মোদী সরকারের নতুন ঘোষণা এক দেশ এক রেশন কার্ড সারা দেশে হবে মান্য

এক দেশ এক রেশন কার্ড যোজনা মোদী সরকার সাধারণ মানুষদের জন্য আবার একটি বড় কাজ করতে চলেছেন। এবার থেকে আর আলাদা আলাদা রাজ্যে বানাতে হবেনা রেশন কার্ড। একটি রেশন কার্ড সকল ভারতে কাজ করবে।

মোদী সরকারের নতুন ঘোষণা এক দেশ এক রেশন কার্ড সারা দেশে হবে মান্য
মোদী সরকারের নতুন ঘোষণা এক দেশ এক রেশন কার্ড সারা দেশে হবে মান্য

মানে একটি রেশন কার্ডের সাহায্যে দেশের যে কোনো রেশন দোকান থেকে রেশন পাওয়া যাবে। মোদী সরকারের এক দেশ এক রেশন কার্ড (One Nation One Ration Card Yojana) পরিকল্পনা অনুসারে সব দেশে এক মূল্যে পাওয়া যাবে রেশন।

মোদী সরকার যেই সস্তায় রেশন দেওয়ার কোথা বলেছেন তা সব দেশে এক দামে পাওয়া যাবে।

কি কি অসুবিধা আছে পুরাতন রেশন কার্ডে :

এখনো পর্যন্ত বিভিন্ন রাজ্যে নিজেদের রাজ্য অনুসারে রেশন কার্ড আছে। এর জন্য যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের জন্য যায় তাদের রেশন কার্ড নতুন করে বানাতে হয় এবং তার জন্য অনেক ঘোরাঘোরি করতে হয়।

আর বিভিন্ন রাজ্যে রেশনের দাম আলাদা আলাদা হয়। এছাড়া সরকার দ্বারা যেই সমস্ত রেশন সকলকের জন্য দেওয়া তা সকলকে দেওয়া হয় না বা রেশনে ভেজাল করে থাকে।

এই সমস্ত সমস্যার নিবারণের জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে সারা দেশে রেশন এক সমান হয়ে যাবে।

কি লাভ পাওয়া যাবে নতুন রেশন কার্ডের নিয়মে :

এই নতুন নিয়ম অনুসারে, এবার থেকে একটি রেশন কার্ড হবে যা সারা দেশে মান্য হবে। আপনি দেশের যে কোনো জায়গায় থাকুন না কেন সেখান কার রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন।

সরকার থেকে রেশনের যা দাম দেওয়া হবে সে দামেই সারা দেশে রেশন পাওয়া যাবে। সরকার দ্বারা নির্ধারিত সস্তায় খাদ্য ও রেশন অনুসারেই পাবেন।

নির্ধারিত রেশনের থেকে কেউ কম রেশন পাবেন না আর বেশি টাকাও দিতে হবে না। অন্য রাজ্যের জন্য নতুন করে রেশন কার্ড বানাতে হবে না।

এই নতুন নিয়মের উদ্দেশ্য কি :

এই নিয়মের প্রধান উদ্দেশ্য রেশনের উপর যাই দুর্নীতি হয়ে থাকে তা দূর করা। এই দুর্নীতির কারণে অনেকে রেশন থেকে বঞ্চিত হয়ে যায়।

এই কাজ আর যেন না হয় তার জন্য এই পদক্ষেপ। এছাড়া সরকার দ্বারা নির্ধারিত রেশনের দাম (সস্তায় যেই রেশন দেওয়া হয়) অনুসারেই সকলকে যেন রেশন দেওয়া হয় এই উদ্দেশ্য এই নিয়মের।

ভিন্ন রাজ্যে যেই রেশন কার্ড নিয়ে অসুবিধা গুলি হয়ে থাকে এই নিয়মে সেটিও দূর হয়ে যাবে।

কখন শুরু হবে এই নতুন নিয়ম :

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এক বছরের মধ্যে এই নিয়ম শুরু করে দেওয়া হবে। এই কাজের জন্য সকল রেশন দোকানে পিওএস মেশিন লাগানো হবে। এর ফলে রেশন কার্ড ধারক যে কোনো রেশন দোকান থেকে উচিৎ দামে রেশন নিতে পারবেন।

One Nation One Ration Card Yojana, Modi Government One Nation One Ration Card Yojana West Bengal.

আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top