PM-SYM যোজনা তে আবেদন কিভাবে করবেন? কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে?

আপনারা কি PMSYM প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনাতে আবেদন করতে চান ? কিন্তু বুঝতে পারছেন না যে, PM-SYM যোজনা তে আবেদন কিভাবে করবেন ? কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে ? আসুন জেনে নিন সমস্ত তথ্য
pm sym how to apply

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন (PMSYM ) যোজনাটি চালু হয় ১৫ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে, আর এই যোজনার প্রধান উদ্দ্যেশ যে সমস্ত অসংগঠিত শ্রমিকরা রয়েছেন তাদের বৃদ্ধ অবস্থা তে পেনশন দেওয়া এবং বৃদ্ধ অবস্থা সুরক্ষা করা। এর মানে ৬০ বছর বয়স থেকে আজীবন পর্যন্ত ৩০০০/- টাকা করে পাবেন। আপনাদের মনে হবে টাকাটা কম কিন্তু ভেবে দেখুন টাকার অভাবে কিভাবে বর্তমান সময়ে বৃদ্ধ অবস্থায় মানুষেরা দিন কাটাচ্ছেন, কেউ আবার বৃদ্ধাআশ্রমে। তাই আমার মনে হয় কিছু না থাকার থেকে ৩০০০/- টাকা পাওয়া অনেক ভালো।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা মোবাইল অ্যাপ ডাউনলোড করুন →

কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে ?

download pm sym mobile app১. আপনার আধার কার্ড
২. আপনার ব্যাংকের পাসবুক, একাউন্ট নাম্বার, IFSC কোড।
৩. চালু মোবাইল নাম্বার (মোবাইল ফোন)
৪. নথিভুক্ত করার ফিস ও প্রথম কিস্তির টাকা।

আসুন জেনে নিন কিভাবে আবেদন করবেন ?

আবেদন করতে গেলে প্রথমত আপনার বয়স ১৪-৪০ এর মধ্যে হতে হবে এবং আপনার মাসিক আয় ১৫০০০/- বা তার কম হতে হবে। এছাড়া ইটা গুরুত্বপূর্ণ যে, আপনার “নতুন পেনশন স্কিম (এনপিএস)”, “কর্মচারী স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ইএসআইসি) প্রকল্প” বা “কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)” এর অধীনে কোনো রকম লাভ না পেয়ে থাকেন। আর আপনি আয়কর দাতা যেন না হন। যদি এই রকম কোনো কিছু থাকে তাহলে এই যোজনার লাভ পাওয়া যাবে না।

1. আপনি আপনার নিকটতম CSC (VLE) কেন্দ্রতে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারেন, এছাড়াও CSC কেন্দ্র তে সমস্ত তথ্য পেয়ে যাবেন যেমন এর জন্য কত টাকা দিতে হবে এবং কখন আর কত টাকা পাবেন।


download pm sym mobile app২. CSC কেন্দ্র দ্বারা আপনার নাম এবং তথ্য PM-SYM পোর্টালে ভরা হবে।  আপনার সমস্ত ডকুমেন্ট CSC কেন্দ্র তে দিয়ে দেবেন।


3. আপনার দেওয়া সমস্ত তথ্য CSC কেন্দ্র সঞ্চালক দ্বারা পোর্টালে ভরা হবে এবং আপনার দেওয়া তথ্য , আধার কার্ড, ব্যাংকের তথ্য, মোবাইল নাম্বার সমস্ত কিছু চেক করা হবে।

৪. সব সঠিক হবার পর আপনার কাছে প্রথম কিস্তি নেওয়া হবে PM-SYM যোজনা শুরু করার জন্য।

৫. পেমেন্ট হয়ে যাবার পর আপনার পেনশন নাম্বার তৈরী হয়ে যাবে।

৬. সব কিছু হবার পর কিছুক্ষন পর আপনার মোবাইল আপনার পেনশন সমস্ত তথ্য পেয়ে যাবেন।

৭. সমস্ত কিছু করার পর আপনাকে CSC কেন্দ্র সঞ্চালক দ্বারা আপনাকে SYM কার্ড দেওয়া হবে। এই কার্ডে আপনার সমস্ত তথ্য লেখা থাকবে এবং এটাও লেখা থাকবে যে আপনি কবে থেকে পেনশন পাবেন।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা মোবাইল অ্যাপ ডাউনলোড করুন →

আশা করছি আপনার বুঝতে পারলেন এই যোজনাতে আবেদন করতে গেলে কি করতে হবে এবং এর জন্য আপনার কি কি দরকার হবে।  আরো কিছু প্রশ্ন থাকলে আমাদের “ফেসবুক পেজ” লাইক করুন। আর নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে কারো এখানে পাবেন সমস্ত সরকারি তথ্য সবার আগে।

অভিযোগ সংক্রান্ত সমস্যা: 

এই প্রকল্পের সাথে সম্পর্কিত কোনও অভিযোগের জন্য গ্রাহক গ্রাহক সেবা সংখ্যা 1800 267 6888 এ যোগাযোগ করতে পারেন

আরো তথ্য ও যোজনা সম্মন্ধে পড়ুন: 

পশ্চিমবঙ্গের জমির মিউটেশনের তথ্য কিভাবে বের করবেন দেখে নিন, কেস দ্বারা ও দলিলের দ্বারা মিউটেশেন তথ্য বের করে নিন →
খতিয়ান ও দাগের তথ্য পান মোবাইল অ্যাপের দ্বারা, ডাউনলোড করুন “খতিয়ান ও দাগের তথ্য” বাংলা অ্যাপ →
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ( আয়ুষ্মান ভারত ) সম্পর্কে সমস্ত তথ্য বংলাতে জানুন →
কিভাবে মোবাইল খতিয়ান ও দাগের তথ্য বের করবেন ? কেন মৌজা ম্যাপ পাচ্ছেন না ? আসুন জেনে নিন banglarbhumi.gov.in →
PMSYM, প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা, অসংগঠিত শ্রমিকদের জন্য একটি পেনশন প্রকল্প →
How to Apply Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM) Yojana ? →

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top