ভারতীয় সরকার ইতিমধ্যে বহুল প্রতীক্ষিত ইন্দিরা গান্ধী আবাস যোজনা প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। এটি ভারতের Ministry of Rural Department এর পরিচালনায় প্রকাশিত হয়েছে। এই ইন্দিরা গান্ধী আবাস যোজনার মাধ্যমে ভারতের সুবিধাবঞ্চিত নিম্নবর্ণের মানুষ ও দরিদ্রসীমার নিচে বসবাসকারী জনগনকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে।
আসুন একনজর দেখে নিই ইন্দিরা গান্ধী আবাস যোজনার কিছু বিষয়
প্রকল্পের নাম | ইন্দিরা গান্ধী আবাস যোজনা ২০২০-২১ |
Department | District Rural Development Authority |
ঘোষনাকারী | কেন্দ্রীয় সরকার |
সুবিধাভোগী | দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগন |
মূল সুবিধা | বাড়ি নির্মাণ |
প্রকল্পের উদ্দেশ্য | দরিদ্র জনগনকে বাড়ি নির্মাণে সহায়তা করা। |
রাজ্যসমুহ | ভারতের সকল রাজ্য |
অফিসিয়াল সাইট |
ইন্দিরা গান্ধী আবাস যোজনার সুবিধা কি?
এই প্রকল্পের মাধ্যমে ভারতের দরিদ্র জনগনকে বাড়ি নির্মাণের জন্য অর্থ বরাদ্ধ দেয়া হবে। এই বরাদ্ধ ক্ষেত্র বিশেষে আলাদা। নিচে আলাদা আলাদা অবস্থানের জন্য আলাদা সুবিধার কথা জানানো হচ্ছে।
১) সমতল ভূমির জন্য ১,২০,০০০ টাকা
২) পাহাড়ী এলাকার জন্য ১,৩০,০০০ টাকা।
৩) সুবিধাভোগী প্রায় ৭০,০০০ টাকার আর্থিক ঋন ও নিতে পারবেন।
কিভাবে ইন্দিরা গান্ধী আবাস যোজনা ২০২০-২১ এর তালিকা দেখতে পাবো?
আসুন দেখে নিই কি কি প্রক্রিয়ায় ইন্দিরা গান্ধী আবাস যোজনা ২০২০-২১ এর তালিকা পাওয়া যাবে।
ধাপ ১- ইন্দিরা গান্ধী আবাস যোজনা ২০২০-২১ এর অফিসিয়াল ওয়েবসাইট pmayg.nic.in. এ প্রবেশ করুন।
ধাপ ২- মেনুবারের Stockholders ড্রপডাউনে ক্লিক করুন।
ধাপ ৩- IAY LIst / PMAYG Beneficiary এ ক্লিক করুন।
ধাপ ৪- নতুন পেজ এলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করুন।
ধাপ ৫- আপনার রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে আপনি Advance Search Option এ ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে আপনার নাম আছে কিনা চেক করে দেখতে পারেন।
এভাবেই আপনি খুব সহজেই ইন্দিরা গান্ধী আবাস যোজনা তালিকা ২০২০-২১ এর সুবিধা প্রাপ্তদের তালিকা পেতে পারেন।
আজ আমরা ইন্দিরা গান্ধী আবাস যোজনা তালিকা ২০২০-২১ কিভাবে দেখতে পাওয়া যায় তার তথ্য জানতে পারলাম। এর ফলে আপনারা ইন্দিরা গান্ধী আবাস যোজনা তালিকা ২০২০-২১ সংক্রান্ত তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে ভারত সরকারের বিভিন্ন যোজনা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
আরো পড়ুন: মৌজা দিয়ে জমি তথ্য কিভাবে বের করবেন?
ভারত সরকারের বিভিন্ন যোজনা নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।
বিভিন্ন রকমের Invesments, Insurance, Loan, LIC Policy, Mutual Funds ইত্যাদি Financial ব্যাপারে বাংলাতে জানার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এখানে পাবেন এই সকল বিষয়ে দুর্দান্ত গাইড যা আপনাকে আপনার টাকা সুরক্ষিত ভাবে বিনিয়োগ এবং অন্যান্য ব্যাপারে সাহায্য করবে। আপনাদের যে কোন পরামর্শ, প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।
No comments:
Post a Comment