বেঙ্গালুরু এর ৭ টি হাসপাতাল: যেখানে চিকিৎসার খরচ অন্যান্য জায়গার থেকে অনেক কম

বেঙ্গালুরু এর ৭ টি হাসপাতাল:  ব্যাঙ্গালোর শহরটি ভারতের আইটি সেক্টরের জন্য উর্বর ভূমি হিসেবে পরিচিতি লাভ করেছে। গত কয়েক বছরে এখানে হাজার হাজার আইটি নির্ভর প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই সাথে এই বেঙ্গালুরু শহরটি ধীরে ধীরে বানিজ্যিক শহরের রূপ লাভ করেছে। নানামুখী উন্নয়ন বানিজ্যিক কর্মকান্ডের ফলে এখানকার জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় সরকার ইতিমধ্যেই এখানকার জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন উন্নতমানের হাসপাতাল প্রতিষ্ঠা করছে। সেই সাথে বেসরকারী উদ্যোগেও অনেক উন্নত মানের হাসপাতাল তৈরি হয়েছে এবং অনেক হাসপাতাল নির্মাধীন রয়েছে। আপনি একটু খোঁজ করলেই এই শহরের অনেক আধুনিক চিকিৎষা সেবা প্রদানকারী হাসপাতাল খুঁজে পাবেন। শুধু তাই নয়, প্রতিযোগীতা মূলক মার্কেটে টিকে থাকতে অনেকই সাশ্রয়ী মূল্যে উন্নতমানের সেবা প্রদান করছে।

7 Cheapest Hospitals in Bangalore India for Low-Cost Treatment
7 Cheapest Hospitals in Bangalore India for Low-Cost Treatment

আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিতভাবেই আমরা স্বাস্থ্য সেবা নিয়ে নানা তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এতে করে আপনারা খুব সহজেই এবং অল্প সময়েই স্বাস্থ্য সেবা নিয়ে নানা বিষয়াদি জানতে পারেন এবং জরূরী প্রয়োজনের সময় এসকল দরকারী তথ্য অনেক উপকারে আসে।

এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে বেঙ্গালুরের ৭ টি হাসপাতাল নিয়ে আলোচনা করবো, যেখানে চিকিৎষা খরচ তুলনামূলকভাবে অন্য জায়গার চেয়ে কম। এতে করে আপনারা নিজের বা পরিবারের কারো স্বাস্থ্য সেবার প্রয়োজনে এই সকল হাসপাতালের চিকিৎষা সেবা নিয়ে কম খরচেই সুস্থ হতে পারেন।

আসুন দেখে নিই, বেঙ্গালুরের ৭ টি হাসপাতাল যেখানে কম খরচে উন্নত চিকিৎষা সেবা দেয়া হয়ে থাকে।

Fortis Hospital, Bangalore, India

Fortis হাসপাতাল ভারতের একটি চেইন হাসপাতাল। এটি ভারতের স্বাস্থ্য সেবা জগতের একটি নামকরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

Fortis Hospital, Bangalore, India
Fortis Hospital, Bangalore, India

এই হাসপাতাল রোগীদের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা উন্নত চিকিৎষা সেবা দিয়ে থাকে।  চিকিৎষা জগতের প্রায় সকল বিভাগই এই হাসপাতালে রয়েছে। আসুন দেখে নিই এই হাসপাতালে কিছু তথ্য।

• Fortis হাসপাতালের সর্বমোট ২৭৬ টি শয্যা রয়েছে।

• Fortis হাসপাতালের প্রায় ৪০ টি বিভাগ রয়েছে। এখানে মানুষের অঙ্গ পরিবর্তন ও হাটু প্রতিস্থাপনের মত জটিল অপারেশন সম্পন্ন হয়ে থাকে।

• Fortis হাসপাতালে ক্যান্সার চিকিৎষার জন্য বিশ্বমানের চিকিৎষা ব্যবস্থা রয়েছে।

• Fortis হাসপাতালটি FKCCI কর্তৃক সেরা হাসপাতালের জন্য পুরস্কার লাভ করেছে।

ফোনঃ ৯১-৮০-৬৬২১৪৪৪৪, ২২৫৪৪৪৪৪, ৯৬৬৩৩৬৭২৫৩

ঠিকানাঃ 154/9, Bannerghatta Road, Opposite IIM-B, Bengaluru 560076

Manipal Hospital, Bangalore, India

আমাদের এই সেরা হাসপাতালের তালিকায় এবারের আসছে মানিপাল হাসপাতালের নাম। এখানে হাসপাতালের সাথে মেডিক্যাল কলেজও প্রতিষ্ঠিত হয়েছে।

Manipal Hospital, Bangalore, India
Manipal Hospital, Bangalore, India

শুধু তাই হয়, এই মানিপাল হাসপাতালের চিকিৎষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। নিচে এই হাসপাতালের কিছু তথ্য দেয়া হলো।

• এই মানিপাল হাসপাতালটির চিকিৎষা ব্যবস্থার প্রতিটি ধাপ আন্তর্জাতিক মান সম্পন্ন।

• এই মানিপাল হাসপাতালের অপারেশন থিয়েটার অত্যন্ত উন্নতমানের, এতে করে খুবই সফলভাবে সকল অপারেশন সম্পন্ন করা যায়।

• এখানকার অপারেশন পরবর্তী সেবার ব্যবস্থা খুবই উন্নত।

• এখানকার উন্নত ও আন্তরিক চিকিৎষা সেবার কারণে এখানে দূর দুরান্ত থেকে রোগীর চিকিৎষা নিয়ে আসে।

ফোনঃ ০৮০-২৫০২৪৪৪৪

ঠিকানাঃ 98, HAL Airport Road, Bangalore – 560 017

Apollo Hospital, Bangalore, India

এ্যাপেলো হাসপাতালটির ও সারা ভারতেই শাখা রয়েছে। ভারতের প্রায় সকল বড় শহরেই এই হাসপাতালের শাখা রয়েছে।

Apollo Hospital, Bangalore, India
Apollo Hospital, Bangalore, India

এই হাসপাতালটির ১৫০ টি শয্যা রয়েছে। এই হাসপাতালটি বিদেশী রোগীদের কাছে খুবই জনপ্রিয়। এই হাসপাতালের চিকিৎষার কিছু তথ্য নিচে দেয়া হলো।

• এই হাসপাতালে বিভিন্ন জটিল অপারেশন সফল ভাবে কোন জটিলতা ছাড়াই পরিচালিত হয়ে থাকে।

• এখানে রোবটের মাধ্যমে অপারেশন কর্মকান্ড পরিচালনা করার ব্যবস্থা রয়েছে।

• এই হাসপাতালের রোগীদের খুবই আন্তরিকভাবে পরিচর্যা করা হয়, যাতে করে খুব দ্রুত আরোগ্য লাভ করে থাকে।

ফোনঃ ১৮৬০৫০০১০৬৬

ঠিকানাঃ 21/2, 14th Cross, Jayanagar, Bangalore – 560011

Columbia Asia Hospital, Bangalore, India

কলম্বিয়া এশিয়া হাসপাতালটি ভারতের বিভিন্ন স্থানে শাখা খুলে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। এই হাসপাতালের বেঙ্গালুরু শাখায় বিভিন্ন জটিল জটিল রোগের চিকিৎষা সেবা প্রদান করা হয়ে থাকে।

Columbia Asia Hospital, Bangalore, India
Columbia Asia Hospital, Bangalore, India

এই হাসপাতালটি হৃদরোগীদের চিকিৎষার জন্য জনপ্রিয়। নিচে এই হাসপাতালের কিছু তথ্য নিয়ে আলোচনা করছি।

• কলম্বিয়া এশিয়া হাসপাতালটির বিভিন্ন বিভাগে রোগীদের উন্নত চিকিৎষা প্রদান করা হয়।

• এখানকার অপারেশন থিয়েটার ও ICU খুবই উন্নতমানের। যা রোগীর জরুরী অবস্থায় কাজে লাগে।

• এই হাসপাতালের বিভিন্ন খরচের চিকিৎষা সেবার ব্যবস্থা রয়েছে। এতে করে রোগীরা সহজেই তাদের পছন্দের সেবা নিতে পারে।

ফোনঃ ০৮০৬১৬৫৬২৬২

ঠিকানাঃ 26/4, Brigade Gateway, Beside Metro, Malleswaram West, Bangalore – 560 055

Aster CMI, Bangalore, India

এই হাসপাতালটিও ব্যঙ্গালুরের অন্যতম সেরা হাসপাতাল হিসেবে পরিচিত। এখানকার স্বাস্থ্য সেবার মান খুবই উন্নত এবং এখানে প্রায় সকল প্রকার রোগীর চিকিৎষা সেবা প্রদান করা হয়ে থাকে। নিচে এই হাসপাতালের কিছু তথ্য বর্ণনা করা হলো।

Aster CMI, Bangalore, India
Aster CMI, Bangalore, India

• এই হাসপাতালের রোগীদের সুস্থতার হার অনেক বেশি।

• এই হাসপাতালের সেবার মান ও সামাজিক দ্বায়িত্ববোধ অনেক উন্নতমানের।

• এখানে অনেক উন্নতমানের হৃদরোগ চিকিৎষার ব্যবস্থা রয়েছে।

• এই হাসপাতালের অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি খুবই উন্নতমানের ও আধুনিক সুবিধা সম্পন্ন।

ফোন: ০৮০৪৩৪২০১০০

ঠিকানাঃ 43/2, New Airport Road, NH-7, Hebbal, Bengaluru 560092

Hosmat Hospital, Bangalore, India

যে কোন প্রকার দূর্ঘটনার চিকিৎষার জন্য এই হাসপাতালটী অনেক পরিচিতি লাভ করেছে। এখানে হাড়ের সমস্যা নিয়ে আসা রোগীদের জন্য ৫০০ শয্যার ব্যবস্থা রয়েছে।

Hosmat Hospital, Bangalore, India
Hosmat Hospital, Bangalore, India

শুধু তাই নয়, এই হাসপাতালে খেলোয়াড়দের বিশেষ চিকিৎষা ব্যবস্থা ও রয়েছে। এই হাসপাতালের চিকিৎষার কিছু তথ্য নিচে দেয়া হলো।

• এই হাসপাতালে হাড়ের চিকিৎষার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

• এখানে সফলভাবে হাটুর প্রতিস্থাপন করা হয়ে থাকে।

• এই হাসপাতালটি ISO9002 সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে।

ফোনঃ 91-80-25593796, 91-80-25543797

ঠিকানা: 45 Magrath Road, Off Richmond Road, Bangalore – 560 025

St John Medical college Hospital, Bangalore, India

এই হাসপাতালটিও ব্যঙ্গালুরের অন্যতম সুনামধারী হাসপাতাল বলে স্বীকৃতি লাভ করেছে। নিচে এই হাসপাতালের চিকিৎষা বিষয়ক কিছু তথ্য বর্ণনা করা হলো।

St John Medical college Hospital, Bangalore, India
St John Medical college Hospital, Bangalore, India

• এই হাসপাতালে রোগীদের সুচিকিৎষার জন্য ১২০০ শয্যা রয়েছে।

• এই হাসপাতালটি সকল বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হয়ে থাকে।

• এখানকার নার্সদের সেবা অনেক আন্তরিক, যা রোগীর দ্রুত রোগ নিরাময়ে সহায়তা করে থাকে।

ফোনঃ  +91 080 22065000 / 5001

ঠিকানাঃ St. John’s National Academy of Health Sciences, Sarjapur Road, Bangalore – 560034, Karnataka, India.

আজ এই লেখার মাধ্যমে আজ আমরা বেঙ্গালুর শহরের ৭ টি হাসপাতালের কথা জানতে পারলাম। এতে করে অনেক রোগী এই সকল হাসপাতালে চিকিৎষা নিয়ে ব্যাধি হতে রক্ষা পেতে পারে। তাই আমাদের উচিত সবাই কে এই লেখাটি শেয়ার করা।

আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্যসেবা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top