
২০২২ রাম নবমী পূজা তারিখ এবং দিন, ২০২২ বাংলা ক্যালেন্ডার অনুসারে রাম নবমী পূজা কখন হবে জেনে নিন। ২০২২ রাম নবমী পূজা উৎসব ক্যালেন্ডার। ২০২২ বাংলা উৎসবের তারিখ ও সময়।
এই বছরের রাম নবমী পূজার তারিখ ও সময় :
১০ এপ্রিল ২০২২
রবিবার
রাম নবমী একটি হিন্দু বাঙালী উৎসব।বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের শুক্লা পক্ষের নবম দিনে এটি পালিত হয়। এটি একটি বসন্ত উৎসব। ভগবান বিষ্ণুর দশাবতার এক অবতার হলেন রাম। রাম নবমী রামের জন্মদিন হিসাবেও পালন করা হয়। কোন কোন স্থানে রাম নবমী নয় দিনের জন্য মানা হয় অর্থাৎ নবরাত্রি হিসাবে পালন করা হয়। রাম নবমী উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান ও মেলা আয়োজিত হয়।