২০২২ সরস্বতী পূজা তারিখ এবং সময়, ২০২২ বাংলা ক্যালেন্ডার অনুসারে সরস্বতী পূজা কখন হবে জেনে নিন। ২০২২ সরস্বতী পূজা ক্যালেন্ডার। ২০২২ বাংলা উৎসবের তারিখ ও সময়। ২০২২ বাংলা ক্যালেন্ডার।
এই বছরের সরস্বতী পূজার তারিখ ও সময় :
৫ ফেব্রুয়ারী ২০২২
শনিবার
সরস্বতী পূজা বাঙালীদের একটি বার্ষিক জনপ্রিয় উৎসব। সরস্বতী পূজা সাধারণত ছাত্র-ছাত্রীদের উৎসব। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাস অর্থাৎ জানুয়ারী বা ফেব্রুয়ারী মাসে পালিত হয়।
সরস্বতী শিক্ষা ও সঙ্গীতের দেবী।সরস্বতী পূজা স্কুল, কলেজ, ক্লাব, ও লাইব্রেরি প্রভৃতি স্থানে বিশেষ ভাবে পালন করা হয়। সরস্বতী পূজা বসন্তকালে পালিত হয় বলে ইহা বসন্ত পঞ্চমী নামেও বিশেষ পরিচিত।
এই দিন সকল ছাত্র-ছাত্রীরা স্কুল বা কলেজে সরস্বতী দেবীর অঞ্জলী দেয় এবং শিশুদের এইদিন সরস্বতী দেবীর সামনে হাতে খড়ি হয়ে পড়াশুনা শুরু করে এবং সন্ধ্যায় সমস্ত স্কুল বা কলেজে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজিত করে।