2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in
    • খতিয়ান ও দাগের তথ্য
    • আজকের লটারি সংবাদ
    • স্কুলের বই ডাউনলোড
    • টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
    New Bangla Sad Love Quote HD Wallpaper : Bangla Love
    পুলিশ কোন ব্যক্তিকে কখন হাতকড়া লাগাতে পারে? আইনি নিয়ম জানুন
    Rabindra Jayanti Wishes in Bangla Wallpaper
    2022 banglarbhumi.gov.in WB Land Related Complaint & Grievance Online
    2022 Aalo Scholarship কিভাবে পাওয়া যায়? কিভাবে আবেদন করতে হয়?
    2022 Akshaya Tritiya Bangla Wishes Wallpaper Free Download
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    6 July 2022, Wednesday 2:06 PM
    2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in
    খতিয়ান ও দাগের তথ্য লটারি সংবাদ
    • হোম
    • জমির তথ্য
    • অনলাইন ইনকাম
    • ব্যাবসার আইডিয়া
    • আইনি পরামর্শ
      • নাগরিক আইন
      • পারিবারিক আইন
      • সম্পত্তি আইন
      • ব্যাংকিং আইন
      • ট্যাক্স আইন
      • বিবাহবিচ্ছেদ আইন
      • ট্রাফিক আইন
    • প্রকল্প
    • লোন গাইড
    • লাইফস্টাইল
    • আপনার টাকা
    2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in
    জমির রেকর্ড
    Home»Government Schemes»অগ্নিপথ স্কিম 2022: সেনাতে চাকরি বেতন ৬.৯ লক্ষ টাকা (Agneepath Scheme in Bengali)
    Government Schemes

    অগ্নিপথ স্কিম 2022: সেনাতে চাকরি বেতন ৬.৯ লক্ষ টাকা (Agneepath Scheme in Bengali)

    Sushmita HalderBy Sushmita Halder5 Mins Read
    Facebook WhatsApp Twitter Telegram Pinterest LinkedIn Email
    Share
    Facebook WhatsApp Telegram Twitter LinkedIn Pinterest Email

    Agneepath Scheme 2022: অগ্নিপথ স্কিম কি? অগ্নিপথ যোজনা কাদের জন্য? কত টাকা বেতন দেওয়া হবে এই অগ্নিপথ যোজনা তে? জানুন অগ্নিপথ যোজনার সমস্ত তথ্য (Agneepath Recruitment Scheme 2022)

    দেশের জন্য কিছু করার স্বপ্ন প্রায় অনেক যুবকদেরই থাকে। তবে অনেক সময় দেখা যায় পরিবারের পিছুটান এবং অনেকটা বেশি সময় সাপেক্ষ হয়ে যায় বলে, এই চাকরি থেকে অনেকেই সরে আসেন। তবে অগ্নিপথ স্কিম আপনাকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে। বছরে ৬.৯ লাখ প্যাকেজের সাথে মহিলারাও হতে পারবেন অগ্নিবীর।

    যেখানে খুবই কম সময়ের জন্য চাকরি পাবেন আর তার সাথে দেশের সেবা করার স্বপ্নটাও পূরণ করতে পারবেন। তার পাশাপাশি বছরে ভালোমতো স্যালারি প্যাকেজ পাবেন। এছাড়া মনে করলে চার বছর পরও আপনার চাকরি জারি রাখতে পারেন।

    Agneepath Scheme 2022: অগ্নিপথ স্কিম সেনাতে চাকরি বেতন ৬.৯ লক্ষ টাকা
    Agneepath Scheme 2022: অগ্নিপথ স্কিম সেনাতে চাকরি বেতন ৬.৯ লক্ষ টাকা

    তিনজন প্রসিদ্ধ সেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই যোজনার প্রেজেন্টেশনও দিয়েছিলেন। এই যোজনার ক্ষেত্রে সেনাতে যুবকরা খুবই কম সময়ের জন্য ভর্তি হতে পারবেন।

    এই যোজনা কে অগ্নিপথ স্কিম (Agneepath Scheme) নাম দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে যুবক ছেলেরা চার বছরের জন্য সেনাতে শামিল হতে পারবেন আর দেশের সেবা করতে পারবেন।

    প্রকল্পের নাম অগ্নিপথ যোজনা স্কিম, ভারত
    পরিচালিত ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
    আবেদনকারী ভারতের যুব (পুরুষ ও মহিলা)
    শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
    উদ্দেশ্য যুবকদের সশস্ত্র বাহিনীতে অগ্নিবীর হিসেবে কাজ করার সুযোগ দেওয়া।
    সেবা এলাকা ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী
    সেবার সময় 4 বছর
    বয়স সীমা 17 1/2 -23 বছর
    আবেদন প্রক্রিয়া অনলাইন/অফলাইন

    রক্ষা মন্ত্রি রাজনাথ সিংহ সেনাতে ভর্তি হওয়ার প্রক্রিয়া তে অনেকখানি পরিবর্তন করার জন্য অগ্নিপথ ভর্তি যোজনা (Agneepath Recruitment Scheme) এর ঘোষণা করেছেন। রাজনাথ সিংহ বলেছেন যে, অগ্নিপথ ভর্তি যোজনা তে সেনাতে চার বছরের জন্য যুবকরা ভর্তি হতে পারবেন অথবা তাদেরকে ভর্তি করা হবে।

    আগ্নিপথ যোজনার উদ্দেশ্য, নিযুক্তি ও পরিকল্পনা
    আগ্নিপথ যোজনার উদ্দেশ্য, নিযুক্তি ও পরিকল্পনা

    এর সাথে সাথে চাকরি থেকে অবসর নেওয়ার সময় সেবা নিধির প্যাকেজ দেওয়া হবে। এই যোজনা অনুসারে সেনাদের শামিল হওয়া যুবকদের অগ্নিবীর নামে জানা যাবে।

    সুচিপত্র

    • অগ্নিপথ যোজনার কিছু বিশেষ কথা: 
    • কত টাকা বেতন পাওয়া যেতে পারে: 
    • এই সিদ্ধান্ত কেন করা হয়েছে ?
    • চার বছর পর এই চাকরি থেকে এবং দায়িত্ব থেকে মুক্ত করে দেওয়া হবে সৈনিকদের: 
    • ২৫% সৈনিক চাকরি জারি রাখতে পারবেন: 

    অগ্নিপথ যোজনার কিছু বিশেষ কথা: 

    • যুবকদের চার বছরের জন্য সেনাতে ভর্তি করানো হবে।
    • এর মধ্যে দিয়ে অগ্নি বীরদের বেশ আকর্ষণীয় বেতন দেওয়া হবে।
    • সেনাতে চার বছরের চাকরির পর যুবকদের ভবিষ্যতের জন্য আর অবসর দেওয়া হবে।
    • চার বছরের চাকরির পরে সেবা নিধি প্যাকেজ পাবেন তারা।
    • এই যোজনা অনুসারে ভর্তি করা বেশিরভাগ জওয়ান দের চার বছর পর সম্পূর্ণরূপে মুক্ত করা হবে।
    • এছাড়া কিছু জওয়ান যদি মনে করেন তাহলে তাদের চাকরি জারি রাখতে পারেন।
    • ১৭.৫ বছর থেকে ২১ বছরের যুবক দের এই সুবর্ণ সুযোগ দেওয়া হবে।
    • ট্রেনিং ১০ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত হবে।
    • মাধ্যমিক / উচ্চ মাধ্যমিকের ছাত্র রা করতে পারবেন এই চাকরির জন্য আবেদন।
    • ৯০ দিন পর্যন্ত অগ্নিবীর দের প্রথম ভর্তি হবে।
    • যদি কোন অগ্নিবীর দেশ সেবা করার সময়কালে শহীদ হয়ে যান, তাহলে সেই বীর এর পরিবার পরিজন সেবা নিধি সমেত এক কোটি টাকারও বেশি টাকা পাবেন।
    • এছাড়াও চাকরির যে দিনগুলো বেঁচে থাকবে তার বেতন ও দেওয়া হবে।
    • আবার যদি কোন অগ্নিবীর গুরুতর আহত হয়ে অক্ষম হয়ে পড়েন, তাহলে তাকে ৪৪ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।
    • এছাড়াও চাকরির যে দিনগুলি বেঁচে থাকবে তার বেতন ও দেওয়া হবে।
    • সম্পূর্ণ দেশে মেরিট এর আধারের উপরে ভর্তি করানো হবে।
    • যারা এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের চার বছরের জন্য এই চাকরি দেওয়া হবে।

    #Agnipath योजना सभी अग्निवीरों को ₹ 30,000 प्रति माह और चौथे वर्ष में ₹40,000 प्रति माह तक का आकर्षक मासिक पैकेज प्रदान करेगी,

    4 साल पूरे होने पर सभी उम्मीदवारों के लिए एक समग्र वित्तीय पैकेज, ‘सेवा निधि’ का भी प्रावधान है। pic.twitter.com/TC9bXcz13a

    — पीआईबी हिंदी (@PIBHindi) June 14, 2022

    কত টাকা বেতন পাওয়া যেতে পারে: 

    রক্ষা মন্ত্রণালয় অনুসারে অগ্নিপথ যোজনার ক্ষেত্রে যুবকদের প্রথম বছর ৪.৭৬ লাখ টাকার এক বছরের প্যাকেজ দেওয়া হবে আর চতুর্থ বছর পর্যন্ত সেটা বেড়ে ৬.৯২ লাখ টাকা পর্যন্ত পৌঁছে যাবে, অর্থাৎ বছরে ৬.৯২ লাখ টাকা পাবেন অগ্নিবীররা।

    বছর ১ম বর্ষ ২য় বছর ৩য় বছর ৪র্থ বর্ষ
    মাসিক বেতন ₹ ৩০০০০ ₹ ৩৩০০০ ₹ ৩৬৫০০ ₹ ৪০০০০
    হাতে (৭০%) ₹ ২১০০০ ₹ ২৩১০০ ₹ ২৫৫৮০ ₹ ২৮০০০
    অগ্নিবীর কর্পাস ফান্ড (৩০%) ₹ ৯০০০ ₹ ৯৯০০ ₹ ১০৯৫০ ₹ ১২০০০
    সরকার দ্বারা কর্পাস ফান্ডে অবদান। ₹ ৯০০০ ₹ ৯৯০০ ₹ ১০৯৫০ ₹ ১২০০০

    এছাড়াও অন্যান্য রিস্ক আর হার্ডশিপ ও পাওয়া যাবে। চার বছরের চাকরির পর যুবকদের ১১.৭১ লাখ টাকা পর্যন্ত সেবা নিধি দেওয়া হবে, এর উপরে কোন রকম ট্যাক্স লাগানো হবে না।

    এই সিদ্ধান্ত কেন করা হয়েছে ?

    • এক্ষেত্রে প্রথমত দেশের জন্য কিছু করা অথবা দেশের সেবা করার চিন্তাভাবনা রাখা যুবকরা একটা সুবর্ণ সুযোগ পাবেন।
    • সেনাতে short-term আর long-term চাকরি করার সুযোগ পাওয়া যাবে।
    • তিনজন সেনাদের মধ্যে যুবকরাও ভাগীদার হতে পারবেন।

    চার বছর পর এই চাকরি থেকে এবং দায়িত্ব থেকে মুক্ত করে দেওয়া হবে সৈনিকদের: 

    এই যোজনা অনুসারে চার বছরের জন্য যুবকদের অগ্নিবীর সেনাতে ভর্তি করা হবে, তাছাড়া চার বছর পর বেশিরভাগ জওয়ানকে তাদের দায়িত্ব থেকে মুক্ত করে দেওয়া হবে।

    Agneepath Recruitment Scheme Indian Army
    Agneepath Recruitment Scheme Indian Army – image credit: indianarmy.nic.in

    চার বছরের পর যে সমস্ত যুবকদের সেনা থেকে, চাকরি থেকে মুক্ত করা হবে, তাদের অন্য কোন জায়গায় চাকরি পাইয়ে দেওয়ার ও একটা সক্রিয় ভূমিকা পালন করবে এই সেনা।

    সেনাতে যদি কেউ চার বছর কাজ করেন তাহলে তার প্রোফাইল খুবই মজবুত হয়ে যাবে। আর প্রতিটি কোম্পানি এমন যুবকদের হায়ার করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করবে।

    ২৫% সৈনিক চাকরি জারি রাখতে পারবেন: 

    এছাড়াও সেনাতে ২৫% জওয়ান তাদের চাকরি জারি রাখতে পারবেন, অর্থাৎ তারা চার বছরের পরেও সেখানে চাকরি করতে পারবেন। এছাড়া এটা তখনই সম্ভব হবে যদি সেই সময় সেনাতে ভর্তি না হয়ে থাকে, এই প্রোজেক্টের ক্ষেত্রে সেনাদের কোটি কোটি টাকা সেভও হতে পারে। একদিকে যেমন পেনশন কম লোকেদের দিতে হবে, তো অন্যদিকে বেতন তেও অনেকটাই সেভ হবে।

    তো এই স্কিম আশা করি তাদের খুবই ভালো লেগেছে যারা দেশের জন্য কিছু করতে চান। আর অন্য দিকে খুবই কম সময়ের জন্য আপনি সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। তার সাথে সাথে বেতনটাও কিন্তু অনেকটাই আকর্ষণীয়।

    আর যদি ভালো ভাবে চার বছর পর্যন্ত এই চাকরিটা করে নিতে পারেন তাহলে তো আপনার জীবন বদলে যেতে বেশিদিন সময় নেবে না। অন্য জায়গায় চাকরি পেতে আপনার অনেকখানি সুবিধা হবে আর আপনার প্রোফাইল কতখানি স্ট্রং হবে তা তো আপনি আন্দাজ করতেই পারছেন।

    Home Click here
    Official Website Click here
    Share. Facebook WhatsApp Telegram Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    অগ্নিবীর ভর্তি: joinindianarmy.nic.in অগ্নিবীর রেজিস্ট্রেশন আবেদন প্রক্রিয়া

    অগ্নিবীর ভর্তি 2022: অগ্নিপথ রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও যোগ্যতা @ joinindianarmy.nic.in

    অগ্নিপথ যোজনা এর সুবিধা কি? অগ্নিপথ যোজনার সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন

    অগ্নিপথ যোজনা 2022 এর সুবিধা কি? অগ্নিপথ যোজনার সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন

    অগ্নিপথ যোজনা কি? কারা আবেদন করবেন? জানুন যোগ্যতা, বেতন এবং আরো অন্যান্য তথ্য

    অগ্নিপথ যোজনা 2022 কি? কারা আবেদন করবেন? জানুন যোগ্যতা, বেতন এবং আরো অন্যান্য তথ্য

    Add A Comment

    Leave A Reply Cancel Reply

    পশ্চিমবঙ্গ উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প 2022 (USKP) | Udiyaman Swanirbhar Karmasansthan Prakalpa 2022 (USKP)
    750 Bangla Fonts Free Download in Zip File, Bangla Font Download Zip
    Upstox দিয়ে উপার্জন করবেন কিভাবে? সহজেই ইনকাম করুন
    স্বাস্থ্য সাথী অ্যাপ্লিকেশন স্ট্যাটাস 2022 অনলাইন চেক করার পদ্ধতি | Swasthya Sathi Application Status 2022
    মোদী সরকারের ভারতনেট যোজনা ২.৫ লক্ষ গ্রামে দেওয়া হবে সস্তায় ইন্টারনেট
    ভারতের শীর্ষ 5 টি Mutual Funds কোনগুলি? যেখানে পাওয়া যাবে বেশি Returns
    Home | About Us | Contact Us | Privacy Policy
    © 2022 Bangla Bhumi Media Group.

    Type above and press Enter to search. Press Esc to cancel.