BanglarBhumi Online Mutation Application of West Bengal Land Records

নমস্কার বন্ধুরা, বাংলা ভূমী তে আপনাদের সকল কে আবার স্বাগত জানাই, আশা করছি আপনারা সকলে ভালো আছেন।
আপনাদের মধ্যে প্রায় সকলেই পশ্চিমবঙ্গের ভুমি দপ্তরের ওয়েবসাইট সম্পর্কে জানেন যার নাম বাংলারভুমি, আর আপনারা এটাও জানেন যে কিভাবে আপনারা অনলাইন জমির খতিয়ানদাগের তথ্য বের করবেন এবং কিভাবে মৌজা ম্যাপ ডাউনলোড করবেন । আজ আমি আপনাদের জানাব, কিভাবে অনলাইনে মিউটেশন আবেদন করবেন ? পশ্চিমবঙ্গ ভুমি দপ্তরে অনলাইন মিউটেশন আবেদন করে ফেলুন

১. সবার প্রথমে আপনাদের কে “পশ্চিমবঙ্গের ভুমি দপ্তরের সরকারি ওয়েবসাইট, বাংলাভুমি” তে যেতে হবে। আপনারা এখানে ⊳ বাংলারভুমি ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এই ওয়েবসাইটে যাবার পর “Online Application” এ ক্লিক করতে হবে, এবং তার পর “Mutation Application” এ ক্লিক করতে হবে। (নীচে ছবিতে দেখানো হয়েছে) 👉পশ্চিমবঙ্গের মোবাইল অ্যাপ 👈
West Bengal Land & Plot Information With Mouja Map

২. আপাদের সামনে নীচে দেখানো ফর্ম টি চলে আসবে, যেখানে আপনাদের সমস্ত তথ্য সঠিক ভাবে ভরতে হবে, খেয়াল রাখবেন যদি কোন রকম ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মিউটেশন আবেদন বাদ দিয়ে দেওয়া হবে। নীচে সমস্ত তথ্য কিভাবে ভরবেন তা দেখানো হয়েছে।
West Bengal Land & Plot Information With Mouja Map

৩. প্রথম, নীচে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, সবার প্রথমে আপনাদের লোকাল জায়গার তথ্য দিতে হবে। আপনার জেলা, ব্লক, মৌজা সমস্ত তথ্য সঠিক ভাবে ভরবেন। #আপনাদের ভুল না হয় সে জন্য আপনারা একটা সাদা কাগজে এই তথ্য গুলি লিখে ফেলুন যখন সমস্ত তথ্য ঠিক মনে হবে তখন অনলাইন ভরে ফেলুন।
West Bengal Land & Plot Information With Mouja Map

৪. দ্বিতীয়, এখানে আপনার আবেদনের সমস্ত তথ্য দিতে হবে, যেখানে নাম, ঠিকানা, খতিয়ান, দলিল এবং অন্যান্য তথ্য গুলি ভরতে হবে।(নীচে ছবিতে দেখুন) মনে রাখবেন এখানে আপনারা কোন রকম ভুল করবেন না। সমস্ত তথ্য ঠিক ঠিক আর সঠিক জায়গায় ভরবেন।
West Bengal Land & Plot Information With Mouja Map

৫. তৃতীয় পার্টে আপনাকে, ক্রেতা (যিনি ক্রয় করবেন), ওনার সমস্ত তথ্য এখানে সঠিক ভাবে ভরতে হবে, ক্রেতার নাম, ঠিকানা, জাতি, ধর্ম, লিঙ্গ ইত্যাদি, এছাররাও ২টি প্রধান তথ্য দিতে হবে সেতি হল, ই-মেল আইডি আর মোবাইল নাম্বার আর এই ই-মেল ও মোবাইলে একটি OTP(One Time Password) আসবে যেটি OTP-এর জায়গায় ভরতে হবে।
এই কাজ টি অবশ্যই করতে হবে কারন আপনার দেওয়া ই-মেল ও মোবাইল নাম্বার যে সঠিক তার সত্যতা যাচাই করার জন্য। আর একটি কারন হল আপনার আবেদনের সমস্ত তথ্য এই ই-মেল ও মোবাইল পাওয়া যাবে, তাই এইটি ঠিক করে ভরবেন। 👉পশ্চিমবঙ্গের মোবাইল অ্যাপ 👈
West Bengal Land & Plot Information With Mouja Map

৬. এইখানে আপনাকে Particular of Transferer (স্থানান্তরকারীর বিশদ বিবরণ) সম্মন্ধে সমথ তথ্য দিতে হবে। নীচে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা এই কাজটি করবেন। (১) স্থানান্তরকারীর বিশদ বিবরণ (Particular of Transferer) তে ক্লিক করুন (২) + বটনে ক্লিক করুন (৩) Add Record এর বক্সে সমস্ত তথ্য ঠিক ভাবে ভরুন এবং Submit বটনে ক্লিক করে তথ্য ফর্মের মধ্যে যুক্ত করে নিন।
যদি ১এর থেকে বেশি স্থানান্তরকারী থাকে তাহলে ঠিক এই ভাবেই তথ্য ফর্মের মধ্যে যুক্ত করে নেবেন।
West Bengal Land & Plot Information With Mouja Map

৭. এর পর আপনাকে List of Enclosures (পরিবেষ্টনের তালিকা) টি ভরতে হবে, যেখানে আপনাকে দলিলের অনুলিপি / প্রতিলিপি।, আইনি উত্তরাধিকারী / হিব্যানাম ইত্যাদি অনুলিপি / অনুলিপি।, অনুলিপি / শৃঙ্খল কাজ কপি , আপ টু ডেট ভাড়া রসিদ কপি।, এবং রুলের আদালতের ফি  10 / –   স্ট্যাম্প সহ নির্দিষ্ট ফরমের ঘোষনা  গুলি আপলোড করতে হবে। আর এই ফাইল গুলি PDF এ হতে হবে আর যার সাইজ 2MB এর ভেতরে হতে হবে। (নীচে ছবিতে দেখে নিন কি করতে হবে)
West Bengal Land & Plot Information With Mouja Map

৮. সমস্ত তথ্য ঠিক করে ভরে নেবার পর অবশ্যই ফর্ম টি খুব মনোযোগ দিয়ে দেখে নেবেন, যদি কোন রকম ভুল হয়ে থাকে তাহলে আগে ঠিক করে নেবেন। যখন আপনার ফর্ম একদম সঠিক ভাবে দেখা হয়ে যাবে তখন নীচের “SUBMIT” বটনে ক্লিক করে আপনার মিউটেশন আবেদন জমা দিয়ে দেবেন।
West Bengal Land & Plot Information With Mouja Map

মিউটেশন আবেদন জমা দেবার পর আপনার ই-মেল ও মোবাইলে আবেদনের তথ্য চলে আসবে যা আপনি প্রিন্ট ও করতে পারেন। মনে রাখবেন এই তথ্য ভালো করে সেভ করে রাখবেন, পরবর্তী সময়ে এই তথ্য আপনার কাজে লাগবে। আর এই তথ্য সকলের সাথে শেয়ার করবেন না নিজের মধ্যেই রাখবেন।

পশ্চিমবঙ্গের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন ▶️

যদি আপনাদের আমার এই তথ্য ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না।
বন্ধুরা বাংলা ভূমী ওয়েবসাইট আপনাদের জন্য সর্বদা নতুন নতুন তথ্য নিয়ে আসে তাও বাংলা ভাষাতে এবং খুব সরল কথায় আপনাদের বোঝানোর চেষ্টা করে থাকে। যদি আপনাদের আমাদের এই কাজ ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
পশ্চিমবঙ্গের সরকারি যোজনা এবং অন্নান্য তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকুন।

West Bengal Online Mutation Application, How to Apply Online Mutation of West Bengal Land Records, কিভাবে অনলাইনে মিউটেশন আবেদন করবেন ? পশ্চিমবঙ্গ ভুমি দপ্তরে অনলাইন মিউটেশন আবেদন করে ফেলুন
আরও নতুন তথ্য দেখুনঃ
banglarbhumi.gov.in Khatian & Plot Information New Website of West Bengal Land Records ▶
কিভাবে বাংলার ভুমির নতুন ওয়েবসাইট দ্বারা খতিয়ান ও দাগের তথ্য এবং মৌজা ম্যাপ বের করবেন ▶
ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন? তাও ফ্রী তে ▶
ত্রিপুরা রাজ্যের খতিয়ান, দাগের তথ্য ও মৌজা ম্যাপ কিভাবে ডাউনলোড করবেন? এখনি দেখে নিন ▶
বাংলা ভূমী নিজস্ব মোবাইল অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন ▶
বাংলার ভুমি নতুন ওয়েবসাইট মোবাইলে কিভাবে কার করে জেনে নিন ▶

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top