সুচিপত্র
- ১৫ বৈশাখ ১৪৩০, শনিবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ২৯ এপ্রিল ২০২৩, শনিবার
- 15 বৈশাখ 1430 তিথি পঞ্জিকা:
- ১৫ বৈশাখ ১৪৩০ তারিখে অমৃতযোগ:
- ১৫ বৈশাখ ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
- ১৫ বৈশাখ ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
- ১৫ বৈশাখ ১৪৩০ তারিখের রাশিফল:
- বৈশাখ মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
- 15 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal Video:
- Bengali Calendar 1430
১৫ বৈশাখ ১৪৩০, শনিবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ২৯ এপ্রিল ২০২৩, শনিবার
15 বৈশাখ 1430 তিথি দৈনিক পঞ্জিকা – বাংলা ক্যালেন্ডার 1430 – শুভ সময় – মুহুর্ত – রাশিফল (15 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal)
আজ বৈশাখ মাসের ১৫ তারিখ, এই দিনে কোন কোন শুভক্ষণ রয়েছে, তিথি রয়েছে, যে শুভ তিথিতে শুভ কাজ করা সম্ভব হবে, কোন কোন উৎসবগুলি রয়েছে আর বিশেষ দিন হিসেবে বৈশাখ মাসের ১৫ তারিখ টি কেমন, সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
কোনো উৎসব অনুষ্ঠানের জন্য, শুভ কাজের জন্য, শুভ দিনের প্রয়োজন হয়। সেগুলির ক্ষেত্রে পঞ্জিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথাও ভ্রমণের জন্য এই দিনটি কেমন, তার সাথে সাথে সমস্ত রাশির জাতক-জাতিকা দের এই দিনটি কেমন কাটবে? চলুন জেনে নিই:
15 বৈশাখ 1430 তিথি পঞ্জিকা:
১৫ ই বৈশাখ ১৪৩০, শনিবার | |
🌄 সূর্যোদয়- সকাল ৫ টা ১০ মিনিট | 🌅 সূর্যাস্ত- সন্ধ্যা ৬ টা |
⛪️ ইংরেজি: | ২৯ শে এপ্রিল ২০২৩ |
🛕 ভাস্করাব্দ: | ৯ ই বৈশাখ |
🌺 অসম: | ১৫ বহাগ |
☀️ বিক্রম সংবৎ: | ৯ বৈশাখ সুদি |
🕌 ইসলামিক: | ৮ শওয়াল |
🐚 শুভ কর্ম: | এই দিন কোনরকম শুভ কর্ম নেই। |
✈️ যাত্রা- যাত্রা বলতে গেলে, এই দিনে যাত্রা শুভ নয়। |
১৫ বৈশাখ ১৪৩০ তারিখে অমৃতযোগ:
সকাল ৯ টা ২২ মিনিট থেকে দুপুর ১২ টা ৫২ মিনিটের মধ্যে এবং রাত ৮ঃ১৫ মিনিট থেকে রাত ১০:২৮ মিনিটের মধ্যে এবং রাত ১১ টা ৫৬ মিনিট থেকে ১ টা ৫২ মিনিটের মধ্যে ও রাত ২ টো ৫ মিনিট থেকে ৩ টে ৩৫ মিনিটের মধ্যে অমৃতযোগ রয়েছে।
১৫ বৈশাখ ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
এই দিন কোন মাহেন্দ্রযোগ নেই।
১৫ বৈশাখ ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
- এই দিন উৎসব হিসেবে শ্রী শ্রী সীতা নবমী ব্রত।
- শ্রী শ্রী জানকী নবমী ব্রত (বিহার)।
- শ্রী শ্রী জাহ্নবী গোস্বামীর আবির্ভাব
- ফরিদপুর শ্রীধাম শ্রী অঙ্গনে শ্রী শ্রী মহা নাম যজ্ঞক্ষেত্রে অদ্য থেকে সপ্তাহকাল ব্যাপী।
- মহবতারি হরিপুরুষ শ্রীশ্রী প্রভু জগত বন্ধু সুন্দরের জন্ম মহোৎসব।
- এছাড়া বাকচর শ্রী অঙ্গনে অক্ষয় তৃতীয়া থেকে অদ্য পর্যন্ত উৎসব এবং জন্মস্থান মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায় ৫৬ প্রহর ব্যাপী কীর্তন মহোৎসব।
- কলকাতা মহা উদ্ধারণ মঠে অখন্ড মহানাম কীর্তন ও যজ্ঞ।
১৫ বৈশাখ ১৪৩০ তারিখের রাশিফল:
মেষ রাশির জাতক-জাতিকা দের ক্ষেত্রে এই দিনে শ্লীলতাহানির সম্ভাবনা রয়েছে। | |
বৃষ রাশির জাতক-জাতিকাদের এই দিন আর্থিক বিষয়ে চিন্তা হতে পারে। | |
মিথুন রাশির ব্যক্তিদের এই দিন সাপের ভয়ের সম্ভাবনা রয়েছে। | |
কর্কট রাশির জাতক জাতিকা দের ক্ষেত্রে এই দিন বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। | |
সিংহ রাশির ক্ষেত্রে এই দিন অসৎ সঙ্গে ক্ষতিসাধন হতে পারে। | |
কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিনে ঘরে অতিথি সমাগম এর সম্ভাবনা রয়েছে। | |
এই দিনে চোখের কোন রোগের সম্ভাবনা রয়েছে, তুলা রাশির জাতক-জাতিকাদের। | |
কোন প্রতিযোগিতা তে সাফল্যের সম্ভাবনা রয়েছে এই দিন বৃশ্চিক রাশির ব্যাক্তিদের। | |
ধনু রাশির ক্ষেত্রে আজকের দিনটিতে জলযানে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। | |
মকর রাশির ক্ষেত্রে এই দিনটি তে কোনো আশা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। | |
কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিন কোনো বিষয়ে আত্মতৃপ্তি হতে পারে। | |
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই দিনে প্রেমে বদনাম হতে পারে। |
বৈশাখ মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
৩০ | ৩১ | ১ | ||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
15 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal Video:
Bengali Calendar 1430
বৈশাখ 1430 | জ্যৈষ্ঠ 1430 |
আষাঢ় 1430 | শ্রাবণ 1430 |
ভাদ্র 1430 | আশ্বিন 1430 |
কার্ত্তিক 1430 | অগ্রহায়ণ 1430 |
পৌষ 1430 | মাঘ 1430 |
ফাল্গুন 1430 | চৈত্র 1430 |