Aalo Scholarship: Aalo ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের একটি অলাভজনক সংস্থা। 2012 সালে এই Aalo নামক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের 2007 সালে ব্যাচের ছাত্রছাত্রীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়।
পরবর্তীতে আরো অনেক ব্যক্তি এই আলো ফাউন্ডেশনের সাথে জড়িত হয়। এর আলো ফাউন্ডেশনের উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সুবিধা বঞ্চিত ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনার খরচ নিয়ে সহায়তা করা এবং এই স্কলারশিপ প্রদান করা। যার ফলে কোন দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীর অর্থের অভাবে লেখাপড়া বন্ধ না হয়ে যায়।
সুচিপত্র
Aalo Scholarship এর গুরুত্বপূর্ণ তথ্য
বিষয় | বিবরণ |
---|---|
স্কলারশীপের নামঃ | Aalo Scholarship |
পরিচালনায়ঃ | Aalo Foundation |
প্রযোজ্যঃ | উচ্চ মাধ্যমিকে পড়া ছাত্রছাত্রী |
আবেদন শুরু | সেপ্টেম্বর |
আবেদন শেষ | অক্টোবর |
আবেদনের মাধ্যম | অফলাইন ও অনলাইন |
ওয়েবসাইট | http://aalo.org.in/ |
ঠিকানা | Aalo Charity Organisation C/o- Tanmoy Sinha 81 Indra Biswas Road, Kolkata- 700037 West Bengal India |
কি কি যোগ্যতা দরকার হয় ?
দেখে নিন Aalo Scholarship পেতে কি কি যোগ্যতার দরকার হয়। আলো ফাউন্ডেশনের গাইডলাইনে এই সকল যোগ্যতার কথা বলা আছে।
১) শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্কুলের ছাত্ররা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
২) কোন ছাত্র ১১ ক্লাসে অধ্যয়নরত থাকে সেই শুধুমাত্র এই আলো স্কলারশীপের মাসিক প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
৩) আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগ হতে কমপক্ষে ৭০% এবং বিজ্ঞান ও ব্যবসা শাখা হতে কমপক্ষে ৭৫% নাম্বার পেতে হবে।
৪) শুধুমাত্র মাধ্যমিকের বর্তমান বৎসরে পাশ করা ছাত্রছাত্রীরাই এই Aalo Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ
Aalo Scholarship এর জন্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হয়। আসুন দেখে নিই অনলাইনে কিভাবে ধাপে ধাপে আবেদন করা যায়।
১) প্রথমেই আলো ফাউন্ডেশনের ওয়েবসাইটে http://aalo.org.in/ প্রবেশ করুন ।
২) ওয়েবসাইটের মেনু হতে স্কলারশীপ লিংকে প্রবেশ করুন।
৩) স্কলারশীপ পেজে আপনি আলো স্কলারশিপের মাসিক প্রোগ্রামের ফর্ম দেখতে পাবেন, এবং লিঙ্কে ক্লিক করুন।
৪) এখন আপনি সম্পূর্ন আবেদনপত্র পেয়ে যাবেন। আপনি ফর্মের নিয়ম অনু্যায়ী নাম, ইমেইল, ফোন নাম্বার, ঠিকানা, পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, শিক্ষা জীবনের বিবরণ ও পরিবারের মাসিক আয়ের বিবরন দিন।
৫) সকল তথ্য সঠিকভাবে দেয়ার পর আবেদনপত্র জমা দিন।
৬) আবেদনপত্র জমা দেয়ার পর আপনার মেইলে একটি নিশ্চিতকরন মেইল আসবে। এই মেইলে উল্লেখ্য নাম্বার সংরক্ষন করুন।
এটাই Aalo Scholarship এর জন্য আবেদনের প্রক্রিয়া ।
ছাত্রছাত্রী নির্বাচন প্রক্রিয়াঃ
এই Aalo Scholarship এর জন্য আবেদনকারীদের মধ্য হতে তাদের মাধ্যমিক পরীক্ষায় পাসের নাম্বার, পরিবারের বার্ষিক আয় সহ অনেক বিষয় নির্ভর করে থাকে।
Aalo Scholarship এর ইন্টারভিউয়ের জন্য বাছাইকৃত ছাত্রছাত্রীদের নাম ডিশেম্বর মাসের শেষ করে বা তার আগেই প্রকাশ করা হবে।
বাছাইকৃত প্রার্থীগনকে সকল কাগজপত্র সহকারে ইন্টারভিউর মুখামুখী হতে হবে। সকল কাগজপত্র যাচাই ও মেধাক্রম অনুসারে Aalo Scholarship এর জন্য চুড়ান্ত ছাত্রছাত্রী নির্ধারন করা হবে। চুড়ান্তভাবে নির্বাচিতদের নাম http://aalo.org.in/ এর সাইটে প্রকাশ করা হবে।
Aalo Scholarship এর টাকা আবেদনকারীর আর্থিক সামর্থের উপর নির্ভর করে থাকে।
যোগাযোগের ঠিকানাঃ
আলো মাসিক স্কলারশীপ পশ্চিমবঙ্গের ১১ শ্রেনীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য। আবেদনকালীন সময়ে কোন ছাত্রছাত্রী আবেদন করতে গিয়ে সমস্যার মুখামুখী হলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে পারে।
ফোন নাম্বারঃ 9433542798 (বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত)
আজ আমরা Aalo Scholarship এর বিস্তারিত জানতে পারলাম। এই স্কলারশীপের ফলে সমাজের পিছিয়ে পড়া অনেক দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী তাদের শিক্ষা জীবন চালিয়ে যেতে পারে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার সু্যোগ পায়।
পরবরতীতে আপনাদের জন্য আরো বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো । আপনাদের কোন বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের মেইলে জানান। আমরা আপনার প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করবো। আরো অনেক স্কলারশীপ নিয়ে জানতে চোখ রাখুন আমাদের সাইটে।
এই পোষ্টটি শেয়ার করুন যাতে করে অনেক দরিদ্র শিক্ষার্থী এই Aalo Scholarship এর জন্য আবেদন করা সুযোগ পেতে পারে।