আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের এমন এক অ্যাপ সম্মন্ধে জানাতে চলেছি যা দিয়ে আপনারা "প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের" বর্তমান লিস্ট (এই বছরের লিস্ট) দেখতে পারবেন এবং সেই লিস্টের মধ্যে আপনার নাম আছে কি নেই সেটাও জানতে পারবেন।
আসুন জেনে নিন কিভাবে লিস্ট দেখবেন আর এই অ্যাপ কিভাবে কাজ করে।
১. সবার প্রথমে আপনাদের কে এই অ্যাপ "Google Play Store" থেকে ডাউনলোড করতে হবে। নীচে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি, নীচে ডাউনলোড লিংকে গিয়ে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড "প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ" অ্যাপঃ DOWNLOAD ⏩
২. অ্যাপটি ডাউনলোড করার পর "OPEN" করবেন। নীচে ছবিতে দেখতে পাচ্ছেন যেই "START" বটন রয়েছে ওখানে টাচ করুন।

নীচে যেই "KNOW HOW TO DO?" বটন রয়েছে তার দ্বারা আপনারা জানতে পারবেন যে এই অ্যাপ কিভাবে কাজ করে।
৩. নীচের ছবি অনুসারে আপনারা একটা স্ক্রীন দেখতে পাবেন যেখানে আপনাকে প্রথমেঃ বছর নিতে হবে, দ্বিতীয়ঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা সিলেক্ট করে নিতে হবে।

৪. নীচের ছবি অনুসারে আপনারা সমস্ত "রাজ্যের" দেখতে পাবেন। এখান থেকে "West Bengal" সিলেক্ট করে নিন।

৫. এর পর আপনাকে "জেলা" সিলেক্ট করতে হবে। তাহলে আপনি যেই জেলার লিস্ট দেখতে চান সেই জেলা সিলেক্ট করে নিন।

৬. এই খানে আমরা "পঞ্চায়েত" লিস্ট দেখতে পাচ্ছি, এইখানে আপনারা পঞ্ছায়েতের নামের সামনে "নীল" রঙের কিছু নাম্বার দেখতে পাবেন। এই নাম্বারের মানে হল এতগুলি আবেদন দেওয়া হয়েছে ঐ পঞ্ছায়েতের মধ্যে। আপনাকে এই নাম্বারে টাচ করতে হবে।

৭. আপনারা এই স্ক্রিনে সমস্ত লোকের নাম দেখতে পাবেন। হয়ত এতে আপনারও নাম থাকতে পারে। এর পর আপনার নামে টাচ করুন।

৮. আপনার নামে টাচ করুন, আপনি আপনার আবেদনের সমস্ত তথ্য পেয়ে যাবেন।

আপনি যদি চান তাহলে এই তথ্যটি "Screenshot" করে নিজের মোবাইলে "SAVE" করে রাখতে পারেন।
ডাউনলোড "প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ" অ্যাপঃ DOWNLOAD ⏩
আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে "প্রধানমন্ত্রী আবাস যোজনা - গ্রামীণ" যেই বর্তমান লিস্ট রয়েছে তা কিভাবে মোবাইল অ্যাপএর সাহায্যে দেখবেন করবেন।