2022 Kartik Puja Date & Time in Kolkata West Bengal

West Bengal Kartik Puja Date & Time in India, Kolkata Kartik Puja Bengali Calendar
২০২২ কার্তিক পূজা তারিখ এবং সময়, ২০২২ বাংলা ক্যালেন্ডার অনুসারে কার্তিক পূজা কখন হবে জেনে নিন। ২০২২ কার্তিক পূজা ক্যালেন্ডার। ২০২২ বাংলা উৎসবের তারিখ ও সময়। ২০২২ বাংলা ক্যালেন্ডার।

এই বছরের কার্তিক পূজার  তারিখ ও সময় : 

১৬ নভেম্বর ২০২২
বুধবার

কার্তিক পূজা হিন্দু বাঙালিদের একটি জনপ্রিয় উৎসব। কার্তিক শিব ও দুর্গার সন্তান। তিনি হিন্দু যুদ্ধদেবতা।পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া-বাঁশবেড়িয়া কাটোয়া অঞ্চলের কার্তিক পূজা বিশেষ প্রসিদ্ধ। যুদ্ধাস্ত্র হিসেবে কার্ত্তিকের হাতে তীর, ধনুক ও বল্লম দেখা যায়। কার্তিক মাসের সংক্রান্তিতে কার্ত্তিক পূজার আয়োজন করা হয়। কার্ত্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সন্তান-সন্তুতি প্রার্থনা করে থাকেন।কার্ত্তিক দেবতাদের সেনাপতি। তিনি অসীম শক্তিধর দেবতা। এজন্য তাঁকে রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়্।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top