন্নপূর্ণা পূজা

অন্নপূর্ণা পূজার এই শুভ উৎসবে,
তোমাকে পাঠালাম প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
তুমিও দেবী অন্নপূর্ণার মত সংসারের,
সমস্ত দিকে খেয়াল রেখে হয়ে ওঠো ঘরণী,
সংসারের সকল সদস্যের ভালো মন্দ দেখাটা,
তোমার কাছে যেন খুবই সহজ বলে মনে হয়।
শুভ অন্নপূর্ণা পূজা।

মা অন্নপূর্ণার আশীর্বাদে,
তোমার জীবনের সকল বাধা বিপদ,
কেটে গিয়ে সফলতা আসুক খুব তাড়াতাড়ি,
সুখ, শান্তি, সমৃদ্ধি তে ভরে যাক তোমার বাড়ি।
শুভ অন্নপূর্ণা পূজা

চারিদিকে হাহাকার যদি তুমি দেখো,
মনটাকে শক্ত করে বেঁধে তুমি রেখো,
ভরসা রাখো মা অন্নপূর্ণার ওপর আশীর্বাদ নিতে,
পূজা করো মায়ের এই ধরনীতে।
দুঃখ সবই যাবে চলে মায়ের আগমনে,
ভক্তি ভরে পূজা করো শ্রদ্ধা রেখে মনে।
শুভ অন্নপূর্ণা পূজা

চারিদিকে উৎসব আনন্দের সুর,
স্বপ্ন গুলি ছুঁতে পারবে নেই বেশি আর দূর,
মায়ের কাছে অর্পণ করো যত চাওয়া পাওয়া,
দুঃখ কষ্ট সবকিছু হয়ে যাক হাওয়া।
শুভ অন্নপূর্ণা পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন,
সাথে অনেক অনেক শুভকামনা।

সূর্য হাসে ওই আকাশে, খুশির হাওয়া এই বাতাসে,
আসছেন মা অন্নপূর্ণা করতে মোদের সম্পূর্ণ।
আঁচল পেতে রই যে বসে ভিক্ষা প্রার্থী হয়ে,
আনন্দ আর খুশি ঘরে আসুক শয়ে শয়ে।
দুহাত ভরে করো মোদের আশীর্বাদ তুমি,
ভিক্ষা পেতে বসে আছি সকলকে নিয়ে আমি।
শুভ অন্নপূর্ণা পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

ঘরে ঘরে তোড় জোড় অন্নপূর্ণা পূজা,
আলো আর ফুল দিয়ে ঘর- মন্দির সাজা,
এসো মা গো এসো তুমি, আমার ঘরেতে,
বৃদ্ধি ও সমৃদ্ধি দাও সংসারের সবেতে।
শুভ অন্নপূর্ণা পূজার প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

চাল, ডাল, তেল, নুন সবকিছু যেন থাকে ভরা ভরা,
জীবন মোদের অসম্পূর্ণ মা অন্নপূর্ণা ছাড়া।
গোলা ভর্তি ধান আর খেত ভর্তি ফসল,
তোমার আশীর্বাদে জীবনে আনো বদল।
শুভ অন্নপূর্ণা পূজা।


অন্নপূর্ণা পূজা উপলক্ষে সকলকে জানাতে পারেন তাদের সংসারের সমৃদ্ধি ও সুখ শান্তির কামনা নিয়ে শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন। পরিবারের সকল সদস্যদের সাথে খুবই আনন্দের সঙ্গে কাটান এই অন্নপূর্ণা পূজার দিন। আপনার জীবন ভরে উঠুক সমস্ত সুখ, শান্তি দিয়ে। আর কখনোই যেন কোনরকম অভাব অনটন না দেখা যায়, এই কামনা করে শুভ অন্নপূর্ণা পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম।

সকল প্রিয় পাঠকদের জানাই “শুভ অন্নপূর্ণা পূজা”

শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Subho Annapurna Puja Quotes, Wishes And Messages In Bengali, শুভ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Annapurna Puja Bengali

Leave a Comment