আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করুন বাড়িতে বসে বিনা ইন্টারনেট

আপনারা অনেকেই হয়তো আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করার জন্য হয়রানি হয়ে আছেন আর মোবাইল নাম্বার লিংক করার অনলাইন কোনো উপায় নেই তাহলে এই কাজ কিভাবে করবেন।

বাড়িতে বসে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করুন বিনা ইন্টারনেট
বাড়িতে বসে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করুন বিনা ইন্টারনেট

আধার হেল্পলাইন দ্বারা বাড়িতেবসে বিনা ইন্টারনেট ফোন কলের মাধ্যমে এই কাজ করতে পারবেন। ভারতীয় নাগরিক হোক বা প্রবাসী ভারতীয় নাগরিক উভয়েই এই করে নিতে পারবেন।

বাড়িতে বসে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ দেবার জন্য নিচে দেওয়া স্টেপ গুলি দেখে নিন:

১. আধার হেল্পলাইন নাম্বারে 14546 (১৪৫৪৬) তে ফোন করুন।

২. আপনি মূল ভারতীয় না প্রবাসী ভারতীয় তা সিলেক্ট করুন। (যারা ভারতের বাহিরে থাকেন তারাও এইভাবে মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন)

৩. আধারের সাথে মোবাইল নাম্বার যুক্ত করার জন্য ১ নম্বর বটন টিপুন এর পর আপনার আধার নাম্বার দিতে হবে, আধার নাম্বার দেবার পর তা সঠিক ইটা জানানোর জন্য ১ টিপুন।

৪. এর পর আপনার মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দেবার পর একটি OTP আপনার মোবাইলে চলে আসবে।

৫. আধার ডাটাবেসে আপনার তথ্য যাঁচাই এবং তার তথ্য নেবার জন্য আপনার অনুমতি নেওয়া হবে।

৬. এর পর মোবাইলে আসা OTP দিতে হবে এবং কাজটি পূর্ণ করার জন্য ১ টিপতে হবে।

৭. যদি আপনি অন্য কোনো মোবাইল নাম্বার ব্যবহার করেন তাহলে ২ নাম্বারের বটন টিপে ওই নাম্বারটিও ঠিক একটি ভাবে আধারের সাথে যুক্ত করতে পারেন।
(ফোন করার পর ভালোভাবে কথাগুলি শুনবেন তাহলে সঠিক ভাবে কাজগুলি করতে পারবেন )

আধার সেন্টারে গিয়ে মোবাইল নাম্বার লিংক করতে পারেন :

যদি আপনাদের উপরের কাজের দ্বারা কোনো অসুবিধা হয়ে থাকে বা আপনি এই কাজ করতে পারেন না তাহলে আপনি সরাসরি কাছাকাছি কোনো আধার সেন্টারে গিয়ে সরলভাবে এই কাজ করতে পারবেন।

এর জন্য আপনার সাথে আপনার আধার কার্ড রাখবেন এবং ওই মোবাইল নাম্বার যার সাথে আধার কার্ডের লিংক করতে চান। এছাড়াও পাশাপাশি “কমন সার্ভিস সেন্টারে” গিয়েও এই কাজ করতে পারেন। আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার কোথায় আছে এখন থেকে জানতে পারবেন (কমন সার্ভিস সেন্টার ফাইন্ডার)

Leave a Comment