2023 Land Measurement Method in India – BanglarBhumi

Land Measurement Method in India: জমি পরিমাপ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকারে হয়ে থাকে। যেমন পুরো ভারতেই হেক্টর, একর, মিটার, স্কয়ার ফিট, স্কয়ার মিটার সহ নানা পদ্ধতিতে জমি মাপা হয়ে থাকে। শুধু তাই নয়, উত্তর ভারতে জমি মাপার একক হিসেবে বিঘা, মারলা ব্যবহার করা হয়ে থাকে, অন্যদিকে দক্ষিন ভারতে জমি মাপার জন্য ব্যবহার করার হয়ে থাকে সেন্ট, গুন্তা, গ্রাউন্ড ইত্যাদি।

Land Measurement Method in India - BanglarBhumi
Land Measurement Method in India – BanglarBhumi

এমনকি অনেক সময় দেখা যায় যে, একই এককের মাপ এক এক রাজ্যে এক এক প্রকার। তাই অনেক সময় জমি মাপার একক নিয়ে আমরা দ্বিধায় পড়ি। এই জমি মাপার একক নিয়ে জটিলতা এড়াতে সাধারনত সারা দেশে একই একক, একই মাপ ব্যবহার করার কথা বলা হয়ে থাকে।

আমাদের বাংলাভূমি সাইটে আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নানা আলোচনা করে থাকি। এই আলোচনার মাঝে থাকে জমির উত্তরাধকার আইন, জমি কেনার সময় রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কিভাবে নকল দলিল চেনবেন সহ নানা গুরুত্বপূর্ন বিষয়।

আরও পড়ুনঃ সময়ের সাথী প্রকল্প: যোগ্যতা ও রেজিস্ট্রেশান প্রক্রিয়া

এতে করে আপনার ইতিমধ্যে জমি নিয়ে অনেক গুরুত্বপূর্ন বিষয় জেনেছেন। সেই সাথে জমি নিয়ে ভবিষ্যতে জটিলতা বা কোন প্রতারক চক্রের হাতে পড়ার সম্ভাবনা কমে গেছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে জমি মাপার পদ্ধতি নিয়ে আলোচনা করবো। এতে করে আপনারা ভারতের বিভিন্ন এলাকার জমি মাপ নিয়ে স্পষ্ট ধারনা পাবেন। আসুন দেখে নিই ভারতের জমি মাপার বিভিন্ন পদ্ধতি।

ভারতের বহুল ব্যবহৃত কিছু জমি মাপার এককের তালিকা

মাপের এককএলাকার আয়তন
১ স্কয়ার ফিট১৪৪ স্কয়ার ইঞ্চি
১ স্কয়ার সেন্টি মিটার০.০০১০৭৬৩৯ স্কয়ার ফিট
১ স্কয়ার কিলমিটার২৪৭ একর
১ স্কয়ার মাইল৬৪০ একর
১ স্কয়ার গজ৯ স্কয়ার ফিট
১ একর৪৮৪০ স্কয়ার গজ
১ হেক্টর১০০০০ স্কয়ার মিটার

উত্তর ভারতে জমির মাপের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়ে থাকে

একককোন এলাকায় ব্যবহার হয়আয়তন
১ বিঘা-পুচ্চাBihar, UP and Panjab৩০২৫ স্কয়ার গজ
১ বিঘাHimachol৯৬৮ স্কয়ার গজ
১ বিঘা-কাছাপাঞ্জাব, হরিয়ানা১০০৮ স্কয়ার গজ
১ কিল্লাহরিয়ানা ও পাঞ্জাবের কিছু অংশ৪৮৪০ স্কয়ার ফিট 
১ লেনালহরিয়ানা, পাঞ্জাব, হিমাচল৫৪৪৫ স্কয়ার ফিট

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট ও আবেদনের পদ্ধতি

পূর্ব ভারতে জমির মাপের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়ে থাকে

একককোন এলাকায় ব্যবহার হয়আয়তন
১ বিঘা-পুচ্চাBihar, UP and Panjab৩০২৫ স্কয়ার গজ
১ বিঘাHimachal৯৬৮ স্কয়ার গজ
১ বিঘা-কাছাপাঞ্জাব, হরিয়ানা১০০৮ স্কয়ার গজ
১ কিল্লাহরিয়ানা ও পাঞ্জাবের কিছু অংশ৪৮৪০ স্কয়ার ফিট 
১ লেনালহরিয়ানা, পাঞ্জাব, হিমাচল৫৪৪৫ স্কয়ার ফিট

 মধ্য ভারতে জমির মাপের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়ে থাকে 

এককএলাকাআয়তন
১ ছাতাকপশ্চিমবঙ্গ১৮০ স্কয়ার ফিট
১ ডেসিমেলপশ্চিমবঙ্গ৪৮.৪ স্কয়ার গজ
১ ধুরবিহার, ঝারকান্ধ৬৮ স্কয়ার ফিট
১ ধুরত্রিপুরা৩.৬ স্কয়ার ফিট
১ কাঠাআসাম২৮৮০ স্কয়ার ফিট
১ কাঠাবাংলা৭২০ স্কয়ার ফিট
১ কাঠাবিহার১৩৬১.২৫ স্কয়ার ফিট
১ লেছাআসাম১৪৪ স্কয়ার ফিট

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস অনলাইন চেক করুন {এই মাসের পেমেন্ট}

দক্ষিন ভারতে জমির মাপের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়ে থাকে

এককএলাকাআয়তন
১ আঙ্কানামঅন্ধ্র প্রদেশ এবং কার্নাটাক৭২ স্কয়ার ফিট
১ সেন্টতামিল নাড়ু, কেরেলা, কার্নাটাক৪৩৫ স্কয়ার ফিট
১ গ্রাউন্ডতামিল নাড়ুর কিছু অংশ২৪০০ স্কয়ার ফিট
১ গুনতাঅন্ধ্র প্রদেশ ও কার্নাটাক১০৮৯ স্কয়ার ফিট
১ কুঞ্চামঅন্ধ্র প্রদেশ৪৮৪ স্কয়ার গজ

এভাবে আজ আমরা ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা জমির পরিমাপের একক সম্পর্কে জানতে পারলাম। এতে করে আমরা ভারতের যেই রাজ্যেই জমি কেনার বেচার কথাই আসুক না কেন আমরা খুব সহজেই জমির মাপ বুঝতে পারবো। আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের পেজে নিয়মিত চোখ রাখুন।

এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে জমি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। জমি নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top