Amazon এর সাথে শুরু করুন ব্যবসা, প্রথম দিন থেকেই হবে রোজগার

Start Business With Amazon Online West Bengal
আপনারা তো এটা ভালো করে জানেন যে বর্তমান সময়ে সবথেকে বেশি অনলাইন শপিং ওয়েবসাইট চলছে আর এর পরিমান দিন দিন বাড়তে চলেছে। আজ কাল ব্যবসা করার নতুন রাস্তা হলো অনলাইন বিক্রি করা আর এই অনলাইন শপিং এর মধ্যে সব থেকে বড় প্ল্যাটফর্ম হলো Amazon. কারো এই অনলাইন ওয়েবসাইট সব থেকে বেশি পপুলার।

আজ আপনাদের জানাতে চলেছি যে কিভাবে কয়েকটা পদক্ষেপে Amazon ওয়েবসাইটে ব্যবসা শুরু করতে পারবেন আর রোজগার করতে পারবেন।

কেন করবেন Amazon এর সাথে ব্যবসা ?

আমাদের মনে প্রথমে প্রশ্ন আসে যে কেন করবো এই কাজ ? কি লাভ Amazon সাথে ব্যবসা করে ? তাই নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে যার দ্বারা বুঝতে পারবেন এর লাভ কি ?

১. আপনার ব্যবসা সম্পূর্ণ ভারতবর্ষে পৌঁছাবে, ভারতের যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন তও বাড়িতে বসে।
২. লক্ষ লক্ষ গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন এবং প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে পারবেন।
৩. ২৪ ঘন্টা ৭ দিন ব্যবসা চালু রাখতে পারবেন। দিন হোক বা রাত ব্যবসা চলতে থাকবে।
৪. দোকান/অফিস এর বিশেষ দরকার হয় না, জিনিসপত্র দেখানোর বা গ্রাহকের থাকে কথা বলার দরকার হয় না।
৫. সময়ে আর সুরক্ষিত ভাবে পেমেন্ট পাওয়ার সুবিধা থাকে।
৬. যত খুশি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, ইচ্ছে মত জিনিসপত্র যোগ দিতে পারবেন।
৭. কোম্পানীর ওয়্যারহাউস ব্যবহার করতে পারবেন।
৮. ওয়েবসাইটে স্টোর একাউন্ট ফ্রি তে তৈরী করা হয়। বিশেষ ক্ষেত্রে টাকা নেওয়া হয় কিন্তু কম।
Business with amazon West Bengal

কিভাবে করবে Amazon এর সাথে ব্যবসা ?

১. সবার প্রথমে আপনাকে Amazon এর সেলার একাউন্ট বানাতে হবে যা আপনারা এখন থেকে পানিতে পারবেন : Sell on Amazon এছাড়া যদি মোবাইল এপ দ্বারা একাউন্ট বানাতে চান সেটিও এই এপ : Amazon App দিয়ে বানিয়ে নিতে পারবেন।

২. একাউন্ট বানাবার পর Amazon ওয়েবসাইটে আপনার একটি স্টোর (দোকান) খুলে যাবে।  এই স্টোরে আপনাকে এবার প্রোডাক্ট (বিক্রির জিনিসপত্র) যোগ দিতে হবে। যেখানে প্রতিটি জিনিসপত্রের তথ্য ভালো করে দিতে হবে এর সাথে ফটো আপলোড করতে হবে।

৩. আপনার জিনিসপত্র দেখে আপনার স্টোরে গ্রাহক আসার পর তারা নিজেদের অনুসারে জিনিসপত্র কিনবে। যার খবর আপনি ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন।

৪. এবার আসে প্রোডাক্ট ডেলিভারি, এই ক্ষেত্রে ২ টি রাস্তা থাকে আপনি নিজে পাবলিক কুরিয়ার দ্বারা ডেলিভারি করতে পারেন অথবা Amazon ফুলফিল সার্ভিস ব্যবহার করতে পারেন, এখানে Amazon নিজের কুরিয়ার সার্ভিস দ্বারা গ্রাহকের কাছে প্রোডাক্ট ডেলিভারি করে।  (বেশিরভাগ লোকেরা আমেজন কুরিয়ার ব্যবহার করে থাকে )

৫. এর মেন কথা হল পেমেন্ট কিভাবে পাবেন ? Amazon তাদের ওয়েবসাইটে জিনিস বিক্রি করার জন্য কমিশন নিয়ে থাকে এইখানে ৮% থেকে ১৫% পর্যন্ত কমিশন হতে পারে (জিনিস ওপর কমিশন নির্ভর করে), Amazon তাদের কমিশন নিয়ে বাকি টাকা আপনার একাউন্ট-এ ডিপোজিট করে দেবে যার খবর ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন।
Make Online Money With Amazon West Bengal

Amazon এর সাথে ব্যবসায় প্রবলেম কোথায় ?

যেভাবে আমেজনে ব্যবসা করে লাভ আছে তেমন কিছু প্রব্লেমও আছে যা আপনাদের জেনে রাখা খুবই প্রয়োজনীয়।
১. প্রথম হলো জিনিসের তথ্য যদি ভালো করে না দেওয়া হয় তাহলে গ্রাহক কিছু কিনবে না তাই প্রতিটি জিনিসের তথ্য বা ফটো ভালো করে দেওয়া খুবই প্রয়োজন।
২. জিনিস যদি ভালো করে প্যাক না করে ডেলিভারি করা হয় সেক্ষেত্রে গ্রাহক জিনিস ঘুরে দেবে আর তার ক্ষতি আপনাকেই নিতে হবে।
৩. Amazon তাদের কমিশন ছাড়ে না সেক্ষেত্রে জিনিস মূল্য নিজেকে দেখে শুনে রাখতে হয় আর ডেলিভারি ভালো ভাবে করতে হয়।
৪. একাউন্ট বানাবার জন্য ব্যবসার বিষয়ে ডকুমেন্ট দরকার হয় তা বানাতে হবে নাহলে একাউন্ট তৈরী হয় না।

যদি আমাদের এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন।
♦ মোদী সরকার এই সময় নতুন কি কি যোজনা ও ঘোষণা করেছে সব কিছু এখানে পাবেন →
মোদী সরকারের নতুন যোজনা, রাজ্য সরকারের নতুন যোজনা, নতুন ব্যবসা ও কাজের তথ্য এবং এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ। 

1 thought on “Amazon এর সাথে শুরু করুন ব্যবসা, প্রথম দিন থেকেই হবে রোজগার”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top