কোরোনাভাইরাসের লকডাউনের কারণে প্রচুর রাস্তার ধারে বিক্রেতা, শাক-সব্জি বিক্রেতা, ফল বিক্রেতা, সেলুন, পানের দোকান ইত্যাদি মানুষের রোজগার বন্ধ হয়ে গেছে সেই কারণে কেন্দ্র সরকার দ্বারা এই নতুন যোজনা নিয়ে এসেছে যার নাম প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার স্ব-নির্ভরতা তহবিল প্রকল্প (Pradhan Mantri Street Vendor Aatmanirbhar Nidhi Scheme) অর্থাৎ "প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা।" এই যোজনায় ১০০০০ টাকা লোন সরকার দ্বারা দেওয়া হচ্ছে যার জন্য অনলাইন স্বনিধি পোর্টাল শুরু করে দেওয়া হয়েছে। এই পোর্টালে ১ জুলাইয়ের পর থেকে লোনের জন্য আবেদন শুরু হয়ে যাবে।
কিভাবে করবেন আবেদন ?
এই লোণের আবেদনের জন্য স্বনিধি পোর্টাল : http://pmsvanidhi.mohua.gov.in/ খুলে নিতে হবে যেখানে আবেদন করা যাবে। এখানে এই যোজনার আবেদনের ফর্মটি ডাউনলোড করতে পারবেন PM Street Vendor’s AtmaNirbhar Nidhi Form Download in PDF, এই ফর্মটি লোন আবেদনের জন্য ভরতে হবে। এই যোজনায় রাস্তার ধারে বিক্রেতা, শাক-সব্জি বিক্রেতা, ফল বিক্রেতা, সেলুন, পানের দোকান ইত্যাদিদের নথিভুক্ত করার কথা জানানো হয়েছে। এর জন্য আধার কার্ড এবং মোবাইল নাম্বার আবশ্যক এছাড়া মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিংক থাকতে হবে যেটা জরুরি (আধার ও মোবাইল লিংক কিভাবে করবেন দেখে নিন), এই যোজনায় ৪টি আলাদা আলাদা কেটেগরী ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কাজের /ব্যবসার অনুসারে লোন দেওয়া হবে।
Form Download in PDF
এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা দ্বারা নতুন করে ব্যবসা শুরু করার জন্য প্রথমে ১০,০০০ টাকা বিনা গ্যারেন্টি লোন দেওয়া হবে। বিনা গ্যারেন্টি মানে এই লোন নেবার জন্য রকম গ্যারেন্টি দিতে হবে না এর গ্যারেন্টি সরকার দেবে, এছাড়া সময়ে লোন মিটিয়ে দিলে ৭% সুদে সাবসিডি দেওয়া হবে। অলনাইনে পেমেন্ট করলে এবং তার রশিদ দেখালে মাসে মাসে ক্যাশব্যাক পাবার সুবিধা আছে।
এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অন্তর্গত দেওয়া লোন ১ বছরের মধ্যে মেটাতে হবে। এই লোনের টাকা সরাসরি আবেদকের ব্যাঙ্ক একাউন্টে আসবে যার পেমেন্ট অনালাইনে বা অ্যাপের মাধ্যমে করা যাবে। এই ধরণের ডিজিটাল পেমেন্ট করলে সরকার থেকে ক্যাশব্যাক দেবার কথা বলা হয়েছে।