সুচিপত্র
১৪ জ্যৈষ্ঠ ১৪৩০, সোমবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ২৯ মে ২০২৩, সোমবার
14 জ্যৈষ্ঠ 1430 তিথি দৈনিক পঞ্জিকা – বাংলা ক্যালেন্ডার 1430 – শুভ সময় – মুহুর্ত – রাশিফল (14 Jaistha 1430 Tithi Today Panjika and Rashifal)
গৃহ আরম্ভ থেকে শুরু করে সকল প্রকার শুভ কর্মের জন্য শুভ তিথি ও দিনক্ষণ দেখে তবেই সেই শুভ কাজ সম্পন্ন করা হয়। তেমনি আজকের এই দিনটিতে কোন কোন শুভক্ষণ রয়েছে, আর কোথাও যাত্রা করা শুভ কিনা, তার পাশাপাশি সকল রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন কাটতে চলেছে, চলুন জানা যাক।
14 জ্যৈষ্ঠ 1430 তিথি পঞ্জিকা:
১৪ জ্যৈষ্ঠ ১৪৩০, সোমবার | |
🌄 সূর্যোদয়- সকাল ৪ টা ৫৫ মিনিট | 🌅 সূর্যাস্ত- সন্ধ্যা ৬ টা ১২ মিনিট |
⛪️ ইংরেজি: | ২৯ শে মে ২০২৩ |
🛕 ভাস্করাব্দ: | ৮ ই জ্যৈষ্ঠ |
🌺 অসম: | ১৪ জেঠ |
☀️ বিক্রম সংবৎ: | ৯ ই জ্যৈষ্ঠ সুদি |
🕌 ইসলামিক: | ৯ জেল্কদ |
🐚 শুভ কর্ম্ম: | সকাল ৯ টা ৩ মিনিট পর থেকে গাত্র হরিদ্রা, সাধ ভক্ষণ, নামকরণ, নিষ্ক্রমণ, অব্যুঢ় অন্ন, অন্নপ্রাশন, কর্নবেধ, দেবগৃহ আরম্ভ, দেবগৃহ প্রবেশ, পুংরত্ন ধারন, জলাশয় আরম্ভ, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা প্রতিষ্ঠা, বিষ্ণুপ্রতিষ্ঠা, দীক্ষা গ্রহণ, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, বিক্রয় বাণিজ্য, গ্রহ পূজা, পূণ্যাহ, বিপন্যারম্ভ, শান্তিস্বস্ত্যয়ন, হলপ্রবাহ, বীজ বপন, ধান্যরোপন, ধান্যচ্ছেদন, ধান্যস্থাপন, যবশ্রাদ্ধ, নবান্ন, গরু বিক্রয়, কারখানা আরম্ভ। |
✈️ যাত্রা- যাত্রা শুভ, তবে পূর্বে ও উত্তরে যাত্রা নিষেধ। |
১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ তারিখে অমৃতযোগ:
সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ১০ টা ১৬ মিনিটের মধ্যে এবং রাত ৯ টা ৯ মিনিট থেকে ১১ঃ৫৮ মিনিটের মধ্যে ও রাত ১ঃ২২ মিনিট থেকে ২:৫০ মিনিটের মধ্যে অমৃত যোগ রয়েছে।
১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
রাত ৩ টে ৩০ মিনিট থেকে ৪ টে ১৫ মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ রয়েছে।
১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
ভাষা আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মৃত্যু দিবস (২৯ শে মে ১৯৭৭ খ্রিস্টাব্দ)
১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ তারিখে রাশিফল:
এই রাশির জাতক-জাতিকা দের প্রেমে বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। | |
এই দিনে এই রাশির ক্ষেত্রে প্রতিবেশী দের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। | |
পত্নী পীড়ায় চিন্তা হতে পারে। | |
এই দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের নৈতিক উন্নতির সম্ভাবনা আছে। | |
সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিন শত্রু বৃদ্ধি হতে পারে। | |
কন্যা রাশির জাতক জাতিকাদের সৎকর্মে ব্যয় হতে পারে। | |
এই রাশির জাতক-জাতিকাদের চাকরিতে সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। | |
পর উপকারের কারণে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। | |
এই দিন কোন কারনে ঈর্ষান্বিত হতে পারেন। | |
ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই রাশির জাতক জাতিকা দের। | |
বিষাদগ্রস্ত থাকার সম্ভাবনা থাকতে পারে। | |
এই দিন জাতক-জাতিকাদের মাথার যন্ত্রণা হতে পারে। |
জ্যৈষ্ঠ মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ৩২ |
Bengali Calendar 1430
বৈশাখ 1430 | জ্যৈষ্ঠ 1430 |
আষাঢ় 1430 | শ্রাবণ 1430 |
ভাদ্র 1430 | আশ্বিন 1430 |
কার্ত্তিক 1430 | অগ্রহায়ণ 1430 |
পৌষ 1430 | মাঘ 1430 |
ফাল্গুন 1430 | চৈত্র 1430 |