সুচিপত্র
- ৩ বৈশাখ ১৪৩০, সোমবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ১৭ এপ্রিল ২০২৩, সোমবার
- 3 বৈশাখ 1430 তিথি পঞ্জিকা:
- ৩ বৈশাখ ১৪৩০ তারিখে অমৃতযোগ:
- ৩ বৈশাখ ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
- ৩ বৈশাখ ১৪৩০ তারিখে বিবাহ যোগ:
- ৩ বৈশাখ ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
- ৩ বৈশাখ ১৪৩০ তারিখের রাশিফল:
- বৈশাখ মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
- 3 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal Video:
- Bengali Calendar 1430
৩ বৈশাখ ১৪৩০, সোমবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ১৭ এপ্রিল ২০২৩, সোমবার
3 বৈশাখ 1430 তিথি দৈনিক পঞ্জিকা – বাংলা ক্যালেন্ডার 1430 – শুভ সময় – মুহুর্ত – রাশিফল (3 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal)
বৈশাখ মাসের ৩ তারিখ, এই দিনে কোন কোন যোগ রয়েছে, যাত্রা শুভ কিনা এবং সকল রাশির ক্ষেত্রে এই দিনটি কতটা শুভ ও অশুভ হতে পারে, চলুন তাহলে জেনে নেওয়া যাক:-
3 বৈশাখ 1430 তিথি পঞ্জিকা:
৩ বৈশাখ ১৪৩০, সোমবার (দ্বাদশী পড়ছে দুপুর ২ টো ৪৬ মিনিটে।) | |
🌄 সূর্যোদয়- ভোর ৫ টা ১৮ মিনিটে | 🌅 সূর্যাস্ত- সন্ধ্যা ৫ টা ৫৩ মিনিটে |
⛪️ ইংরেজি: | ১৭ ই এপ্রিল ২০২৩ |
🛕 ভাস্করাব্দ: | ২৭ এ চৈত্র |
🌺 অসম: | ৩ বহাগ |
☀️ বিক্রম সংবৎ: | ১২ ই বৈশাখ বদি |
🕌 ইসলামিক: | ২৫ শে রমজান |
🐚 শুভ কর্ম: | এই দিন যে শুভ কর্ম গুলি রয়েছে সে গুলি হল নৌকা যাত্রা, নৌকা চালন, বিক্রয় বাণিজ্য, ধান রোপন, ধানকাটা, কুমারী নাসিকাবেধ, গরু বিক্রয় ইত্যাদি। |
✈️ যাত্রা- এই দিন যাত্রা করা শুভ, তবে পূর্বে ও দক্ষিণে নিষেধ রয়েছে। সকাল ১১ঃ০৭ মিনিট থেকে নৈঋত অগ্নিকোনেও যাত্রা নিষেধ রয়েছে, দুপুর ২ টো ৪৩ মিনিট এর পর কোথাও যাত্রা করা শুভ নয়। বিকাল ৪:২১ মিনিট এর পরে পুনঃ যাত্রা শুভ মাত্র কিন্তু পূর্বে ও দক্ষিণে যাত্রা নিষেধ রয়েছে। রাত ১ টা ৫২ মিনিট এর পর পূর্বে যাত্রা নিষেধ রয়েছে। |
৩ বৈশাখ ১৪৩০ তারিখে অমৃতযোগ:
সকাল ৬ টা ৫৪ মিনিটের মধ্যে ও ১০ টা ১৩ মিনিট পর থেকে ১২ টা ৫০ মিনিটের মধ্যে এবং সন্ধ্যা ৬ টা ৪৩ মিনিট থেকে রাত ৯ টার মধ্যে এবং ১১ টা ১০ মিনিট থেকে ২ টো ৬ মিনিটের মধ্যে অমৃত যোগ রয়েছে।
৩ বৈশাখ ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
দুপুর ৩ টে ২৫ মিনিট থেকে ৫ টা ০৬ মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ রয়েছে।
৩ বৈশাখ ১৪৩০ তারিখে বিবাহ যোগ:
রাত ১ টা ৫০ মিনিট থেকে শেষ রাত্রি অর্থাৎ ভোর ৫ টা ৫ মিনিটের মধ্যে মকর, কুম্ভ, মিন লগ্নে সুতহিবুকযোগে বিবাহের যোগ রয়েছে।
৩ বৈশাখ ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
বিশেষ দিন হিসেবে এই দিনটি বিশ্ব হিমোফিলিয়া দিবস (১৭ই এপ্রিল ২০২৩)
৩ বৈশাখ ১৪৩০ তারিখের রাশিফল:
মেষ রাশির জাতক জাতিকাদের বিত্ত হানি ঘটতে পারে। | |
এই দিনে এই রাশির জাতক জাতিকাদের ধন নাশ হতে পারে। | |
এই দিনে এই রাশির জাতক জাতিকাদের বন্ধু বিরোধ অর্থাৎ বন্ধুদের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। | |
এই দিনটি এই রাশির মানুষদের জন্য নতুন কিছু শেখার অর্থাৎ প্রশিক্ষণ লাভ হতে পারে। | |
এই রাশির মানুষেরা কোনভাবে এই দিনে মানসিক আঘাত পেতে পারেন। | |
কন্যা রাশির জাতক জাতিকারা যদি অসুস্থ থাকেন তাহলে এই দিনে আরোগ্য লাভ করতে পারেন। | |
এমন দিনে কোন কারনে অস্থিরতা বৃদ্ধি হতে পারে। | |
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কোন কারণে ক্রোধের জন্য কোন ক্ষতি হয়ে যেতে পারে। | |
এই রাশির জাতক জাতিকাদের এই দিনে অপ্রত্যাশিত কোন প্রাপ্তি ঘটতে পারে, যা কখনোই আগে থেকে আশা করেন নি। | |
এই দিনটি তাদের জন্য ব্যয় বাহুল্য হতে পারে। | |
কপটতা এর সম্ভাবনা রয়েছে। | |
এই দিনটি তে মীন রাশির জাতক জাতিকারা অযথা চিন্তায় মগ্ন থাকতে পারেন। |
বৈশাখ মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
৩০ | ৩১ | ১ | ||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
3 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal Video:
Bengali Calendar 1430
বৈশাখ 1430 | জ্যৈষ্ঠ 1430 |
আষাঢ় 1430 | শ্রাবণ 1430 |
ভাদ্র 1430 | আশ্বিন 1430 |
কার্ত্তিক 1430 | অগ্রহায়ণ 1430 |
পৌষ 1430 | মাঘ 1430 |
ফাল্গুন 1430 | চৈত্র 1430 |