24 Aashar 1430 Tithi – Today Panjika – Rashifal | ২৪ আষাঢ় ১৪৩০ তিথি পঞ্জিকা ও রাশিফল

২৪ আষাঢ় ১৪৩০, সোমবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ১০ জুলাই ২০২৩, সোমবার

24 আষাঢ় 1430 তিথি দৈনিক পঞ্জিকা – বাংলা ক্যালেন্ডার 1430 – শুভ সময় – মুহুর্ত – রাশিফল (24 Aashar 1430 Tithi Today Panjika and Rashifal)

আমাদের প্রতিদিন কোন না কোন কাজ থাকে, যে কাজ গুলির মধ্যে অনেক সময় শুভক্ষণের উপর নির্ভর করে, তিথি নক্ষত্র সবকিছু মিলিয়ে যদি সেই কাজ সম্পন্ন করা যায়, তাহলে তার পরিণতি খুবই ভালো হয়।

সেই কারণেই পঞ্জিকার সহযোগিতা নিতে হয়। শুভযাত্রা, শুভ কাজ, শুভ বিবাহ, তার পাশাপাশি সকল রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন কাটতে চলেছে, চলুন জানা যাক।

24 আষাঢ় 1430 তিথি পঞ্জিকা:

 ২৪ আষাঢ় ১৪৩০, সোমবার
🌄 সূর্যোদয়- সকাল ৫ টা ১ মিনিট 🌅 সূর্যাস্ত- সন্ধ্যা ৬ টা ২৩ মিনিট
⛪️ ইংরেজি: ১০ ই জুলাই ২০২৩
🛕 ভাস্করাব্দ: ১৯ ই আষাঢ়
🌺 অসম: ২৪ আহার
☀️ বিক্রম সংবৎ: ৮ ই শ্রাবণ বদি
🕌 ইসলামিক: ২১ জেলহজ্জ
🐚 শুভ কর্ম্ম: গাত্রহরিদ্রা, অব্যুঢ় অন্ন, নামকরণ, দীক্ষা গ্রহণ, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, বিপন্যারম্ভ, পূন্যাহ, শান্তিস্বস্ত্যয়ন, বৃক্ষরোপণ, ধান্যচ্ছেদন ধান্যস্থাপন, কারখানা আরম্ভ, কুমারীনাসিকাবেধ, কম্পিউটার নির্মাণ ও চালন, যানবাহন ক্রয় ও বিক্রয়
✈️ যাত্রা- আজ যাত্রা শুভ। তবে পূর্বে যাত্রা নিষেধ রাত ৭ টা ৪৮ মিনিট থেকে ঈশান কোণে বায়ুকোনেও যাত্রা নিষেধ। রাত ১১ঃ২৪ মিনিট থেকে যাত্রা নেই। রাত ১২ টা ৭ মিনিট থেকে পুনঃ যাত্রা শুভ, তবে পূর্বে ও দক্ষিণে যাত্রা নিষেধ।

২৪ আষাঢ় ১৪৩০ তারিখে অমৃতযোগ:

সকাল ৮ টা ৩৬ মিনিটে থেকে ১০ঃ৩০ মিনিটের মধ্যে এবং রাত ৯ টা ১৩ মিনিট থেকে ১২ টা ৪ মিনিটের মধ্যে ও রাত ১ টা ২৯ মিনিট থেকে ২:৫৫ মিনিটের মধ্যে অমৃত যোগ রয়েছে।

২৪ আষাঢ় ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:

রাত ৩ টে ৩৭ মিনিট থেকে ৪ টে ২০ মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ আছে।

২৪ আষাঢ় ১৪৩০ তারিখে বিবাহ লগ্ন:

এই দিন বিবাহের কোনো লগ্ন নেই।

২৪ আষাঢ় ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:

  • তারাপীঠে ও কলকাতার বামাক্ষ্যাপা সংঘে সাধক প্রবর শ্রী শ্রী বামাখ্যাপার তিরোভাব উৎসব ও পূজা
  • লোকনাথ গোস্বামীর তিরোভাব তিথি

২৪ আষাঢ় ১৪৩০ তারিখে রাশিফল:

আজকের মেষরাশির রাশিফলমেষরাশি এই রাশির জাতক-জাতিকা দের আজ নৈরশ্যের সম্ভাবনা আছে।
আজকের বৃষরাশির রাশিফলবৃষরাশি এই দিনে এই রাশির জাতক জাতিকা দের ব্যবসায় প্রসার এর সম্ভাবনা আছে।
মিথুন রাশিফলমিথুনরাশি আজ চৌর্য ভয় থাকতে পারে।
আজকের কর্কটরাশির রাশিফলকর্কটরাশি এই দিন অর্থাপহরণ এর সম্ভাবনা থাকতে পারে।
আজকের সিংহরাশির রাশিফলসিংহরাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজ প্রাপ্য পাওনা আদায় হতে পারে।
আজকের কন্যারাশির রাশিফলকন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকা দের ক্ষেত্রে আজ সাধু সঙ্গে শান্তি লাভ এর সম্ভাবনা থাকতে পারে।
আজকের তুলারাশির রাশিফলতুলারাশি এই রাশির জাতক-জাতিকাদের আজ ধর্মে আসক্তি হতে পারে।
আজকের বৃশ্চিকরাশির রাশিফলবৃশ্চিকরাশি এই দিনে বিদ্যায় সাফল্য লাভ হতে পারে।
আজকের ধনুরাশির রাশিফলধনুরাশি আজ শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
মকর রাশিফলমকররাশি এই দিন সংস্থাগত পরিবর্তন এর সম্ভাবনা রয়েছে, এই রাশির জাতক জাতিকা দের।
আজকের কুম্ভরাশির রাশিফলকুম্ভরাশি আজ বিদেশ যাত্রার সম্ভাবনা থাকতে পারে।
মীন রাশিফলমীনরাশি এই দিন এই রাশির জাতক-জাতিকা দের ব্যাঘাত যোগ রয়েছে।

আষাঢ় মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
৩০ ৩১
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯

Bengali Calendar 1430

বৈশাখ 1430 জ্যৈষ্ঠ 1430
আষাঢ় 1430 শ্রাবণ 1430
ভাদ্র 1430 আশ্বিন 1430
কার্ত্তিক 1430 অগ্রহায়ণ 1430
পৌষ 1430 মাঘ 1430
ফাল্গুন 1430 চৈত্র 1430

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top