
আপনি যদি ভালো খাবার বানাতে পারেন বা ভালো রান্না করা আপনার যোগ্যতা তাহলে এই কাজ আপনার জন্য। খাবার ডেলিভারি করা স্বীগী কোম্পানি একটি নতুন অ্যাপ নিয়ে এসেছে যার নাম স্বীগী ডেলি। এই অ্যাপের দ্বারা ঘরের রান্না করা খাবার গ্রাহকদের দেওয়া। আপনার কাজ শুধু সুস্বাদু রান্না করা বাকি খাবার ডেলিভারির কাজ এই কোম্পানি করবে। আপনি প্রতিদিন হিসাবে, সাপ্তাহিক হিসাবে বা পুরো মাসের হিসাবে অর্ডার নিতে পারবেন। আপনার যতটা কাজের ইচ্ছা ততটা করতে পারবেন।
কারা করতে পারবেন এই কাজ :
এই অ্যাপের অনুসারে ঘরের রান্না, যারা টিফিন ব্যবসা চালায় তারা এবং ওই সমস্ত লোক যারা সংগঠিত ভাবে রান্না করে তারাও এই কাজ করতে পারবে। এই অ্যাপের উদ্দেশ্যে যে সমস্ত মানুষেরা ঘরের থেকে দূরে আছে কাজের ক্ষেত্রে বা অন্নান্ন ক্ষেত্রে তাদের ঘরে খাবার পৌঁছানো। বেশিভাগ সময় সোনা যাই যারা ঘরের থেকে দূরে থাকে তারা প্রায় বলে থাকে আমাদের কপালে ঘরের খাবার নেই এই সেবা তাদের জন্য। আপনি শুধু খাবার বানান আর তার পরিবর্তে টাকা কমিয়ে নিন।

মহিলাদের হবেন বেশি লাভবান :
এই অ্যাপের সব থেকে বড় লাভ বাড়ির মহিলাদের হবে। প্রায় বাড়িতে মহিলারাই রান্না করে আর বাড়ির খাবার সব জায়গার থেকে আলাদা হয়। এই সমস্ত মহিলারা যারা কিছু করতে চান তাদের জন্য এই অ্যাপ খুবই কাজের। কারণ না তো মহিলাদের কোথাও যেতে হবে না বেশি কিছু ঝামেলা করতে হবে। শুধু বানাতে হবে সুন্দর সুন্দর খাবার। যা মহিলাদের জন্য খুব সরল। এই ভাবে খাবার বানিয়ে মহিলারা বেশ মোটা টাকা ইনকাম করতে পারবেন এবং সাবলম্বী হতে পারবেন।

এই কাজ শুরু কিভাবে করবেন :
এই কাজ শুরু করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না। স্বীগী ডেলি অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং নিজে কে এই অ্যাপে রেজিস্টার করে নিতে হবে। বাকি সমস্ত তথ্য এই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। এই অ্যাপের মতো অন্নান্ন কোম্পানীরাও এই ধরণের সেবা অবশ্যই শুরু করবে যার ফলে আপনি এক থেকের বেশি কোম্পানির সাথে কাজ করতে পারবেন। এতে আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন।
মোদী সরকার এই সময় নতুন কি কি যোজনা ও ঘোষণা করেছে সব কিছু এখানে পাবেন →
যদি আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।