
১. প্রথম স্টেপ : প্রথমে youtube.com ওয়েবসাইটটি খুলে নিন এবং পেজের উপরে ডানদিকে SIGN IN বটনে ক্লিক করে নিজের Gmail Account দিয়ে Login করে নিন। এখানে শুধুমাত্র আপনার "জিমেল" এবং "পাসওয়ার্ড" দিয়ে লগইন করে নিন।
২. দ্বিতীয় স্টেপ : Youtube-এ লগইন করার পর যেই পেজটি খুলবে তার উপরে ডানদিকে আপনার একাউন্টটি দেখতে পাবেন সেখানে ক্লিক করলে একটি লিস্ট খুলবে সেই লিস্টে "Create a channel" অপশনটি দেখতে পাবেন এখন থেকেই নতুন Youtube Channel তৈরী করতে পারবেন।
Youtube Channel তৈরী হবার পর ভিডিও উপলোড করতে পারবেন। আপলোড করার জন্য "SELECT FILE" বটনে ক্লিক করতে হবে অথবা ভিডিওটি ড্রেগ করে এই পেজে নিয়ে এলে ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। চ্যানেলের একাউন্ট সেটিংএর মধ্যে "Virify Channel"-এ গিয়ে Channelটি verify করে নেওয়া দরকার যার ফলে "Custom Thumbnil" এবং অন্নান্য অপশন গুলি খুলে যাবে।
Youtube-এ ভিডিও আপলোড. করার আগে youtube-এর পলিসি সম্মন্ধে জেনে নেবেন কারণ যদি ভুল করে Copyright জিনিস বা এমন ভিডিও আপলোড করে দেওয়া হয় যা Youtube-এর পলিসির হিসাবে ঠিক না হয় তাহলে Youtube Channel বন্ধ হয়ে যেতে পারে।
Youtube থেকে কিভাবে টাকা কমাবেন ? কিভাবে Channel বন্ধ হওয়ার থেকে কিভাবে বেঁচে থাকবেন ? এবং এই ধরণের youtube tips পাবার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। আর নতুন নতুন আপডেট পাবার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো করুন।