সুচিপত্র
- ২ বৈশাখ ১৪৩০, রবিবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ১৬ এপ্রিল ২০২৩, রবিবার
- 2 বৈশাখ 1430 তিথি পঞ্জিকা:
- ২ বৈশাখ ১৪৩০ তারিখে অমৃতযোগ:
- ২ বৈশাখ ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
- ২ বৈশাখ ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
- ২ বৈশাখ ১৪৩০ তারিখের রাশিফল:
- বৈশাখ মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
- 2 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal Video:
- Bengali Calendar 1430
২ বৈশাখ ১৪৩০, রবিবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ১৬ এপ্রিল ২০২৩, রবিবার
2 বৈশাখ 1430 তিথি দৈনিক পঞ্জিকা – বাংলা ক্যালেন্ডার 1430 – শুভ সময় – মুহুর্ত – রাশিফল (2 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal)
প্রতিটি দিনে কোন না কোন শুভক্ষণ অথবা শুভ কাজের সময় থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। সে বিষয়ে জানা থাকলে কোন কাজ করতে খুব সুবিধা হয়। তেমনি বৈশাখ মাসের ২ তারিখ, চলুন এই দিনে কি কি আছে সে সম্পর্কে জানা যাক।
2 বৈশাখ 1430 তিথি পঞ্জিকা:
২ বৈশাখ ১৪৩০, রবিবার | |
🌄 সূর্যোদয়- ভোর ৫ টা ১৯ মিনিটে | 🌅 সূর্যাস্ত- সন্ধ্যা ৫ঃ৫২ মিনিটে |
⛪️ ইংরেজি: | ১৬ ই এপ্রিল ২০২৩ |
🛕 ভাস্করাব্দ: | ২৬ শে চৈত্র |
🌺 অসম: | ২ বহাগ |
☀️ বিক্রম সংবৎ: | ১১ ই বৈশাখ বদি |
🕌 ইসলামিক: | ২৪ শে রমজান |
🐚 শুভ কর্ম: | পূন্যাহ শান্তিস্বাস্ত্যয়ন, হল প্রবাহ, বীজ বপন, ধান রোপন, এই কাজগুলি এই দিন করা যেতে পারে। |
✈️ যাত্রা- কোথাও যাত্রা করতে গেলে সে ক্ষেত্রে শুভ, তবে পশ্চিমে নিষেধ রয়েছে, দুপুর ১ টা ২২ মিনিট গত করে অগ্নিকোণে এবং ঈশান কোণেও যাত্রা করা নিষেধ। বিকেল ৫ টা পেরিয়ে গেলে যাত্রা শুভ নয়। |
২ বৈশাখ ১৪৩০ তারিখে অমৃতযোগ:
সকাল ৫ টা ৫৪ মিনিট থেকে ৯ঃ২২ মিনিটের মধ্যে এবং রাত ৭ঃ৩১ মিনিট থেকে ৮ টা ৫৯ মিনিটের মধ্যে অমৃতযোগ রয়েছে।
২ বৈশাখ ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
দিবা ৫:৫৫ মিনিটের মধ্যে এবং দুপুর ১২ টা ৫০ থেকে ১ টা ৪০ মিনিটের মধ্যে। এছাড়া সন্ধ্যা ৬ টা ৪৪ থেকে ৭:২৮ এর মধ্যে এবং রাত ১১ঃ৫৩ থেকে রাত ২ টো ৫১ মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ রয়েছে।
২ বৈশাখ ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর তিরোধান দিবস (১৬ ই এপ্রিল ১৯৭৫ খ্রিস্টাব্দ)।
২ বৈশাখ ১৪৩০ তারিখের রাশিফল:
এই দিন অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। | |
বৃষ রাশির জাতক-জাতিকাদের প্রণয়াসক্তির যোগ রয়েছে। | |
এই দিন অনুসারে মিথুন রাশির জাতক-জাতিকারা সুপরামর্শ লাভ করবেন। | |
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি মন খারাপের হতে পারে, কেননা বুদ্ধিভ্রম হতে পারে। | |
সিংহ রাশির জন্য এই দিনটি খুবই সুন্দর হবে, তার কারণ হলো কর্মে সাফল্য লাভ করবেন। | |
যাদের কন্যা রাশি তাদের চৌর্যভয় এর সম্ভাবনা রয়েছে। | |
এই রাশির জাতক জাতিকাদের উৎসাহ বৃদ্ধি হবে। | |
এই দিনে নির্যাতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। | |
এই রাশির জাতক জাতিকাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হতে পারে। | |
এই দিনটিতে কর্তব্যে ত্রুটি হতে পারে। | |
এই দিনে যেকোন ক্ষেত্রে লাভ হতে পারে। | |
এই রাশির জাতক জাতিকারা হতাশা মুক্ত হতে পারবেন এই দিনে। |
বৈশাখ মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
৩০ | ৩১ | ১ | ||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
2 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal Video:
Bengali Calendar 1430
বৈশাখ 1430 | জ্যৈষ্ঠ 1430 |
আষাঢ় 1430 | শ্রাবণ 1430 |
ভাদ্র 1430 | আশ্বিন 1430 |
কার্ত্তিক 1430 | অগ্রহায়ণ 1430 |
পৌষ 1430 | মাঘ 1430 |
ফাল্গুন 1430 | চৈত্র 1430 |
[sc_fs_multi_faq headline-0=”h2″ question-0=”What is the Bengali Calendar for 16 April 2023?” answer-0=”16 April 2023 Corresponds to the Bengali date 02 Baisakh 1430 Bangabda.” image-0=”” headline-1=”h2″ question-1=”What is the Bengali Panjika today?” answer-1=”Today Bengali Panjika is 02 Baisakh 1430 Bangabda and English Date is 16 April 2023, Sunday.” image-1=”” count=”2″ html=”true” css_class=””]