
আসুন জেনে নিন এই বাজেটের প্রধান কয়েকটি ঘোষণার সম্পর্কে
১. ছোট দোকানদের দেওয়া হবে পেনশন :
বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, যে সমস্ত ছোট দোকানদার রয়েছেন তাদের দেওয়া হবে পেনশন। এছাড়া এটা জানানো হয়েছে যে মাত্র ৫৯ মিনিটের মধ্যে দোকানদের লোন দেবার ব্যবস্থা করা হবে।
২. মহিলাদের জন্য ঘোষণা :
বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, যে সমস্ত মহিলাদের জন ধন খাতা আছে তাদের ৫০০০ টাকা ওভারড্রাফট দেওয়া হবে। এর সাথে সাথে মহিলাদের ১ লক্ষ টাকা মুদ্রা লোন আলাদা করে দেওয়া হবে।
৩. আবাস যোজনায় নতুন বাড়ি দেওয়া হবে :
বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গত নতুন ১.৯৫ কোটি বাড়ি বানানো হবে। বাড়ি বানানোর সময় ৩৪০ দিন থেকে কমিয়ে ১৪০ দিন করা হয়েছে। মানে এবার থেকে আবাস যোজনার বাড়ি ১৪০ দিনের মধ্যে তৈরী হয়ে যাবে।
৪. নতুন কয়েন বাজারে আসবে :
বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সরকার ১ থেকে ২০ টাকার নতুন কয়েন বাজারে নিয়ে আসবে।
৫. তামাক, পেট্রোল, ডিজেল, সোনার দাম বেড়েছে :
বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, তামাক, পেট্রল, ডিজেলের দাম বাড়ানো হয়েছে। সোনার দামে ১০ শতাংশ থেকে ১২.৫ শতাংশ করে দেওয়া হয়েছে। পেট্রল ডিজেলের দামে ১-১ টাকা অতিরিক্ত লাগানো হবে।
৬. ইনকাম ট্যাক্স নিয়ে জরুরি ঘোষণা :
ইনকাম ট্যাক্স নিয়ে মোদী সরকারের বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে আর ইনকাম ট্যাক্স ভরার জন্য প্যান কার্ড দরকার হবে না। আধার কার্ডের দ্বারা ভরা যাবে ইনকাম ট্যাক্স। পান কার্ড জরুরি হবে না নতুন নরম অনুসারে। সরল ভাবে আধার কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স ফিল করা সম্ভব হবে।
৭. বেশি টাকা বের করলে লাগবে ট্যাক্স :
যদি কেউ ব্যাঙ্ক থেকে এক বছরে এক কোটি টাকার থেকে বেশি টাকা বেশির করে তাহলে দিতে হবে ট্যাক্স। এক কোটি টাকার ২% ট্যাক্স দিতে হবে মানে এক কোটি টাকার জন্য ২ লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে।
৮. গ্রামে বেশি করে বানানো হবে শৌচালয় :
বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যে প্রত্যেক গ্রামে এবং প্রত্যেক বাড়িতে শৌচালয় বানানো হবে। প্রত্যেক গ্রাম কে পরিস্কার পরিবেশে পরিণত করা হবে।
৯. গ্রামের বিকাশ করা হবে :
বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, প্রতিটি গ্রামে প্রত্যেক বাড়িতে রান্নার গ্যাস ও ইলেকট্রিক গ্যাস কানেকশান দেওয়া হবে। উজ্জ্বলা যোজনা এবং সৌভাগ্য যোজনার অন্তর্গত রান্নার গ্যাস ও ইলেকট্রিক গ্যাস কানেকশান প্রতিটি পরিবারের কাছে পৌঁছানো হবে।
১০. পত্যেক বাড়িতে পৌঁছাবে জল :
বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, শুধুমাত্র রান্নার গ্যাস ও ইলেকট্রিক গ্যাস কানেকশান দেওয়া হবে না এর সাথে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছাবার কথা বলা হয়েছে। জানানো হয়েছে পানীয় জলের জন্য জলশক্তি মন্ত্রণালয় দ্বারা ২০২৪ পর্যন্ত সকল পরিবারে জলের কানেকশান দেওয়া হবে।
বাজেট ২০১৯ এর আরো কি কি ঘোষণা করা হয়েছে সেই সমস্ত খবর জানার জন্য নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। #বাজেট ২০১৯
♦ মোদী সরকার এই সময় নতুন কি কি যোজনা ও ঘোষণা করেছে সব কিছু এখানে পাবেন →
মোদী সরকারের নতুন যোজনা, রাজ্য সরকারের নতুন যোজনা, নতুন ব্যবসা ও কাজের তথ্য এবং এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।