আমরা অনেকি Karma Sathi Prakalpa Scheme-এর কথা শুনেছি। আজ আমরা আপনাদের সাথে Karma Sathi Prakalpa Scheme নিয়ে আলোচনা করবো। জানার চেষ্টা করবো এই Karma Sathi Prakalpa Scheme এর সুবিধা গ্রহন করতে কি কি কাগজপত্র দরকার হয়, Karma Sathi Prakalpa Scheme-এর জন্য কিভাবে আবেদন করতে হয়। আসুন দেখে নি কি আছে এই প্রকল্পে।
Karma Sathi Prakalpa Scheme কি?
Karma Sathi Prakalpa Scheme পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ। এই প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্যে বেকার যুবকদের আর্থিকভাবে সহায়তা করা। আর্থিক সহায়তা পেলে পশ্চিমবঙ্গের বেকার যুবকরা ব্যবসা করার জন্য উদ্যোগ গ্রহন করবে এবং সচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। এজন্য বেকার যুবকদের ব্যবসা শুরু করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে এবং তার ব্যবসায়ীক প্রকল্প বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করবে।
Karma Sathi Prakalpa Scheme-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
আসুন নিচে দেখে নি Karma Sathi Prakalpa Scheme-এর কিছু গুরুত্বপূর্ন তথ্য।
বিষয় | বিবরণ |
---|---|
প্রকল্পেরনাম | Karma Sathi Prakalpa Scheme |
প্রকল্পেরপরিচালনাকারী | পশ্চিমবঙ্গ সরকার |
প্রকল্পেরলক্ষ্য | বেকার যুবকদের ঋণ সহায়তা দেয়া |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
আবেদনেরধরন | অনলাইন এবং অফলাইন |
সুবিধা | সহজ শর্তে ঋণ প্রদান |
ওয়েবসাইট | wb.gov.in |
ঋনেরপরিমাণ | সর্বোচ্চ ২ লক্ষটাকা |
মোটবাজেট | ৫০০ কোটি টাকা |
প্রকল্পতদারকিকারী | West Bengal State Cooperation Department |
Karma Sathi Prakalpa Scheme-এর কিছু বৈশিষ্ট্যঃ
১) প্রকল্পের মূল উদ্দেশ্য- এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের বেকার যুবকদের ঋণ সহায়তা দিয়ে আত্বকর্মসংস্থানে সহায়তা করা। যাতে করে রাজ্যে বেকারত্বের হার কমে যায়।
২) প্রকল্পের সুবিধাভোগী- পশ্চিমবঙ্গের বেকার যুবকরাই এই প্রকল্পের সুবিধাভোগী শ্রেনী।
৩) সুবিধাভোগীর সংখ্যা- পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য আগামী ৩ বছরে সর্বমোট ৩ লক্ষ বেকার যুবককে এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে।
৪) কত টাকা পর্যন্ত ঋণ সুবিধা- এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেয়া হয়ে থাকে।
৫) সর্বমোট বাজেট- এই প্রকল্পের বাজেট ৫০০ কোটি টাকা।
৬) কোন ব্যাংকের মাধ্যমে ঋণ- এই প্রকল্পের ঋণ কো অপারেটিভ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। বার্ষিক ১ লক্ষ যুবককে এই ঋণ দেয়ার পরিকল্পনা রয়েছে।
Karma Sathi Prakalpa Scheme-এর জন্য আবেদনের যোগ্যতাঃ
আসুন দেখে নি এই Karma Sathi Prakalpa Scheme-এর জন্য আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন হয়।
১) আবেদনকারীকে অবশ্যই এই রাজ্যের বাসিন্দা হতে হবে। অন্য রাজ্যে কোন বেকার যুবক এই প্রকল্পের আওতাধীন হবে না।
২) আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে, অন্যথায় এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে না।
৩) আবেদনকারীর বয়স অবশ্যই প্রকল্প নির্ধারিত বয়সের সীমায় থাকতে হবে।
৪) আবেদনকারীকে তার পরিচয় প্রমান করতে হবে।
Karma Sathi Prakalpa Scheme-এর জন্য কি কি কাগজপত্র দরকার হয়ঃ
আসুন জেনে নি Karma Sathi Prakalpa Scheme-এর জন্য কি কি কাগজপত্র জমা দিতে হয়।
১) আয়ের প্রমাণপত্র
২) নিজের পরিচয়পত্র (আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড ইত্যাদি)
৩) বাসস্থানের প্রমাণপত্র
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
Karma Sathi Prakalpa Scheme-এর সুবিধা সমুহঃ
আসুন জেনে নি Karma Sathi Prakalpa Scheme-এর সুবিধা কি কি।
১) এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের বেকার যুবকরা পেয়ে থাকে।
২) বেকার যুবককে তার ব্যবসা পরিচালনা করার জন্য ২,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেয়া হয়।
৩) এই প্রকল্পের আওতায় প্রতিবছর ১ লক্ষ যুবককে ঋণ দেয়া হয়।
৪) এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার ৫০০ কোটি টাকা বরাদ্ধ রেখেছে।
Karma Sathi Prakalpa Scheme-এর জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয়ঃ
এই Karma Sathi Prakalpa Scheme-এর জন্য অনলাইনে আবেদন করতে হয়। এই প্রকলের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যায়। এই আবেদনপত্র সঠিকভাবে পূরন করে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়।
ডাউনলোড Karma Sathi Prakalpa Scheme মোবাইল Apps:
এই প্রকল্পের হালনাগাদ তথ্য জানতে Karma Sathi Prakalpa Scheme mobile apps ডাউনলোড করুন। এতে করে এই প্রকল্পের সর্বশেষ তথ্য জানতে পারবেন।
আরো পড়ুন: পশ্চিমবঙ্গের সমস্ত স্কলারশিপ সম্পর্কে বাংলা তে জেনে নিন
আজ আমরা Karma Sathi Prakalpa Scheme নিয়ে বিস্তারিত জানতে পারলাম। পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ সরকারের আরো প্রকল্প নিয়ে জানতে আমাদের সাইটের অন্য লেখাগুলিতে চোখ রাখুন। আমাদের লেখা নিয়ে আপনাদের কোন পরামর্শ থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে বা আমাদের ফেসবুক পেজে জানান। আমরা আপনার মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
No comments:
Post a Comment