2023 banglarbhumi.gov.in Mutation Status or Deed Search

West Bengal Mutation Status: পশ্চিমবঙ্গের জমির মিউটেশনের তথ্য কিভাবে বের করবেন দেখে নিন, কেস দ্বারা ও দলিলের দ্বারা মিউটেশেন তথ্য বের করে নিন

নমস্কার বন্ধুরা, বাংলা ভুমি ওয়েবসাইটে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই।

আজ আমি আপনাদের জানাতে চলেছি যে কিভাবে আপনারা পশ্চিমবঙ্গের ভূমী দপ্তরের সরকারি ওয়েবসাইট থেকে মিউটেশনের তথ্য বের করবেন।

ভূমী দপ্তরের ওয়েবসাইটে নতু আপডেট হবার পর অনেক তথ্য আমরা খুব সরলে বাড়িতে বসেই পেতে পারি। তাহলে আসুন দেখে নিন কিভাবে পশ্চিমবঙ্গের জমির মিউটেশনের তথ্য বের করবেন।

পশ্চিমবঙ্গের জমির মিউটেশনের তথ্য
পশ্চিমবঙ্গের জমির মিউটেশনের তথ্য

১. মিউটেশনের তথ্য:

সবার প্রথমে আপানাদের কে  পশ্চিমবঙ্গের ভূমী দপ্তরের সরকারি ওয়েবসাইট banglarbhumi.gov.in খুলে নিতে হবে। তার পর “Citizen Service” এ গিয়ে “Mutation Status” -এ ক্লিক করতে হবে।

(নীচে ছবিতে দেখতে পাচ্ছেন)  আপনাদের সামনে মিউটেশনের তথ্য বের করার ওপশেন গুলি চলে আসবে যার দ্বারা মিউটেশনের তথ্য বের করা যাবে।

banglarbhumi.gov.in Mutation Status
banglarbhumi.gov.in Mutation Status

আরও পড়ুনঃ BanglarBhumi WB Land Records: Khatian & Plot Map

২. কেস দ্বারা মিউটেশনের তথ্যঃ

যদি আপনার কাছে “কেস নাম্বার” থাকে তাহলে আপনি কেস নাম্বার দ্বারা মিউটেশনের তথ্য বের করতে পারেন।

( নীচে ছবিতে দেখুন ) প্রথমে নিজের “জেলা” চয়ন করুন তারপর নিজের “ব্লক” চয়ন করুন তারপর নিজের “মৌজা” চয়ন করুন এবং আপনার “কেস নাম্বার” লিখুন আর “সাবমিট” বটনে ক্লিক করুন।

সাবমিট করার পর আপনাদের সামনে আপনার কেস নাম্বার অনুসারে মিউটেশনের তথ্য বেরিয়ে আসবে।

কেস দ্বারা মিউটেশনের তথ্য
কেস দ্বারা মিউটেশনের তথ্য

আরও পড়ুনঃ BanglarBhumi.gov.in Land Records with Khatian & Plot No.

৩. দলিলের দ্বারা মিউটেশনের তথ্যঃ

যদি আপনার কাছে জমির দলিল থাকে তাহলে আপনি আপনার দলিলের সাহায্যে মিউটেশনের তথ্য সরল ভাবে বের করতে পারবেন।

নীচের ছবি অনুসারে দলিল অনুসারে মিউটেশনের তথ্য বের করতে গেলে শুধু মাত্র আপনার “দলিল নাম্বার” এবং “দলিলের বছর” দিতে হবে তারপর সাবমিট বতনে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে মিউটেশনের তথ্য বেরিয়ে আসবে আপনার দেওয়া দলিলের অনুসারে।

দলিলের দ্বারা মিউটেশনের তথ্য
দলিলের দ্বারা মিউটেশনের তথ্য

তাহলে বন্ধুরা আশা করছি আপনারা জানতে পারলেন কিভাবে আপনারা খুব সরল ভাবে নিজের জমির মিউটেশনের তথ্য কেস নাম্বার এবং দলিলের দ্বারা বের করতে পারবেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top