2024 শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | 2024 Happy Akshay Tritiya Bengali Status

Akshay Tritiya Bengali Status 2024: শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাসকবিতা | অক্ষয় তৃতীয়া মেসেজ 2024 | বাংলা অক্ষয় তৃতীয়া স্ট্যাটাস 2024 – অক্ষয় তৃতীয়া স্ট্যাটাস | Bangla Akshay Tritiya Festival Status – Happy Akshay Tritiya Bengali Status & Shayari.

শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2024: হিন্দু ধর্মাবলম্বী দের কাছে প্রতিটি উৎসব এক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনি বারো মাসে তেরো পার্বণের মতো অক্ষয় তৃতীয়া হল এমন একটি শুভ মুহূর্ত যে তিথিতে প্রতিটি সনাতন ধর্মের মানুষের জন্য এক শুভ সূচনা বলাই যায়। হিন্দু ধর্মের অন্যতম শুভ দিনগুলির মধ্যে একটি অন্যতম শুভ দিন।

এই শুভদিনে সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় রাখতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করার পাশাপাশি অনেকেই সোনা ও রুপোর মতো মূল্যবান ধাতুও কিনে থাকেন। বৈশাখ মাসের শুক্লা  তৃতীয়া তিথিতে অর্থাৎ শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া এই উৎসবটি পালন করা হয়।

অক্ষয় তৃতীয়া উৎসব সকলের কাছে যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং পরিবার পরিজনকে এই শুভ দিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে ভোলেন না কেউই।

সেই কারণে ইন্টারনেটে শুভেচ্ছা বার্তা সার্চ করার ধুম পড়ে যায়। সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এই উৎসবের আগাম অভিনন্দন জানিয়ে থাকেন বেশিরভাগ মানুষ।

অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2024:

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, শুভ অক্ষয় তৃতীয়ার এমন কিছু শুভেচ্ছা বার্তা সম্পর্কে, যেগুলি আপনি আপনার সকল প্রিয়জনকে পাঠাতে পারবেন:

অক্ষয় তৃতীয়ার এই শুভ তিথিতে,
সকলকে জানাই আমার তরফ থেকে,
অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
কামনা করি ঈশ্বরের কাছে,
ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক সকলের জীবন
আনন্দ ও খুশিতে কাটুক প্রতিটা দিন।
শুভ অক্ষয় তৃতীয়া।

অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস
অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

অক্ষয় তৃতীয়ার এই শুভদিনে,
মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই যেন,
আপনার সঙ্গে সঙ্গে থাকে,
আর সংসারের সুখ, শান্তি,
সমৃদ্ধি বজায় থাকে সর্বদাই।
শুভ অক্ষয় তৃতীয়া

অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস ফটো
অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস ফটো

অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনেতে সুখ,
শান্তি ফিরে আসুক সকলের ঘরে ঘরে।
এসো সবাই মনের দরজা খুলে আনন্দে ও,
ভালবাসার সাথে এই খুশির দিনটি কাটাই,
শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ছবি
অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ছবি

ঈশ্বরের কাছে কামনা করি,
এই অক্ষয় তৃতীয়াতে আপনার জীবনের,
সুখ, শান্তি, সমৃদ্ধি এবং পরিবারের,
সকল সদস্যের সুস্বাস্থ্য বজায় থাকুক।
শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা রইল,
তার সাথে রইল অনেকখানি শুভকামনা।

 

অক্ষয় তৃতীয়ার এই শুভদিনে,
তোমার মনের সকল আশা, স্বপ্ন পূর্ণ হোক।
ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সুখে,
শান্তিতে বসবাস করো এই কামনা নিয়ে,
তোমাকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার,
অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা।

অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা স্ট্যাটাস ফটো
অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা স্ট্যাটাস ফটো

পবিত্র দিনে অক্ষয় তৃতীয়ার এই শুভ তিথিতে,
পৃথিবী থেকে দূরীভূত হোক,
সকল দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, পাপ অন্যায়,
অক্ষয় তৃতীয়ার পুণ্য পার্বণের সবাইকে,
জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
তার সাথে থাকলো শুভ অক্ষয় তৃতীয়ার,
অনেক খানি শুভকামনা।

 

আপনাকে এবং আপনার পরিবারের,
সকল সদস্যকে জানাই,
অক্ষয় তৃতীয়ার অনেক অনেক,
শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা
শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা

অক্ষয় তৃতীয়ার এই সমৃদ্ধিময় দিনের মতো,
আপনার প্রতিটি দিন হয়ে উঠুক সুন্দর ও সমৃদ্ধিময়।
সুন্দর হোক তোমার জীবন।
রামধনুর সাতটি রং এ রঙিন উঠুক চারিদিক।
পূর্ণ হোক মনের সকল চাওয়া পাওয়া,
শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে জানাই,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

শুভ অক্ষয় তৃতীয়াতে আপনার জীবন,
এবং মন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
এই আশা নিয়ে আপনাকে এবং আপনার পরিবারের,
সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার,
শুভেচ্ছা ও শুভকামনা

শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ছবি
শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ছবি

ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে,
একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন।
এই আশা নিয়ে এই শুভ অক্ষয় তৃতীয়াতে,
শুভেচ্ছা ও ভালোবাসা পাঠালাম।

অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস
অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

শুভ অক্ষয় তৃতীয়ার এই শুভদিনে,
ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আপনাকে,
পৃথিবীর সমস্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করুক,
এই প্রার্থনা করি।
শুভ অক্ষয় তৃতীয়া।

অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা স্ট্যাটাস
অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা স্ট্যাটাস

দুঃখগুলো ভুলে গিয়ে অক্ষয় তৃতীয়ার আনন্দে,
মেতে উঠুক সবার মন নতুন গান আর ছন্দে,
সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন।

অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা
অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা

অক্ষয় তৃতীয়া নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সমস্ত বিষন্নতা আর সকল দুখ।
শুভ অক্ষয় তৃতীয়া।

শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা ফটো
শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা ফটো

ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
এই অক্ষয় তৃতীয়াতে তোমার জীবনের,
বয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য।
পরিবার পরিজনদের সাথে এই শুভ দিনটি,
খুবই আনন্দের সাথে উদযাপন করো।
শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 

এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে,
সকল দুঃখ সরিয়ে দিয়ে সুখ, শান্তি,
সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক।
শুভ হোক সকল বিষয়, নতুন স্বপ্ন হোক পূরণ,
লক্ষ্যে পৌঁছান খুব তাড়াতাড়ি।
শুভ অক্ষয় তৃতীয়া।

শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা ফটো ফ্রী ডাউনলোড
শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা ফটো ফ্রী ডাউনলোড

বৈশাখের এই শুভ দিনে অপেক্ষাতে দিন যে গোনে,
সোনা রুপা শুভ জিনিস ঘরে সবাই অনুক কিনে।
অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে শান্তি থাকুক সবার মনে।
শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ অক্ষয় তৃতীয়ার স্ট্যাটাস ছবি ও কবিতা
শুভ অক্ষয় তৃতীয়ার স্ট্যাটাস ছবি ও কবিতা

মনের যত দুঃখ আছে দাও সরিয়ে দাও,
মা লক্ষ্মীর আশীর্বাদ মাথায় তুলে নাও।
সুখ, শান্তি, ধন-সম্পদে ভরে উঠুক জীবন,
শান্তি আর আনন্দেতে ভরে থাকুক মন।
শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ অক্ষয় তৃতীয়া ছবি ডাউনলোড
শুভ অক্ষয় তৃতীয়া ছবি ডাউনলোড

চারিদিকে রোদ ঝলমল আকাশখানি হাসে,
অক্ষয় তৃতীয়া সবার মনে আনন্দ হয়ে আসে।
শুভ দিনের এই উৎসব উপভোগ তুমি করো,
পূর্ণ করো সকল স্বপ্ন সকলকে বোঝাও তুমিই পারো।
আছে যত মনের আশা সফলতা পাক,
দুঃখ গুলি জীবন থেকে দূরে সরে যাক।
শুভ অক্ষয় তৃতীয়া।

 

জীবন মানেই ওঠা পড়া জীবন মানেই যুদ্ধ,
অক্ষয় তৃতীয়ার শুভদিনে মনকে করো শুদ্ধ।
সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন,
সুস্বাস্থ্য বজায় থাক আনন্দেতে থাক মন।
সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

প্রতিটি শুভ দিন সকলের মনে প্রশান্তি আনার পাশাপাশি জীবনে অনেক খানি পরিবর্তন ঘটায়। তেমনি অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে কোন শুভ জিনিস কিনে সেটি ঘরে আনলে, ঘরেতে লক্ষ্মী বিরাজ করেন। তার পাশাপাশি আত্মীয়-স্বজন, পরিবার পরিজন, বন্ধু-বান্ধব সকলকে এই অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে কখনোই ভুলবেন না।

আনন্দ উৎসব সকলের সাথে ভাগাভাগি করে নিলে সেই আনন্দ অনেক খানিই বেড়ে যায়। সেই সাথে সাথে সকল পাঠক পাঠিকাগন দের জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন তার সাথে অনেক খানি শুভকামনা।

সকল পাঠকগণদের জানাই “শুভ অক্ষয় তৃতীয়া”

শুভ কোজাগরি লক্ষী পূজা শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Happy Akshay Tritiya Quotes, Wishes And Messages In Bengali, শুভ কোজাগরি লক্ষী পূজা শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Akshay Tritiya Bengali Images.

Leave a Comment