Employment Exchange Registration: রাজ্য অনুসারে সরাসরি লিংক, অনলাইনে আবেদন

Employment Exchange Registration All India
Employment Exchange Registration All India

অনেকেই Employment Exchange Registration সম্পর্কে প্রশ্ন করে থাকে। অনেকেই জানতে চান Employment Exchange Registration কি? এই Employment Exchange Registration এর মাধ্যমে কি কাজ হয়? কারা এই Employment Exchange Registration এর সুবিধা পেয়ে থাকে? এই Employment Exchange কারা পরিচালনা করে থাকে? 

আমাদের বাংলাভূমি সাইটে আমরা নিয়মিতভাবে আপনাদের জন্য ভারত সরকারের উদ্যোগে নেয়া নানা যোজনার তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এ সকল তথ্য হতে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য জেনে আপনাদের জীবনের নানা প্রয়োজনীয় সময়ে উপকৃত হয়ে থাকেন। এরই ধারাবাহিতায় আজ আমরা আপনাদের সাথে Employment Exchange Registration নিয়ে আলোচনা করবো। এতে করে আপনারা খুব সহজেই এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আপনি আপনার যোগ্যতা অনুসারে এই প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে পারবেন। 

আরো পড়ুন: পশ্চিমবঙ্গের খতিয়ান ও জমির রেকর্ড সম্পর্কে সমস্তকিছু জেনে নিন

আসুন দেখে নিই Employment Exchange Registration নিয়ে বিস্তারিত তথ্য। 

Employment Exchange Registration কি ? 

Employment Exchange এটি একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের চাকরীপ্রার্থীরা তাদের যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে কাজ পেয়ে থাকে। ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান এই Employment Exchange এর মাধ্যমে তাদের প্রয়োজনী লোকবল নেয়ার জন্য তথ্য সংগ্রহ করে থাকে। এতে করে সারা ভারতের শিক্ষিত বেকার যুবকদের কাজ পাবার সুযোগ তৈরি হয়ে থাকে। এই কাজ পাবার জন্য চাকরীপ্রার্থীকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশনকেই Employment Exchange Registration বলা হয়ে থাকে। 

Employment Exchange এর সুবিধা কি কি ?

আসুন দেখে নিই Employment Exchange এর সুবিধা কি কি।

১) Registration করা ব্যাক্তিরা তাদের নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে চাকরি পাবার সুযোগ পেয়ে থাকে। 

২) চাকরি দাতাগন এই সাইটের মাধ্যমে তাদের পছন্দমত ব্যাক্তিকে চাকরি দিতে পারে। 

৩) চাকরির আবেদন করার সময় আবেদনকারী তাদের যোগ্যতা অনুযায়ী কাজের জন্য আবেদন করতে পারে। 

৪) আবেদন করার সময় একটি নাম্বার পেয়ে থাকে, যা দিয়ে পরে যাচাই করা যায়।

Employment Exchange Registration করতে কি কি কাগজপত্র দরকার হয়ে থাকে। 

নিচে Registration করতে কি কি কাগজপত্র দরকার হয় তার বিবরণ দেয়া হলো। 

১) রেশন কার্ড

২) ভোটার আইডি কার্ড।

৩) মিউনিসিপাল কাউন্সিলের সনদপত্র।

৪) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। 

Employment Exchange এর জন্য অনলাইন Registration কিভাবে করতে হয়? 

আসুন দেখে নিই, Employment Exchange Registration কিভাবে অনলাইনে করতে হয়। 

১) প্রথমেই Employment Exchange এর রাজ্য অনুযায়ী অফিসিয়াল সাইটে প্রবেশ করুন। 

২) সাইটের Registration বাটনে ক্লিক করুন। 

৩) আপনার নাম, ঠিকানাসহ সকল তথ্য দিয়ে সাবমিট করুন।

৪) এভাবে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। 

আরো পড়ুন: সম্পত্তির পৈতৃক ও উত্তরাধিকার আইন সম্পর্কে সমস্ত কিছু জানুন

রাজ্য অনুসারে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক

S.No

State

Information

1.

Arunachal Pradesh

Click here for Arunachal Pradesh Employment Exchange website

2.

Bihar

Click here for Bihar state Employment Exchange website

3.

Chhattisgarh

Click here for Chhattisgarh state Employment Exchange website

4.

Delhi

Click here for Delhi state Employment Exchange website

5.

Gujarat

Click here for Gujarat state Employment Exchange website

6.

Haryana

Click here for Haryana state Employment Exchange website

7.

Himachal Pradesh

Click here for Himachal Pradesh state Employment Exchange information
Click here for Himachal Pradesh state Employment Exchange website

8.

Jammu & Kashmir

Click here for Jammu & Kashmir state Employment Exchange website

9.

Jharkhand

Click here for Jharkhand state Employment Exchange website

10.

Karnataka

Click here for Karnataka state Employment Exchange website

11.

Kerala

Click here for Kerala state Employment Exchange website

12.

Madhya Pradesh

Click here for Madhya Pradesh state Employment Exchange website

13.

Maharashtra

Click here for Maharashtra state Employment Exchange website

14.

Manipur

Click here for Manipur state Employment Exchange website

15.

Meghalaya

Click here for Meghalaya state Employment Exchange website

16.

Mizoram

Click here for Mizoram state Employment Exchange website

17.

Odisha

Click here for Odisha state Employment Exchange website

18.

Puducherry

Click here for Puducherry Employment Exchange website

19.

Punjab

Click here for Punjab state Employment Exchange website

20

Tamilnadu

Click here for Tamilnadu state Employment Exchange website

21

Telangana

Click here for Telangana state Employment Exchange website

22.

Tripura

Click here for Tripura state Employment Exchange website

23.

Uttar Pradesh

Click here for Uttar Pradesh state Employment Exchange website

24.

Uttarkhand

Click here for Uttarkhand state Employment Exchange website

25.

West Bengal

Click here for West Bengal state Employment Exchange website

আরো পড়ুন: দেশের বিনামূল্যে ও সবথেকে কম খরচে উন্নত হাসপাতালগুলি সম্পর্কে জেনে নিন

আজ আমরা আপনাদের সাথে Employment Exchange নিয়ে আলোচনা করলাম। এতে করে আপনারা সবাই এই Employment Exchange নিয়ে জানতে পারলাম। আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে Employment Exchange সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন।  

ভারত সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো। 

  

জমি ও খতিয়ানের তথ্য এবং জমির ভাগাভাগি আইন এছাড়া বিভিন্ন রকমের Invesments, InsuranceLoanLIC PolicyMitual Funds ইত্যাদি Financial ব্যাপারে বাংলাতে জানার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এখানে পাবেন এই সকল বিষয়ে দুর্দান্ত গাইড যা আপনাকে আপনার টাকা সুরক্ষিত ভাবে বিনিয়োগ এবং অন্যান্য ব্যাপারে সাহায্য করবে। আপনাদের যে কোন পরামর্শ, প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top