নীল রঙের আধার কার্ড কিভাবে বানাবেন? কারা পাবে এই আধার কার্ড?

আধার কার্ডের নতুন আপডেট করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে ৫ বছরের ভেতরের বাচ্চাদের আধার কার্ডের রং নীল রঙের হবে।

UIDAI দ্বারা জানানো হয়েছে যে যেই সমস্ত বাচ্চারা ৫ বছরের বা তার নিচে তাদের নীল রঙের আধার কার্ড দেওয়া হবে। এই নতুন আধার কার্ড এই জন্য নিয়ে আসা হয়েছে যার ফলে বাচ্চারা সরকারি যোজনাগুলির সুবিধা পেতে পারে।

নীল রঙের আধার কার্ড কিভাবে বানাবেন? কারা পাবে এই আধার কার্ড?
নীল রঙের আধার কার্ড কিভাবে বানাবেন? কারা পাবে এই আধার কার্ড?

কি আপডেট করেছে আধার কার্ড দপ্তর (UIDAI)?

নীচে দেখতে পারেন UIDAI তাদের অফিসিয়াল টুইটার দ্বারা টুইট করে এই খবর জানিয়েছেন। UIDAI অনুসারে বাচ্চাদের BaalAdhikar বজায় রাখতে এবং তাদের পরিচয় অন্যদের থেকে আলাদা করতে এই নীল রঙের আধার কার্ড সেবা শুরু করা হয়েছে।

৫ বছরের বা তার থেকে ছোট বাচ্চাদের বাইয়োমেট্রিক নেওয়া হয় না আর ৫ বছরের উপরের সকলের বায়োমেট্রিক চাপ নেওয়া হয়।
Aadhaar Card in Blue Color for Kids
আধার কার্ডের অনুসারে একটি সদ্যজাত শিশু থেকে একটি ৫ বছরের বাচ্চার এই নীল রঙের আধার কার্ড সরলে বানিয়ে নেওয়া যাবে যে কোনো আধার সেন্টার থেকে তও সামান্য কিছু ডকুমেন্টের সাহায্যে।

এর জন্য কি করতে হবে? কিভাবে বানাবেন?

♦ এই আধার কার্ড বানাবার জন্য বাবা মা কে বাচ্চা কে নিয়ে আধার সেন্টার যেতে হবে।

♦ আধার রেজিস্ট্রেশন ফর্ম ভরতে হবে।

♦ বাচ্চার জন্ম প্রমানপত্র সঙ্গে রাখতে হবে।

♦ বাবা এবং মায়ের আধার কার্ড সঙ্গে রাখতে হবে।

♦ আধার সেন্টারে বাচ্চার ফটো নেওয়া হবে এবং বাচ্চার তথ্য ভরা হবে।

♦ বাবা বা মায়ের যে কোনো এক জনের আধার নাম্বার বাচ্চার আধার কার্ডের সঙ্গে লিংক করা হবে।

♦ রেজিস্টার মোবাইল নাম্বারে আধার তৈরী হবার মেসেজ আসবে।

♦ ৬০ দিনের ভেতরে বাচ্চার আধার কার্ড দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে। এই আধার কার্ড নীল রঙের হবে।

যদি এই সুবিধা সম্পর্কে আরো ভালো তথ্য পেতে চান তাহলে আধার কার্ডের এই ১৯৪৭ নাম্বারে ফোন করে জানতে পারেন এই একটি টোল ফ্রি নাম্বার।

আপনার এলাকার মধ্যে কোথায় আধার এনরোলমেন্ট সেন্টার আছে তা জেনে নিন। আধার এনরোলমেন্ট সেন্টার খোঁজার জন্য নিচের লিংকে ক্লিক করুন: https://appointments.uidai.gov.in/easearch.aspx

UIDAI ওয়েবসাইট দ্বারা এলাকার পিন কোড, জায়গার নাম দিয়ে সহজ ভাবে এনরোলমেন্ট সেন্টার খুঁজে নিতে পারবেন।

তাহলে আপনারা জানতে পারলেন কিভাবে বানাবেন সদ্যজাত শিশুর এবং ছোট বাচ্চাদের আধার কার্ড আর এর জন্য কি কি ডকুমেন্ট দরকার হবে।

আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top