জমি পরিমাপ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকারে হয়ে থাকে। যেমন পুরো ভারতেই হেক্টর, একর, মিটার, স্কয়ার ফিট, স্কয়ার মিটার সহ নানা পদ্ধতিতে জমি মাপা হয়ে থাকে। শুধু তাই নয়, উত্তর ভারতে জমি মাপার একক হিসেবে বিঘা, মারলা ব্যবহার করা হয়ে থাকে, অন্যদিকে দক্ষিন ভারতে জমি মাপার জন্য ব্যবহার করার হয়ে থাকে সেন্ট, গুন্তা, গ্রাউন্ড ইত্যাদি।
এমনকি অনেক সময় দেখা যায় যে, একই এককের মাপ এক এক রাজ্যে এক এক প্রকার। তাই অনেক সময় জমি মাপার একক নিয়ে আমরা দ্বিধায় পড়ি। এই জমি মাপার একক নিয়ে জটিলতা এড়াতে সাধারনত সারা দেশে একই একক, একই মাপ ব্যবহার করার কথা বলা হয়ে থাকে।
ভারতের বহুল ব্যবহৃত কিছু জমি মাপার এককের তালিকা
মাপের একক |
এলাকার আয়তন |
১ স্কয়ার ফিট |
১৪৪ স্কয়ার ইঞ্চি |
১ স্কয়ার সেন্টি মিটার |
০.০০১০৭৬৩৯ স্কয়ার ফিট |
১ স্কয়ার কিলমিটার |
২৪৭ একর |
১ স্কয়ার মাইল |
৬৪০ একর |
১ স্কয়ার গজ |
৯ স্কয়ার ফিট |
১ একর |
৪৮৪০ স্কয়ার গজ |
১ হেক্টর |
১০০০০ স্কয়ার মিটার |
উত্তর ভারতে জমির মাপের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়ে থাকে
একক |
কোন এলাকায় ব্যবহার হয় |
আয়তন |
১ বিঘা-পুচ্চা |
Bihar, UP and Panjab |
৩০২৫ স্কয়ার গজ |
১ বিঘা |
Himachol |
৯৬৮ স্কয়ার গজ |
১ বিঘা-কাছা |
পাঞ্জাব, হরিয়ানা |
১০০৮ স্কয়ার গজ |
১ কিল্লা |
হরিয়ানা ও পাঞ্জাবের কিছু অংশ |
৪৮৪০ স্কয়ার ফিট |
১ লেনাল |
হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল |
৫৪৪৫ স্কয়ার ফিট |
পূর্ব ভারতে জমির মাপের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়ে থাকে
একক |
কোন এলাকায় ব্যবহার হয় |
আয়তন |
১ বিঘা-পুচ্চা |
Bihar, UP and Panjab |
৩০২৫ স্কয়ার গজ |
১ বিঘা |
Himachal |
৯৬৮ স্কয়ার গজ |
১ বিঘা-কাছা |
পাঞ্জাব, হরিয়ানা |
১০০৮ স্কয়ার গজ |
১ কিল্লা |
হরিয়ানা ও পাঞ্জাবের কিছু অংশ |
৪৮৪০ স্কয়ার ফিট |
১ লেনাল |
হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল |
৫৪৪৫ স্কয়ার ফিট |
মধ্য ভারতে জমির মাপের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়ে থাকে
একক |
এলাকা |
আয়তন |
১ ছাতাক |
পশ্চিমবঙ্গ |
১৮০ স্কয়ার ফিট |
১ ডেসিমেল |
পশ্চিমবঙ্গ |
৪৮.৪ স্কয়ার গজ |
১ ধুর |
বিহার, ঝারকান্ধ |
৬৮ স্কয়ার ফিট |
১ ধুর |
ত্রিপুরা |
৩.৬ স্কয়ার ফিট |
১ কাঠা |
আসাম |
২৮৮০ স্কয়ার ফিট |
১ কাঠা |
বাংলা |
৭২০ স্কয়ার ফিট |
১ কাঠা |
বিহার |
১৩৬১.২৫ স্কয়ার ফিট |
১ লেছা |
আসাম |
১৪৪ স্কয়ার ফিট |
দক্ষিন ভারতে জমির মাপের ক্ষেত্রে কি কি ব্যবহার করা হয়ে থাকে
একক |
এলাকা |
আয়তন |
১ আঙ্কানাম |
অন্ধ্র প্রদেশ এবং কার্নাটাক |
৭২ স্কয়ার ফিট |
১ সেন্ট |
তামিল নাড়ু, কেরেলা, কার্নাটাক |
৪৩৫ স্কয়ার ফিট |
১ গ্রাউন্ড |
তামিল নাড়ুর কিছু অংশ |
২৪০০ স্কয়ার ফিট |
১ গুনতা |
অন্ধ্র প্রদেশ ও কার্নাটাক |
১০৮৯ স্কয়ার ফিট |
১ কুঞ্চাম |
অন্ধ্র প্রদেশ |
৪৮৪ স্কয়ার গজ |
No comments:
Post a Comment