স্বনির্ভর ভারত রোজগার যোজনা 2023: অনলাইনে আবেদন করুন

গত ১২ই নভেম্বর ২০২০, ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আত্ম নির্ভর ভারত রোজগার যোজনা ২০২০ এর ঘোষনা করেন।

এই যোজনা ভারতীয় জনগনকে করোনা ভাইরাস মহামারীর অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে।

(রেজিস্ট্রেশান) স্বনির্ভর ভারত রোজগার যোজনা
(রেজিস্ট্রেশান) স্বনির্ভর ভারত রোজগার যোজনা

এটি ভারতের বেকার জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। এই প্রকল্পের জন্য ভারতীয় সরকার ২,৬৫,০৮০ কোটি টাকা বরাদ্ধ করেছে।

আমাদের বাংলাভূমি সাইটে সবসময়ই আপনাদের জন্য ভারত সরকারের নানা প্রকল্পের তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এতে করে আপনারা খুব সহজেই ভারত সরকারের গৃহীত নানা প্রকল্পের তথ্য জেনে আবেদন করতে পারেন।

এরই ধারাবাহিকতায়, আজ আমরা আপনাদের সাথে স্বনির্ভর ভারত রোজগার যোজনা ২০২০ নিয়ে আলোচনা করবো, এর ফলে আপনারা পারবেন।

আসুন দেখে নিই এই প্রকল্পের বিস্তারিত সকল তথ্য।

এক নজরে আত্ম নির্ভর রোজগার যোজনা ২০২০

নং বিষয় বিস্তারিত
০১ প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত রোজগার যোজনা ২০২০
০২ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ
০৩ সুবিধাভোগী ভারতের বেকার জনগোষ্ঠী
০৪ অর্থ বরাদ্ধ ২,৬৫,০৮০ কোটি টাকা
০৫ প্রকল্পের উদ্দেশ্য ভারতের জনগণের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
০৬ প্রকল্প পরিচালনা কেন্দ্রীয় সরকার
০৭ কোন কোন রাজ্য ভারতের সকল রাজ্য
০৮ শুরুর তারিখ ১২ই নভেম্বর ২০২০
০৯ অফিসিয়াল ওয়েবসাইট www.epfindia.gov.in
১০ প্রকল্পের সময়সীমা ২ বছর

প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত রোজগার যোজনার উদ্দেশ্য কি ?

এই যোজনার উদ্দেশ্য হলো, করোনা ভাইরাসের থাবায় ভারতের লক্ষ লক্ষ লোক চাকরি হারিয়ে বেকার হয়ে যাওয়া স্বল্পআয়ের মানুষের জন্য কিছুটা আর্থিক সহায়তা করা, সেই সাথে ভারতের কোম্পানী গুলিকে কিছুটা আর্থিক সহায়তা করা।

যাতে করে বেসরকারীখাতের কোম্পানীগুলি করোনা ভাইরাসের আর্থিকক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারে।

কে কে এই প্রকল্পের আওতায় সুবিধালাভ করবে?

ভারতীয় সরকারের ঘোষনা অনুযায়ী নিম্নলিখিত যোগ্যতা সম্পন্য ব্যাক্তি এই প্রকল্পের জন্য বিবেচিত হবে।

১) করোনা ভাইরাস মহামারীতে (মার্চ ২০২০ হতে সেপ্টেম্বর ২০২০) যারা চাকরি হারিয়েছে।

২) যাদের বেতন ১৫,০০০ টাকার চেয়ে কম।

৩) যারা ইতিপূর্বে EPFO (Employee Provident Fund Organization) এ রেজিস্ট্রেশন করেছেন।

আবেদন করতে কি কি কাগজপত্র দরকার হবে?

এই প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত রোজগার যোজনার জন্য আবেদন করতে আবেদনকারীকে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে।

১) EPFO (Employee Provident Fund Organization) এ রেজিস্ট্রেশনের প্রমাণ।

২) আধার কার্ড

৩) বেতন ১৫,০০০ টাকার চেয়ে কম তার প্রমান।

এই প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত রোজগার যোজনার কি কি সুবিধা পাওয়া যাবে?

আসুন দেখে নি প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত রোজগার যোজনার আওতায় কি কি সুবিধা পাওয়া যাবে।

১) কোম্পানীর কর্মচারী সংখ্যা ১০০০ এর কম হলেঃ 

যে সকল কোম্পানীর কর্মচারীর সংখ্যা ১০০০ জনের কম, সে সকল কোম্পানীর ১৫,০০০ টাকার কম বেতনের কর্মচারীদের EPF এর কর্মচারীর পক্ষ হতে ১২% এবং কোম্পানীর ১২% টাকা এই প্রকল্পের মাধ্যমে পরিশোধ করা হবে।

২) কোম্পানীর কর্মচারী সংখ্যা ১০০০ এর বেশি হলেঃ 

যে সকল কোম্পানীর কর্মচারীর সংখ্যা ১০০০ জনের বেশি, সে সকল কোম্পানীর ১৫,০০০ টাকার কম বেতনের কর্মচারীদের EPF এর কর্মচারীর পক্ষ হতে ১২% টাকা এই প্রকল্পের মাধ্যমে পরিশোধ করা হবে।

এই প্রকল্পের শর্তসমূহঃ

এই প্রকল্পের মাধ্যমে অক্টোবর ২০২০ থেকে জুন ২০২১ সাল পর্যন্ত সুবিধা পাওয়া যাবে।

যারা EPFO (Employee Provident Fund Organization) এ রেজিষ্ট্রেশনকৃত শুধুমাত্র তারাই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

কিভাবে এই প্রকল্পে আবেদন করা যায়?

এই প্রকল্পে আবেদন করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। EPFO (Employee Provident Fund Organization) এর সাইট www.epfindia.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন করে এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যায়।

তাই এই লেখা হতে আমরা জানতে পারি, এই প্রকল্পের উদ্দেশ্য কি, কিভাবে আবেদন করা যায়, কি কি যোগ্যতা থাকলে আবেদন করা যায়, এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যায় তার বিস্তারিত । তাই এ নিয়ে আমাদের মাঝে আর কোন প্রশ্ন থাকলো না। এতে করে আমরা সবাই প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত রোজগার যোজনা সম্পর্কে জানতে পারলাম।

আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের পেজে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে সরকারী যোজনা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

সরকারী যোজনা নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যে কোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

বিভিন্ন রকমের Invesments, Insurance, Loan, LIC Policy, Mutual Funds ইত্যাদি Financial ব্যাপারে বাংলাতে জানার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এখানে পাবেন এই সকল বিষয়ে দুর্দান্ত গাইড যা আপনাকে আপনার টাকা সুরক্ষিত ভাবে বিনিয়োগ এবং অন্যান্য ব্যাপারে সাহায্য করবে। আপনাদের যে কোন পরামর্শ, প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top