উঃ ১৯৭১ সালের ৫ই জানুয়ারী মেলবোর্ন স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে।
প্রঃ প্রথম একদিনের ম্যাচের ফলাফল কি হয়েছিল?
উঃ আট বলের চল্লিশ ওভারের উক্ত ম্যাচটি হয়েছিল। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৯.৪ ওভারে অলআউট ১৯০ রানে। জবাবে অস্ট্রেলিয়া ৩৪.৬ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করেন। বিশ্বের প্রথম একদিনের ম্যাচটি অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী হয়েছিল।
প্রঃ বিশ্বের প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেতৃত্বে কে কে ছিলেন?
উঃ ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন ‘রেইলিং ওয়ার্থ’ আর অস্ট্রেলিয়ার নেতৃত্বে ছিলেন ‘বিল লরি’।
প্রঃ বিশ্বের প্রথম দিনের ম্যাচে ‘ম্যান অব দি ম্যাচ’ কে পেয়েছিলেন?
উঃ ইংল্যান্ডের জন এডরিচ। তিনি ৮২ রানে একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন।
প্রঃ ভারত প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ কত সালে কার বিপক্ষে খেলেছিল, উক্ত ম্যাচের ফলাফল কি হয়েছিল?
উঃ ১৯৭৪ সালে বিপক্ষ ইংল্যান্ড দল। উক্ত ম্যাচটি ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী হয়।
প্রঃ একদিনের ম্যাচে ভারতের পক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ রান করার রেকর্ড কার?
উঃ বিশ্ব ক্রিকেটের নায়ক শচীন তেন্ডুলকার। ২০০ রানে নট আউট ছিলেন।
প্রঃ কোন ক্রিকেটার সবচেয়ে কম টেস্ট খেলে ‘দশ হাজার’ রান করেন?
উঃ ব্রয়ান লারা।
প্রঃ ক্রিকেটে কোন সাল থেকে ছ’বলে ওভার শুরু হয়েছিল?
উঃ ১৯০০ সাল থেকে।
প্রঃ রেডিওতে সর্বপ্রথম কত সালে ক্রিকেট ম্যাচের ধারা বিবরণী প্রচারিত হয়?
উঃ ১৯৩০ সাল থেকে। নটিংহোম। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে খেলার।
প্রঃ টেলিভিশনের পর্দায় সর্বপ্রথম কবে টেস্ট ম্যাচ দেখানো হয়?
উঃ ইংল্যান্ডে ১৯৩৮ সালে, লর্ডসে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে খেলার।
প্রঃ টেলিভিশনের পর্দায় ভারতে সর্বপ্রথম কবে ক্রিকেট ম্যাচ দেখানো হয়?
উঃ ১৯৯৬ সালে দিল্লি থেকে। এ প্রসঙ্গে জেনে রাখুন টেলিভিশন আবিষ্কার হয় ১৯২৭ সালে। ভারতে চালু হয় ১৯৫৯ সালে। কোলকাতা টেলিভিশন চালু হয় ১৯৭৫ সালে।
প্রঃ ভারতে কারা ক্রিকেট চালু করেন?
উঃ ভারতে নিযুক্ত ইংরেজ কর্মচারীরা।
প্রঃ ‘ক্রিকেট’ খেলার পূর্বে কি নামে ডাকা হত?
উঃ ‘ক্লাব বল খেলা’।
প্রঃ খেলাধুলার সরবসেরা আসর অলিম্পিক প্রথম কবে ক্রিকেট খেলা চালু হয়?
উঃ ১৯০০ সালে এবং এ পর্যন্ত একবারই।
প্রঃ একদিনের ক্রিকেট ‘ফিল্ডিং সারকেলের’- নিয়ম কে চালু করেছিলেন?
উঃ টনি গ্রেস। প্রথম ১৫ ওভারের জন্য এই নিয়ম চালু হয়। বর্তমানে ২০ ওভার করা হয়েছে।
প্রঃ কোন ভারতীয় ব্যাটসম্যান প্রথম হেলমেট ব্যাবহার করেন?
উঃ মহিন্দর অমরনাথ।
প্রঃ বিশ্বের সর্বপ্রথম টেস্ট ম্যাচটি কত সালে, কোথায় কোন কোন দলের মধ্যে হয়েছিল?
উঃ ১৮৭৭ সালে মেলবোর্নে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
প্রঃ টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের সর্বপ্রথম অধিনায়ক কে ছিলেন?
ঊঃ সি. কে. নাইডু।
প্রঃ I.C.C. –এর পুরো নাম কি?
উঃ ইন্ট্যারনাশনাল ক্রিকেট কাউন্সিল।
প্রঃ M.C.C. – এর পুরো নাম কি?
উঃ B.C.C.B – মেরিলীর্বোন ক্রিকেট ক্লাব।
প্রঃ C.A.B. – এর পুরো নাম কি?
উঃ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
প্রঃ A.C.B.A.C.C. এবং L.B.W. – এর পুরো নাম কি?
উঃ A.C.B. – অস্ট্রেলিয়া ক্রিকেট র্বোড। A.C.C. – এশিয়ান ক্রিকেট কাউন্সিল। L.B.W. – লেগ বিফোর উইকেট।
প্রঃ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কত সালে গঠিত হয়?
উঃ ১৯২৮ সালে।
প্রঃ ‘ক্রিকেট খেলার জনক’ কাকে বলা হয়?
উঃ ডবলু জি. গ্রেস। জন্মঃ ১৮৪৮ সাল।
প্রঃ ২০০৪ সালে বিখ্যাত পাকিস্তান সফরে ভারত একদিনের সিরিজ ৩-২ ম্যাচে এবং টেস্ট সিরিজ ২-১ ম্যাচে জয়ী হয় কার অধিনায়কত্বে?
উঃ বিশ্বের অন্যতম অধিনায়ক সৌরভের নেতৃত্বে।
প্রঃ একদিনের ম্যাচে প্রথম বাঙালী অধিনায়ক কে?
উঃ সৌরভ গাঙ্গুলী।
প্রঃ অধিনায়ক হিসাবে একদিনের ম্যাচে সৌরভ গাঙ্গুলী কোন সালে কোথায় ‘৫০০০’ রানের মাইস্টোন পার করেন?
উঃ ২০০৫ সালে, বিপক্ষ পাকিস্তান দল।
প্রঃ ‘রাউন্ড দি উইকেট’ বল কি?
উঃ বোলার বল করার সময় উইকেট যদি তার অন্য হাতের পাশে থাকে তখন হয় ‘রাউন্ড দি উইকেট’ বল।
No comments:
Post a Comment