সম্পত্তির উত্তরাধিকার নিয়ে অনেক কথাই আমরা জানি। অনেক কথাই আমরা আলোচনা করে থাকি। কিন্তু কোন ব্যক্তির দ্বিতীয় স্ত্রী এবং তার সন্তানদের সম্পত্তিতে উত্তরাধিকার অধিকার পাবে কিনা তা নিয়ে আমাদের অনেকের মনেই সন্দেহ রয়েছে। আমাদের সমাজের অনেক ব্যাক্তিই জীবনের নানা ধাপে গিয়ে দ্বিতীয় বিবাহ করে থাকে। প্রথম স্ত্রীর মতই দ্বিতীয় স্ত্রীর সেই সংসারে সন্তান জন্ম নেয়।
ঐ ব্যক্তির মৃত্যুর পর সবার মনেই প্রশ্ন এসে দাড়ায় যে, দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানরা কি সম্পত্তির উত্তরাধিকার পাবে ? এই প্রশ্নের উত্তর না জানার ফলে অনেক সময় পরিবারে অনেক জটিলতার সৃষ্টি হয়ে থাকে। তাই আমাদের সবারই এই প্রশ্নের উত্তর জানা উচিত যে, কোন ব্যক্তির মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী এবং ঐ স্ত্রীর সন্তানরা কি উত্তরাধিকার অধিকার পাবে কিনা।
আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিতভাবে আপনাদের সাথে জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এর মাঝে একটি বড় আলোচনার বিষয়বস্তু হলো, সম্পত্তির উত্তরাধিকার আইন। আমাদের সাইটে ইতিমধ্যে সম্পত্তির উত্তরাধিকার আইন নিয়ে অনেক আলোচনা হয়েছে, এর ফলে আপনারা সম্পত্তির উত্তরাধিকার নিয়ে ভারতীয় আইনের নানা বিষয় জানতে পেরেছেন।
আরো পড়ুন: পৈতৃক সম্পত্তি অধিকার আইন সম্পর্কে সমস্ত কিছু জেনে নিন
এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে ভারতীয় উত্তরাধিকার আইনে দ্বিতীয় স্ত্রীর এবং তার সন্তানদের অধিকার নিয়ে আলোচনা করবো, এতে করে আপনারা সবাই দ্বিতীয় স্ত্রী এবং তার সন্তানদের অধিকার সম্পর্কে জানতে পারবেন। আসুন দেখে নিই ভারতীয় আইনে এই বিষয়ে কি বলা আছে।
ভারতীয় হিন্দু উত্তরাধিকার আইন ২০০৫
সম্পত্তির উত্তরাধিকার নিয়ে ভারতীয় উত্তরাধিকার আইন, ২০০৫ এ বলা আছে, কোন ব্যক্তি মারা গেলে তার প্রথম স্ত্রী ও তার সন্তানদের মতই দ্বিতীয় স্ত্রীর সন্তানরাও সমান উত্তরাধিকার সম্পত্তি লাভ করবে। এই আইন ঐ ব্যক্তির নিজের অর্জিত সম্পত্তি এবং পৈত্তিক সূত্রে পাওয়া সম্পত্তি উভয় সম্পত্তির জন্য কার্যকর হবে। তবে এখানে উল্লেখ্য যে, পিতা যদি মৃত্যুর আগেই কাউকে উইল (Will) করে তার সম্পত্তি অন্য কাউকে লিখিতভাবে দিয়ে যায়, তাহলে অন্যরা সন্তান হলেও উত্তরাধিকার আইনে সম্পত্তির মালিক হতে পারবেন না।
আইন অনুযায়ী কে কে সম্পত্তির উত্তরাধিকার হবেন?
ভারতীয় উত্তরাধিকার আইনে কোন ব্যাক্তি মারা গেলে তার প্রথম শ্রেনীর উত্তরাধিকারগন প্রথমেই সম্পত্তির মালিকানা পাবেন। আসুন দেখে নিই, এই ব্যপারে আইনে কি বলা আছে।
প্রথম শ্রেনীর উত্তরাধিকারগন কারা?
নিচে ভারতীয় হিন্দু উত্তরাধিকার আইনে প্রথম শ্রেনীর উত্তরাধিকারের তালিকা দেয়া হলো।
• পুত্র
• কন্যা
• বিধবা-স্ত্রী
• মা
• পূর্বেই মারা যাওয়া ছেলের সন্তান
• পূর্বেই মারা যাওয়া ছেলের বিধবা স্ত্রী।
২য় শ্রেনীর উত্তরাধিকার কারা ?
যদি কোন কারনে মৃত ব্যাক্তির কোন প্রথম শ্রেনীর উত্তরাধিকার পাওয়া না যায় বা জীবিত না থাকে, তবে তবে ভারতীয় আইন অনুযায় ২য় শ্রেনীর উত্তরাধিকারগন ঐ সম্পত্তির মালিকানা লাভ করবে। আসুন দেখে নিই, ২য় শ্রেনীর উত্তরাধিকার কারা।
• বাবা
• বাবার বাবা
• সন্তানের সন্তান
• ভাইয়ের সন্তান
• বোনের সন্তান
• বাবার ভাই
• বাবার বোন
• মায়ের ভাই মায়ের বোন
• বাবার মা
• মায়ের মা
• মায়ের বাবা
তাই আজ আমরা এই সকল সম্পত্তি আইন থেকে বলতে পারি যে, কোন ব্যক্তি মারা গেলে তার মৃত্যুর পর যদি ২ স্ত্রী থাকে তবে উভয় স্ত্রীই এবং উভয় স্ত্রীর সন্তান সন্তানগনই আইনীভাবে সম্পত্তিতে সমান উত্তরাধিকার অধিকার লাভ করবে। তাই তার দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানগনও সম্পত্তির উত্তরাধিকার লাভ করবে। সেই সাথে এই উত্তরাধিকারের অংশ ঐ ব্যক্তির প্রথম স্ত্রী ও তার সন্তানদের অংশের সমান হয়ে থাকে।
আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের পেজে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে জমি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
আরো পড়ুন: ভূমি উত্তরাধিকার আইন সম্পর্কে সকল কিছু জেনে নিন
জমি নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।
বিভিন্ন রকমের Invesments, Insurance, Loan, LIC Policy, Mutual Funds ইত্যাদি Financial ব্যাপারে বাংলাতে জানার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এখানে পাবেন এই সকল বিষয়ে দুর্দান্ত গাইড যা আপনাকে আপনার টাকা সুরক্ষিত ভাবে বিনিয়োগ এবং অন্যান্য ব্যাপারে সাহায্য করবে। আপনাদের যে কোন পরামর্শ, প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।
No comments:
Post a Comment