West Bengal Government Schemes News, Banglar Bhumi

Modi Government Schemes News, West Bengal Government Schemes News, Startup Business News of West Bengal, Khatian and Plot Information of West Bengal

এসে গেছে পতঞ্জলি সিম, মাত্র 144 টাকাতে পাবেন 2GB ডাটা আর সব কিছু ফ্রী এবং ৫ লক্ষ টাকার বিমা ফ্রী

Patanjali Sim Free in West Bengal

হ্যাঁ বন্ধুরা একদম ঠিক সুনেছেন এবার "পতঞ্জলি সিম"-ও এসে গেছে। আজ বাচ্চা থেকে বয়স্ক সকলেই পতঞ্জলি প্রোডাক্ট এর সম্মন্ধে জানে। আর এখন পতঞ্জলির কত যে প্রোডাক্ট বাজারে আছে তা বলা সম্ভব নয়, প্রায় সবই কিছু জিনিস পতঞ্জলির রয়েছে ।
এবার তো পতঞ্জলি টেলিকম সেক্টারেও চলে আসলো আর বানিয়ে নিল পতঞ্জলি সিম। পতঞ্জলি আর BSNL মিলে নিয়ে এল এই সিম কার্ড যার নাম " স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড" আর এই সিম কার্ড যার কাছে থাকবে সে পাবে পতঞ্জলির প্রোডাক্ট-এ ১০% ছাড়।

কি কি আছে এই "পতঞ্জলি সিম কার্ড "-এ ?

কেবল মাত্র 144 টাকাতে পাবেন আনলিমিটেড কল, 2GB ডাটা, 100 SMS তাও ৩০ দিনের জন্য। এছাড়া এই সিম যার কাছে থাকবে পাবে "লাইফ ইন্সরেন্স ও মেডিক্যাল ইন্সরেন্স"। এতে লাইফ ইন্সরেন্স এর জন্য ৫ লাখ ও মেডিক্যাল ইন্সরেন্স এর জন্য ২.৫ লাখ টাকা কাভার রয়েছে। কোম্পানির উদ্দেশ্য সস্তা ডাটা ও সস্তা কল রেটের সাথে মানুষের জন্য সুবিধা প্রদান করা।

কি করে ? আর কথায় পাবেন এই সিম কার্ড ?

বর্তমান সময়ে এই সিম কার্ড কেবলমাত্র যারা পতঞ্জলির কর্মচারী শুধু তারাই পাবে। পতঞ্জলির কর্মচারীরা তাদের ID কার্ড দেখিয়ে এই সিম কার্ড নিতে পারে আর এই সমস্ত সুবিধা গুলি পেতে পারে।

আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই সিম কার্ড সাধারণ মানুষদের জন্য বাজারে আসবে, তখন আপনারাও এই সুবিধা গুলি পেতে পারবেন। তাহলে আপাতত অপেক্ষা করুন।
যদি আপনাদের আমার এই তথ্য ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের ইউটিউব চ্যানেল সাস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।
বন্ধুরা বাংলা ভূমী ওয়েবসাইট আপনাদের জন্য সর্বদা নতুন নতুন তথ্য নিয়ে আসে তাও বাংলা ভাষাতে এবং খুব সরল কথায় আপনাদের বোঝানোর চেষ্টা করে থাকে। যদি আপনাদের আমাদের এই কাজ ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
পশ্চিমবঙ্গের সরকারি যোজনা এবং অন্নান্য তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি তথ্য।  বাংলা ভূমী 

আরও নতুন তথ্য দেখুনঃ
banglarbhumi.gov.in Khatian & Plot Information New Website of West Bengal Land Records ▶
কিভাবে বাংলার ভুমির নতুন ওয়েবসাইট দ্বারা খতিয়ান ও দাগের তথ্য এবং মৌজা ম্যাপ বের করবেন ▶
ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন? তাও ফ্রী তে ▶
ত্রিপুরা রাজ্যের খতিয়ান, দাগের তথ্য ও মৌজা ম্যাপ কিভাবে ডাউনলোড করবেন? এখনি দেখে নিন ▶
বাংলা ভূমী নিজস্ব মোবাইল অ্যাপ এখান থেকে ডাউনলোড করুন ▶
বাংলার ভুমি নতুন ওয়েবসাইট মোবাইলে কিভাবে কার করে জেনে নিন ▶


Comment on This News.

Popular News