Join Bangla Bhumi Telegram Channel আমাদের Telegram Channel জয়েন করুন

Jai Johar Bandhu Scheme কি? কিভাবে আবেদন করতে হয় ? সব কিছু এখানে


Jai Johar Bandhu Scheme West Bengal - Apply
Jai Johar Bandhu Scheme West Bengal - Apply


সম্প্রতি, পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থমন্ত্রী এই অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন। এই বাজেটে নববর্ষের উপহার হিসেবে Jai Johar Bandhu Scheme সহ বহু নতুন প্রকল্প চালু করেছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই নিবন্ধে, আমরা আমাদের পাঠকদের সাথে ২০২০ সালের পশ্চিমবঙ্গের বাজেটের গুরুত্বপূর্ণ Jai Johar Bandhu Prakalpa Scheme তথ্যগুলো তুলে ধরব।Jai Johar Bandhu Scheme সম্পর্কে বিস্তারিত তথ্যঃ

প্রকল্পের নাম  

Jai Johar Bandhu Scheme

প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান

পশ্চিম বাংলার রাজ্যসভা

কারা উপযুক্ত 

সুবিধাবঞ্চিত বয়স্ক এবং উপজাতি গোষ্ঠীর মানুষজন

অঞ্চল

পশ্চিম বাংলা 

প্রকল্পের ঘোষণা

10 ই ফেব্রুয়ারি 2020

আবেদনের শেষ সময়

বলা হয় নি

ন্যূনতম বয়স সীমা 

60 বা তার বছরের বেশি

পরিবারের বার্ষিক আয় 

1লাখের কম

আবেদন প্রক্রিয়া 

অফলাইন বা অনলাইন

যোগাযোগের ঠিকানা

জানানো হবে

ফোন নাম্বার 

জানানো হবে

ইমেইল আইডি 

জানানো হবে


আরো পড়ুন: সম্পত্তির পৈতৃক ও উত্তরাধিকার আইন সম্পর্কে সমস্ত কিছু জানুন

10 ই ফেব্রুয়ারি 2020 অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট ঘোষণা করেন। এতে রাজ্যের বয়স্ক মানুষের কথা মাথায় রেখে সরকার ‘Jai Johar Bandhu Prakalpa Scheme নামের একটি প্রকল্প গ্রহণ ঘোষণা করছে। এই প্রকল্পে 60 বছরের বেশি বয়সের বৃদ্ধ, যাঁরা অন্য কোনও প্রকার ভাতা পান না, তাঁদের প্রতি মাসে 1 হাজার টাকা করে বার্ধক্যভাতা দেওয়া হবে। 


অর্থমন্ত্রীর ঘোষণা অনু্যায়ী এই প্রকল্পের আওতায় আনুমানিক 21 লক্ষ মানুষ উপকৃত হবেন। এই প্রকল্পের ব্যয়বাবদ বরাদ্দ করা হচ্ছে 2হাজার 500 কোটি টাকা। Jai Johar হলো রাজ্যের তফসিল উপজাতি সম্প্রদায়ের লোকদের জন্য একটি পরিকল্পনা । অন্যদিকে  Bandhu Prakalpa হলো তফসিলভুক্ত বর্ণ সম্প্রদায়ের জন্য। এই প্রকল্পের আওতায় সরকার সুবিধাবঞ্চিতদের পেনশন সুবিধা প্রদান করতে যাচ্ছে। পছন্দসই প্রার্থীরা অনলাইনে  বা অফলাইন যেকোন মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।Jai Johar Bandhu Scheme আবেদন করার যোগ্যতা:

আপনি যদি Jai Johar Bandhu Prakalpa Scheme এর জন্য আবেদন করতে চান, আপনাকে কিছু শর্ত মেনে চলে হবে। এগুলো হলোঃ

১) আবেদনকারীর বয়স অবশ্যই 60 বা তার বেশি বছরের হতে হবে।

২) আবেদনকারীকে অন্য কোনও পেনশন প্রকল্পের সুবিধা গ্রহণ করা উচিত নয়।

৩) আবেদনকারীর পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়া উচিত।

৪) আবেদনকারীদের অবশ্যই তফসিলি বর্ণ অথবা উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।Jai Johar Bandhu Scheme জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

এই স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র থাকা লাগবেঃ

১) আধার কার্ড

২) স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, (বিদ্যুতের বিল, পানির বিল, বাসা ভাড়ার কাগজ, ইত্যাদি) 

৩) বয়স সনদ

৪) ব্যাংক অ্যাকাউন্ট বিস্তারিত 

৫) সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি

৬) কাস্ট প্রমানপত্র বা উপজাতির প্রমানপত্রJai Johar Bandhu Scheme জন্য কিভাবে আবেদন করবেন?

সরকার এখনো Jai Johar Bandhu Prakalpa Scheme সম্পর্কে পূর্ণ তথ্যবিবরণি প্রকাশ করেনি। শীঘ্রই এই সম্পর্কে নোটিশ দেওয়া হবে। আপাতত যতটুকু জানা সম্ভব হয়েছে যে এই প্রকল্পের জন্য অনলাইন বা অফলাইনে উভয় উপায়েই আবেদন করা যাবে।  অতি দ্রুতই অফিসিয়াল ওয়েবসাইট খুলে দেওয়া হবে।আবেদন করতে হলে নিচের ধাপগুলো মেনে চলা লাগবেঃ

১) সবার আগে রাজ্যের যেই অফিসিয়াল ওয়েবসাইট দিবে, তার হোমপেইজে যাবেন।

২) Jai Johar Bandhu Prakalpa লেখা বোতামে ক্লিক করবেন। নতুন একটা লিংক চালু হবে। 

৩) সেখানে অনলাইন ফর্ম দেওয়া থাকবে। যেসব তথ্য চাওয়া হইছে, সেই হিসাবে আবেদন ফর্মের বিবরণ পূরণ করতে হবে।

৪) প্রয়োজন হলে পূর্ব বর্ণিত ফর্ম্যাট এবং আকারে উপরের তালিকাভুক্ত ফাইলগুলি বা কোনও অতিরিক্ত নথি আপলোড বা সংযুক্ত করে দিতে হবে।

৫) আপনি যে তথ্যগুলো ফর্মটিতে লিখেছেন বা  আপলোড করেছেন,  তা পুনরায় চোখ বুলাতে ভুলবেন না।

৬) আবেদন ফর্ম জমা দিন এবং অবশ্যই আপনার সাথে একটি ফটোকপি সংরক্ষণ করবেন। 


আরো পড়ুন: পশ্চিমবঙ্গের খতিয়ান ও জমির রেকর্ড সম্পর্কে সমস্তকিছু জেনে নিন


Jai Johar Bandhu Scheme থেকে যেসব সুবিধা:

সম্প্রতি পশ্চিমবঙ্গের বাজেটে যে প্রকল্পটি ছিল তাতে নিম্নলিখিত প্রণোদনা প্রদান করা হবে: 

১) Jai Johar স্কিমে, উপকৃতদের প্রতি মাসে পেনশন হিসাবে 1000 টাকা সরবরাহ করা হবে।

২) Bandhu Prakalpa স্কিমে উপকৃতদের প্রতি মাসে পেনশন হিসাবে 1000 টাকা প্রদান করা হবে।

৩) আগামী ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের জন্য রাজ্য সরকার চা বাগানগুলিতে কৃষি আয়কর মওকুফ করারও প্রস্তাব করেছে।

৪) শীঘ্রই গ্রাহকদের ত্রৈমাসিক 75 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা হবে।এখানে Jai Johar Bandhu Scheme -এর বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো, যা সকলের অনেক উপকারে আসতে পারে। আমাদের লেখাটি অবশ্যই শেয়ার করবেন, যাতে করে বাকিরাও এটা নিয়ে জানতে পারে। এমন আরো অনেক কিছু জানতে চোখ রাখুন আমাদের পেইজে। আমাদের লেখা নিয়ে আপনার যে কোন মন্তব্য করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আপনার মন্তব্য আমরা সাদরে গ্রহন করবো। 


No comments:

Post a Comment