১১ বৈশাখ ১৪৩০, মঙ্গলবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
11 বৈশাখ 1430 তিথি দৈনিক পঞ্জিকা – বাংলা ক্যালেন্ডার 1430 – শুভ সময় – মুহুর্ত – রাশিফল (11 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal)
আজ বৈশাখ মাসের ১১ তারিখ, এই দিনে কোন কোন শুভক্ষণ রয়েছে, তিথি রয়েছে, যে শুভ তিথিতে শুভ কাজ করা সম্ভব হবে, কোন কোন উৎসবগুলি রয়েছে আর বিশেষ দিন হিসেবে বৈশাখ মাসের ১১ তারিখ টি কেমন, সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। কোথাও ভ্রমণের জন্য এই দিনটি কেমন, তার সাথে সাথে সমস্ত রাশির জাতক-জাতিকা দের এই দিনটি কেমন কাটবে? চলুন জেনে নিই:
সকাল ৭ টা ৪২ মিনিট থেকে ১০:১০ মিনিটের মধ্যে ও দুপুর ১২ টা ৫০ মিনিট থেকে দুপুর ২ টো ৪০ মিনিটের মধ্যে এবং ৩ টে ২৮ মিনিট থেকে সন্ধ্যে ৫:১৫ মিনিটের মধ্যে এবং রাত ৬ টা ৫০ মিনিটের মধ্যে ও ৯ টা থেকে রাত ১১ টা ১৫ মিনিটের মধ্যে, এরপর ১ টা ২৩ মিনিট থেকে ২ টো ৫০ মিনিটের মধ্যে অমৃতযোগ রয়েছে।
১১ বৈশাখ ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
এই দিন উৎসব হিসেবে জগত গুরু শ্রী শ্রী শঙ্করাচার্যদেবের জন্মতিথি ও পূজা।