২০২২ দীপাবলি পূজা তারিখ এবং সময়, ২০২২ বাংলা ক্যালেন্ডার অনুসারে দীপাবলি পূজা কখন হবে জেনে নিন। ২০২২ দীপাবলি পূজা ক্যালেন্ডার। ২০২২ বাংলা উৎসবের তারিখ ও সময়। ২০২২ বাংলা ক্যালেন্ডার।
এই বছরের দীপাবলি পূজার তারিখ ও সময় :
২৪ অক্টোবর ২০২২
সোমবার
দীপাবলি পূজা হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ পূজা। আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরাস অথবা ধনত্রয়োদশী অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়। এই দিনটিতে পূর্বভারত বাদে সম্পূর্ণ ভারতবর্ষে লক্ষ্মী-গণেশের পূজা করা হয়।”দীপাবলি” শব্দটির অর্থ হল “প্রদীপের সমষ্টি”। এই দিন হিন্দুরা ঘরে ঘরে ছোটো মাটির প্রদীপ জ্বালিয়ে সুসজ্জিত করে।