
বিভিন্ন সাথে জানা গেছে, প্রধানমন্ত্রী দপ্তরের অনুসারে বিগত পাঁচ বছরের যেই সমস্ত কাজ গুলি এখনো বাকি আছে সেগুলি পূর্ণ করা আর এর জন্য কর্মীর প্রয়োজন। এর জন্য সেই সমস্ত খালি পদ গুলি আছে তা পূর্ণ করা। মোদী সরকারে প্রথম উদ্দেশ হলো সরকারি দপ্তরে সমস্ত শূন্য পদ গুলিকে ভর্তি করা এবং তার জন্য নতুন কর্মচারীদের নিয়োগ করা।
জানা গেছে, অতি শীঘ্র প্রায় ৭৫ হাজার নতুন কর্মচারীদের সরকারি দপ্তরে নিয়োগ করা হবে। স্টাফ সিলেকশন কমিশন দ্বারা এই কাজ সম্পূর্ণ করা হবে। কবে আর কিভাবে নতুন ভর্তি হবে তা জানার জন্য এই ওয়েবসাইটে নজর রাখবেন। মহিলা ও পুরুষ উভয়ের জন্য এই ভর্তির কাজ হবে।
কোন কোন ক্ষেত্রে নতুন সরকারি চাকরি দেওয়া হবে তও একবার জেনে নিন। সূত্রে জানা গেছে ভারতীয় রেলওয়ে, পরিবহন দপ্তর, কেন্দ্রীয় সচিবালয়, মহিলা ও বাল বিকাশ দপ্তর ও নগরউন্নয়ন বিভাগের মতো সরকারি দপ্তর গুলিতে নতুন কর্মচারীর জন্য ভর্তির কাজ শুরু হবে।

এই বছর লোক সভা নির্বাচনে মোদী সরকার বিপুল ভাবে জয়ী হয়েছে এবং ৩০শে মে ২০১৯ -এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পর থেকেই আগামী ১০০ দিনের কি কি কাজ তা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা ও কাজ শুরু করে দেওয়া হয়েছে।
মোদী সরকার এই সময় নতুন কি কি যোজনা ও ঘোষণা করেছে সব কিছু এখানে পাবেন →
আপনাদের কে এই তথ্য কেমন লাগলো জানাবেন। আর এই ধরণের আরো তথ্য পেতে হলে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।